ETV Bharat / state

অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীকে চিঠি বার কাউন্সিলের - CM

অচলাবস্থা কাটাতে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাল বার কাউন্সিল ।

হাইকোর্ট
author img

By

Published : May 21, 2019, 10:56 PM IST

কলকাতা, 21 মে : বহাল রইল আইনজীবীদের কর্মবিরতি । আগামী 24 মে পর্যন্ত চলবে কর্মবিরতি । প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ না করার জন্যই কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানাল বার কাউন্সিল । পাশাপাশি এই বিষয়ে মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য বার কাউন্সিলের তরফে চিঠি পাঠানো হয়েছে ।

হাওড়া পৌরনিগম ও হাওড়া আদালত পাশাপাশি । পৌরনিগম কর্মীদের একাংশের অভিযোগ, পৌরনিগম চত্বরে আইনজীবীরা নিজেদের গাড়ি পার্ক করেন । এর ফলে, তাঁরা গাড়ি পার্ক করতে পারেন না । তা নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা বাধে । ক্রমশ তা হাতাহাতিতে গড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পৌরকর্মী ও আইনজীবীদের উপর লাঠিচার্জ করে পুলিশ । কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । আক্রান্ত হন আইনজীবীদের একাংশ । এরপরই আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে ব্যাঙ্কশাল কোর্ট সহ রাজ্যের একাধিক বার অ্যাসোসিয়েশনের তরফে 25 এপ্রিল থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল ।

ঘটনার ব্যাপারে মামলা দায়ের করা হয়েছিল । কিন্তু মামলাটি বেশ কয়েকদিন শুনানির পর রায়দান স্থগিত রাখে হাইকোর্ট । আগামীকাল মামলাটির শুনানি রয়েছে । ফলে স্বাভাবিক ভাবে সবার মনেই কৌতূহল আগামীকালের রায়দানে কী সমস্যার সুরাহা হবে । অন্যদিকে আগামী 24 মের পর থেকে হাইকোর্টে পড়তে চলেছে গরমের ছুটি । তবে অচলাবস্থা যদি কেটে যায় তাহলে অবকাশকালীন বেঞ্চে কিছু মামলার শুনানি জরুরি অবস্থায় রয়েছে । কিন্তু যদি অচলাবস্থা বজায় থাকে তাহলে ওই বেঞ্চে শুনানি সম্ভব নয় । সেইকারণে আইনজীবীদের একাংশ অচলাবস্থা তুলে নেওয়ার জন্য আজ বিক্ষোভ দেখায় । যদিও কাউন্সিলের তরফে বলা হয়, যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা আইনজীবী নয় । পাশাপাশি কাউন্সিলের তরফে এটাও বলা হয়, তারা ইতিমধ্যে সব দিক খতিয়ে দেখেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে ।

কিন্ত প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী 27 মে পর্যন্ত নির্বাচনী বিধি লাগু থাকায় প্রশাসন এ ব্যাপারে কিছু করতে পারবে না।

কলকাতা, 21 মে : বহাল রইল আইনজীবীদের কর্মবিরতি । আগামী 24 মে পর্যন্ত চলবে কর্মবিরতি । প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ না করার জন্যই কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানাল বার কাউন্সিল । পাশাপাশি এই বিষয়ে মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য বার কাউন্সিলের তরফে চিঠি পাঠানো হয়েছে ।

হাওড়া পৌরনিগম ও হাওড়া আদালত পাশাপাশি । পৌরনিগম কর্মীদের একাংশের অভিযোগ, পৌরনিগম চত্বরে আইনজীবীরা নিজেদের গাড়ি পার্ক করেন । এর ফলে, তাঁরা গাড়ি পার্ক করতে পারেন না । তা নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা বাধে । ক্রমশ তা হাতাহাতিতে গড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পৌরকর্মী ও আইনজীবীদের উপর লাঠিচার্জ করে পুলিশ । কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । আক্রান্ত হন আইনজীবীদের একাংশ । এরপরই আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে ব্যাঙ্কশাল কোর্ট সহ রাজ্যের একাধিক বার অ্যাসোসিয়েশনের তরফে 25 এপ্রিল থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল ।

ঘটনার ব্যাপারে মামলা দায়ের করা হয়েছিল । কিন্তু মামলাটি বেশ কয়েকদিন শুনানির পর রায়দান স্থগিত রাখে হাইকোর্ট । আগামীকাল মামলাটির শুনানি রয়েছে । ফলে স্বাভাবিক ভাবে সবার মনেই কৌতূহল আগামীকালের রায়দানে কী সমস্যার সুরাহা হবে । অন্যদিকে আগামী 24 মের পর থেকে হাইকোর্টে পড়তে চলেছে গরমের ছুটি । তবে অচলাবস্থা যদি কেটে যায় তাহলে অবকাশকালীন বেঞ্চে কিছু মামলার শুনানি জরুরি অবস্থায় রয়েছে । কিন্তু যদি অচলাবস্থা বজায় থাকে তাহলে ওই বেঞ্চে শুনানি সম্ভব নয় । সেইকারণে আইনজীবীদের একাংশ অচলাবস্থা তুলে নেওয়ার জন্য আজ বিক্ষোভ দেখায় । যদিও কাউন্সিলের তরফে বলা হয়, যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা আইনজীবী নয় । পাশাপাশি কাউন্সিলের তরফে এটাও বলা হয়, তারা ইতিমধ্যে সব দিক খতিয়ে দেখেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে ।

কিন্ত প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী 27 মে পর্যন্ত নির্বাচনী বিধি লাগু থাকায় প্রশাসন এ ব্যাপারে কিছু করতে পারবে না।

Intro:অচলাবস্থা কাটাতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বার কাউন্সিল। Body:

মানস নস্কর---


হাওড়া আদালতের ঘটনায় দায়ের হওয়া মামলার রায়দান আগামীকাল -অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীকে চিঠি বার কাউন্সিলের

কলকাতা ২১ মেঃ
উঠলো না আইনজীবীদের কর্মবিরতি। আগামী ২৪ মে পর্যন্ত কর্মবিরতি চলবে বলে আজ মিটিং শেষে জানালো বার কাউন্সিল। কর্মবিরতি শুরু হয়েছিল গত মাসের ২৫ তারিখ।২৪ এপ্রিল হাওড়া আদালত চত্তর রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সেই সময় পুলিশের হাতে আক্রান্ত হন একাধিক আইনজীবী। এর বিরুদ্ধে অবিলম্বে ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়ে ঠিক পরদিন থেকেই কর্মবিরতির ডাক দেয় বার কাউন্সিল। কিন্ত প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ না করার জন্যই কর্মবিরতি চালিয়ে যাওয়া র সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানাচ্ছে বার কাউন্সিল। পাশাপাশি এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করার জন্য বার কাউন্সিলের তরফে এবার চিঠি পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে এবং আইনমন্ত্রীকে।

হাওড়া আদালতের ঘটনায় কলকাতা হাইকোর্ট যে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করেছিল সেই মামলারও বেশ কয়েকদিন শুনানির পর রায়দান স্থগিত রেখেছিল হাইকোর্ট কোর্ট।আগামীকাল রায়দান হবে এই মামলার। ফলে স্বাভাবিক ভাবেই সবার মনেই কৌতুহল আগামীকালের রায়দানে কি সমস্যার সুরাহা হবে! এদিকে আগামী ২৪ মের পর হাইকোর্টে গরমের ছুটি পড়ে যাওয়ার কথা।এই পরিস্থিতিতে অচলাবস্থা কাটলে ভেকেশন বেঞ্চেও কিছু মামলার শুনানি জরুরি ভিত্তিতে হওয়ার সম্ভাবনা রয়েছে ।কিন্ত যদি অচলাবস্থা বজায় থাকে সেটা ও সম্ভব হবে না।এদিকে আজ বিকেলে বার কাউন্সিলের মিটিং শেষে কাউন্সিল অফিসের সামনে বেশকিছু আইনজীবী বিক্ষোভ দেখান যাতে অচলাবস্থা তুলে নেওয়া হয়।যদিও কাউন্সিলের তরফে বলা হয়েছে যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা নাকি আইনজীবী নয়!পাশাপাশি কাউন্সিলের তরফে এটা ও বলা হয়েছে তারা ইতিমধ্যেই সব দিক খতিয়ে দেখেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে । কিন্ত প্রশাসনের তরফে জানানো হয়েছে আগামী ২৭ মে পর্যন্ত নির্বাচনী বিধি লাগু থাকায় প্রশাসন এ ব্যাপারে কিছু করতে পারবে না।



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.