ETV Bharat / state

Bar Council of India: বিচারপতি মান্থাকে বয়কট কেন, জানতে রাজ্য়ে এল বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিদল - তথ্য অনুসন্ধান কমিটি

সোমবার রাজ্যে এসে পৌঁছলেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (Bar Council of India) প্রতিনিধিরা ৷ তিন সদস্যের এই প্রতিনিধিদল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাস বয়কট ও তাঁর বিরুদ্ধে পড়া পোস্টার কাণ্ডের তদন্ত করবে ৷

Bar Council of India delegates come to Kolkata to investigate Poster Campaign against Justice Rajasekhar Mantha
প্রতীকী ছবি ৷
author img

By

Published : Jan 16, 2023, 12:35 PM IST

Updated : Jan 16, 2023, 12:52 PM IST

কলকাতা হাইকোর্টে পৌঁছলেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা ৷

কলকাতা, 16 জানুয়ারি: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাস বয়কট ও তাঁর বিরুদ্ধে হওয়া পোস্টারিংয়ের ঘটনার তদন্ত শুরু করল বার কাউন্সিল অফ ইন্ডিয়া (Bar Council of India) ৷ তাদের পক্ষে থেকে রাজ্যে এল তিন সদস্যের প্রতিনিধিদল ৷ এই তিন প্রতিনিধিকে নিয়ে তৈরি করা হয়েছে তথ্য অনুসন্ধান কমিটি (Fact Finding Committee) ৷ পূর্ব নির্ধারিত সূচি মেনে সোমবার এই কমিটির সদস্যরা কলকাতায় পৌঁছন ৷

যদিও ইতিমধ্যেই এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে রাজ্য বার কাউন্সিল (Bar Council of West Bengal) ৷ কেন্দ্রীয় বার কাউন্সিলের পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে এদিন কালাদিবস পালন করছে তারা ৷ তবে, এই কালাদিবস পালন নিয়েও দ্বিমত ও স্পষ্ট বিভাজন রয়েছে ৷ সূত্রের দাবি, কালাদিবস পালনের পক্ষে রয়েছেন রাজ্যের শাসকদল ঘনিষ্ঠ সদস্যরা (রাজ্য বার কাউন্সিলের) ৷ কিন্তু, ভিন্ন মত পোষণ করছেন বাম মনোভাবাপন্ন এবং কংগ্রেস ও বিজেপিপন্থী আইনজীবীরা ৷ বরং, গোটা ঘটনায় বিচারপতি মান্থা ও সমগ্র বিচারব্যবস্থাকেই অপদস্থ করা হয়েছে বলে মনে করছেন তাঁরা ৷

আরও পড়ুন: বিচারপতি মান্থার এজলাস বয়কটের প্রতিবাদে বামপন্থী আইনজীবীদের মিছিল

হাইকোর্টের পক্ষ থেকে জানা গিয়েছে, সোমবার যে তিন প্রতিনিধি কলকাতা হাইকোর্টে এসে পৌঁছন, তাঁরা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের (Bar Association High Court Calcutta) সদস্য এবং রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলবেন ৷ উল্লেখ্য, বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে আইনজীবীদের একাংশের অভিযোগ হল, একাধিক মামলায় তাঁর রায় পক্ষপাতদুষ্ট ৷ সেই অভিযোগেই বিচারপতি মান্থার এজলাস বয়কট করেন তাঁরা ৷ এমনকী, অন্য আইনজীবী ও বিচারপ্রার্থীদেরও ওই এজলাসে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ এ নিয়ে গত 9 জানুয়ারি বিচারপতি মান্থার এজলাসের বাইরে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের আইনজীবীরা !

অন্যদিকে, বিচারপতি মান্থার কলকাতার বাসভবনের বাইরে তাঁর বিরুদ্ধে পোস্টার সাঁটানো হয় ৷ এমন ঘটনা নজিরবিহীন বলেই দাবি সংশ্লিষ্ট মহলের ৷ সেই ঘটনায় অভিযুক্তদের ছবি সিসিটিভি ক্য়ামেরায় ধরা পড়লেও এবং পুলিশের অভিযোগ দায়ের করা সত্ত্বেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি ৷ এদিকে, হাইকোর্টে হাতাহাতির ঘটনায় ইতিমধ্যেই আদালত অবমাননার রুল জারি করা হয়েছে ৷ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সব মহলে ৷ এই প্রেক্ষাপটে সোমবার রাজ্যে এলেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা ৷ সূত্রের খবর, এই গোটা ঘটনায় যেসব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, সেগুলি সব খতিয়ে দেখবেন তাঁরা ৷ কথা বলবেন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ৷

কলকাতা হাইকোর্টে পৌঁছলেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা ৷

কলকাতা, 16 জানুয়ারি: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাস বয়কট ও তাঁর বিরুদ্ধে হওয়া পোস্টারিংয়ের ঘটনার তদন্ত শুরু করল বার কাউন্সিল অফ ইন্ডিয়া (Bar Council of India) ৷ তাদের পক্ষে থেকে রাজ্যে এল তিন সদস্যের প্রতিনিধিদল ৷ এই তিন প্রতিনিধিকে নিয়ে তৈরি করা হয়েছে তথ্য অনুসন্ধান কমিটি (Fact Finding Committee) ৷ পূর্ব নির্ধারিত সূচি মেনে সোমবার এই কমিটির সদস্যরা কলকাতায় পৌঁছন ৷

যদিও ইতিমধ্যেই এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে রাজ্য বার কাউন্সিল (Bar Council of West Bengal) ৷ কেন্দ্রীয় বার কাউন্সিলের পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে এদিন কালাদিবস পালন করছে তারা ৷ তবে, এই কালাদিবস পালন নিয়েও দ্বিমত ও স্পষ্ট বিভাজন রয়েছে ৷ সূত্রের দাবি, কালাদিবস পালনের পক্ষে রয়েছেন রাজ্যের শাসকদল ঘনিষ্ঠ সদস্যরা (রাজ্য বার কাউন্সিলের) ৷ কিন্তু, ভিন্ন মত পোষণ করছেন বাম মনোভাবাপন্ন এবং কংগ্রেস ও বিজেপিপন্থী আইনজীবীরা ৷ বরং, গোটা ঘটনায় বিচারপতি মান্থা ও সমগ্র বিচারব্যবস্থাকেই অপদস্থ করা হয়েছে বলে মনে করছেন তাঁরা ৷

আরও পড়ুন: বিচারপতি মান্থার এজলাস বয়কটের প্রতিবাদে বামপন্থী আইনজীবীদের মিছিল

হাইকোর্টের পক্ষ থেকে জানা গিয়েছে, সোমবার যে তিন প্রতিনিধি কলকাতা হাইকোর্টে এসে পৌঁছন, তাঁরা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের (Bar Association High Court Calcutta) সদস্য এবং রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলবেন ৷ উল্লেখ্য, বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে আইনজীবীদের একাংশের অভিযোগ হল, একাধিক মামলায় তাঁর রায় পক্ষপাতদুষ্ট ৷ সেই অভিযোগেই বিচারপতি মান্থার এজলাস বয়কট করেন তাঁরা ৷ এমনকী, অন্য আইনজীবী ও বিচারপ্রার্থীদেরও ওই এজলাসে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ এ নিয়ে গত 9 জানুয়ারি বিচারপতি মান্থার এজলাসের বাইরে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের আইনজীবীরা !

অন্যদিকে, বিচারপতি মান্থার কলকাতার বাসভবনের বাইরে তাঁর বিরুদ্ধে পোস্টার সাঁটানো হয় ৷ এমন ঘটনা নজিরবিহীন বলেই দাবি সংশ্লিষ্ট মহলের ৷ সেই ঘটনায় অভিযুক্তদের ছবি সিসিটিভি ক্য়ামেরায় ধরা পড়লেও এবং পুলিশের অভিযোগ দায়ের করা সত্ত্বেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি ৷ এদিকে, হাইকোর্টে হাতাহাতির ঘটনায় ইতিমধ্যেই আদালত অবমাননার রুল জারি করা হয়েছে ৷ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সব মহলে ৷ এই প্রেক্ষাপটে সোমবার রাজ্যে এলেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা ৷ সূত্রের খবর, এই গোটা ঘটনায় যেসব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, সেগুলি সব খতিয়ে দেখবেন তাঁরা ৷ কথা বলবেন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ৷

Last Updated : Jan 16, 2023, 12:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.