কলকাতা, 21 মে : বহাল রইল আইনজীবীদের কর্মবিরতি । আগামী 24 মে পর্যন্ত চলবে কর্মবিরতি । প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ না করার জন্যই কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানাল বার কাউন্সিল । পাশাপাশি এই বিষয়ে মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য বার কাউন্সিলের তরফে চিঠি পাঠানো হয়েছে ।
হাওড়া পৌরনিগম ও হাওড়া আদালত পাশাপাশি । পৌরনিগম কর্মীদের একাংশের অভিযোগ, পৌরনিগম চত্বরে আইনজীবীরা নিজেদের গাড়ি পার্ক করেন । এর ফলে, তাঁরা গাড়ি পার্ক করতে পারেন না । তা নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা বাধে । ক্রমশ তা হাতাহাতিতে গড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পৌরকর্মী ও আইনজীবীদের উপর লাঠিচার্জ করে পুলিশ । কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । আক্রান্ত হন আইনজীবীদের একাংশ । এরপরই আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে ব্যাঙ্কশাল কোর্ট সহ রাজ্যের একাধিক বার অ্যাসোসিয়েশনের তরফে 25 এপ্রিল থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল ।
ঘটনার ব্যাপারে মামলা দায়ের করা হয়েছিল । কিন্তু মামলাটি বেশ কয়েকদিন শুনানির পর রায়দান স্থগিত রাখে হাইকোর্ট । আগামীকাল মামলাটির শুনানি রয়েছে । ফলে স্বাভাবিক ভাবে সবার মনেই কৌতূহল আগামীকালের রায়দানে কী সমস্যার সুরাহা হবে । অন্যদিকে আগামী 24 মের পর থেকে হাইকোর্টে পড়তে চলেছে গরমের ছুটি । তবে অচলাবস্থা যদি কেটে যায় তাহলে অবকাশকালীন বেঞ্চে কিছু মামলার শুনানি জরুরি অবস্থায় রয়েছে । কিন্তু যদি অচলাবস্থা বজায় থাকে তাহলে ওই বেঞ্চে শুনানি সম্ভব নয় । সেইকারণে আইনজীবীদের একাংশ অচলাবস্থা তুলে নেওয়ার জন্য আজ বিক্ষোভ দেখায় । যদিও কাউন্সিলের তরফে বলা হয়, যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা আইনজীবী নয় । পাশাপাশি কাউন্সিলের তরফে এটাও বলা হয়, তারা ইতিমধ্যে সব দিক খতিয়ে দেখেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে ।
কিন্ত প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী 27 মে পর্যন্ত নির্বাচনী বিধি লাগু থাকায় প্রশাসন এ ব্যাপারে কিছু করতে পারবে না।