ETV Bharat / state

Calcutta High Court: পুলিশি নিষ্ক্রিয়তার মামলা রাজা শেখর মান্থার বেঞ্চে, আপত্তি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি

পুলিশি নিষ্ক্রিয়তার মামলা কেন বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চে? আপত্তি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি বার অ্যাসোসিয়েশনের (Bar Association Give Letter to Chief Justice) ৷

Calcutta High Court
পুলিশি নিষ্ক্রিয়তার মামলার আপত্তি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি
author img

By

Published : Sep 1, 2022, 10:58 PM IST

কলকাতা,1 সেপ্টেম্বর: পুলিশি নিষ্ক্রিয়তার মামলা কেন বিচারপতি রাজা শেখর মান্থার (Rajasekhar Mantha) বেঞ্চে স্থানান্তর করা হল ? এ নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দিল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন (Bar Association Gives Letter to Chief Justice) ৷

পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার মামলার যে জুরিসডিকশান ছিল তার মধ্যে সিবিআই বা অন্যান্য কেন্দ্রীয় এজেন্সির মামলাগুলো ছিল না। সম্প্রতি সেটা পরিবর্তন করে কেন বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চেই দেওয়া হল, এ বিষয়েও আপত্তি তোলা হয়েছে বৃহস্পতিবার ৷

সদস্যদের তরফে সন্দেহ প্রকাশ করা হয়েছে এই মর্মে যে, বিচারপতি রাজা শেখর মান্থা এমনিতেই বিরোধী রাজনৈতিক দলের প্রতি সামান্য হলেও পক্ষপাতমূলক আচরণ করেন। এই পরিস্থিতিতে যদি পুলিশি নিষ্ক্রিয়তার সমস্ত মামলার বিচার তাঁর বেঞ্চে দেওয়া হয়, তাহলে বিচার নিরপেক্ষ হবে না। বিচার প্রভাবিত হবে। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতি (Chief Justice of Calcutta High Court) যেহেতু মাস্টার অফ রোস্টার অর্থাৎ কোন মামলা কোন বিচারপতির হাতে যাবে সেটা ঠিক করেন, তাই তার কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে তিনি অবিলম্বে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা শোনার দায়িত্ব বিচারপতি রাজা শেখর মান্থার হাতে না দেন।

Calcutta High Court
প্রধান বিচারপতিকে চিঠি দিল বার অ্যাসোসিয়েশন

আরও পড়ুন: 1 লক্ষ টাকা ঘুষ চেয়ে হুমকি ফোন, সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ডের নির্দেশ আদালতের

উল্লেখ্য, বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে পুলিশি নিষ্ক্রিয়তার সমস্ত মামলার শুনানি চলছিল এতদিন। চলতি সপ্তাহেই বেঞ্চ পরিবর্তন করে পুলিশি নিষ্ক্রিয়তার সমস্ত মামলা দেওয়া হয়েছে বিচারপতি রাজা শেখর মান্থার কাছে। তারপরই এদিন বার অ্যাসোসিয়েশনের (Bar Association Meeting) বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত হয় প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার ব্যাপারে।

কলকাতা,1 সেপ্টেম্বর: পুলিশি নিষ্ক্রিয়তার মামলা কেন বিচারপতি রাজা শেখর মান্থার (Rajasekhar Mantha) বেঞ্চে স্থানান্তর করা হল ? এ নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দিল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন (Bar Association Gives Letter to Chief Justice) ৷

পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার মামলার যে জুরিসডিকশান ছিল তার মধ্যে সিবিআই বা অন্যান্য কেন্দ্রীয় এজেন্সির মামলাগুলো ছিল না। সম্প্রতি সেটা পরিবর্তন করে কেন বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চেই দেওয়া হল, এ বিষয়েও আপত্তি তোলা হয়েছে বৃহস্পতিবার ৷

সদস্যদের তরফে সন্দেহ প্রকাশ করা হয়েছে এই মর্মে যে, বিচারপতি রাজা শেখর মান্থা এমনিতেই বিরোধী রাজনৈতিক দলের প্রতি সামান্য হলেও পক্ষপাতমূলক আচরণ করেন। এই পরিস্থিতিতে যদি পুলিশি নিষ্ক্রিয়তার সমস্ত মামলার বিচার তাঁর বেঞ্চে দেওয়া হয়, তাহলে বিচার নিরপেক্ষ হবে না। বিচার প্রভাবিত হবে। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতি (Chief Justice of Calcutta High Court) যেহেতু মাস্টার অফ রোস্টার অর্থাৎ কোন মামলা কোন বিচারপতির হাতে যাবে সেটা ঠিক করেন, তাই তার কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে তিনি অবিলম্বে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা শোনার দায়িত্ব বিচারপতি রাজা শেখর মান্থার হাতে না দেন।

Calcutta High Court
প্রধান বিচারপতিকে চিঠি দিল বার অ্যাসোসিয়েশন

আরও পড়ুন: 1 লক্ষ টাকা ঘুষ চেয়ে হুমকি ফোন, সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ডের নির্দেশ আদালতের

উল্লেখ্য, বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে পুলিশি নিষ্ক্রিয়তার সমস্ত মামলার শুনানি চলছিল এতদিন। চলতি সপ্তাহেই বেঞ্চ পরিবর্তন করে পুলিশি নিষ্ক্রিয়তার সমস্ত মামলা দেওয়া হয়েছে বিচারপতি রাজা শেখর মান্থার কাছে। তারপরই এদিন বার অ্যাসোসিয়েশনের (Bar Association Meeting) বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত হয় প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার ব্যাপারে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.