ETV Bharat / state

রেশন দোকানের বাইরে চেয়ার পেতে দূরত্ব তৈরি কাউন্সিলরের - কলকাতায় কোরোনার খবর

রেশন দোকানের বাইরে ভিড় কমাতে চেয়ার পেতে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করলেন বাগবাজারের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর । তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা ।

aa
চেয়ার পাতা হয়েছে
author img

By

Published : Apr 3, 2020, 3:18 PM IST

কলকাতা, ৩ এপ্রিল: কোরোনা সতর্কতায় মেনে চলতে হবে সামাজিক দূরত্ব । সরকারি তরফে এই নির্দেশিকা আগেই জারি হয়েছে । কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে সেই নির্দেশিকা মেনে চলা হচ্ছে না । বিশেষত অনেক জায়গায় রেশন দোকানে ভিড় হচ্ছে যথেষ্ট । তবে এবার অন্য ছবি ধরা পড়ল বাগবাজারের রেশন দোকানগুলির বাইরে । সেখানে চেয়ার দিয়ে তৈরি করা হয়েছে সোশাল ডিসটেন্স । আর এই উদ্যোগ নিয়েছেন 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষ ।

কয়েকদিন ধরেই রাজ্যের বহু এলাকার রেশন দোকানগুলিতে সকালের দিকে বেশ ভিড় চোখে পড়ছে । মানা হচ্ছে না কোনওরকম সামাজিক দূরত্ব । গা ঘেঁষাঘেঁষি করেই দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ । টানা লকডাউনের কারণে অনেকেই আতঙ্কিত হয়ে ভিড় জমাচ্ছেন দোকানগুলিতে । ভিড় এড়িয়ে রেশন তোলার জন্য পুলিশ প্রশাসনকে আবেদন করা হচ্ছে । তবে বিশেষ ফল হচ্ছে না । আজ সকালে একই রকম ভিড় নজরে আসে বাগবাজার এলাকার কয়েকটি রেশন দোকানে । ঘটনাস্থান পরিদর্শনে আসেন বাপি ঘোষ । এলাকার রেশন দোকানগুলির বাইরে ভিড় কমাতে উদ্যোগ নেন তিনি । রেশন দোকানগুলির বাইরে চেয়ার দিয়ে লাইন তৈরি করে ভিড় কমানোর ব্যবস্থা করেন । দোকানের বাইরে যাতে মানুষ অযথা ভিড় না করেন সেই কারণে দোকানের বাইরে একদিকে দাগ দিয়েও দেন । নির্দিষ্ট দূরত্বে চেয়ার পেতে অপেক্ষা করার পরামর্শ দেন সবাইকে ।

এছাড়াও ভিড় এড়াতে একবারে 25 জনকে স্লিপ দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে দোকানগুলিতে । তাঁদের রেশন নেওয়া হয়ে গেলে পরবর্তী 25 জন এসে বসবেন চেয়ারে । এইভাবেই রেশন দেওয়া হবে‌ । অনেকেই জানিয়েছেন, চেয়ার পেতে দেওয়ার ফলে তাঁদের সুবিধাই হয়েছে । একদিকে সামাজির দূরত্ব বজায় রাখাও সম্ভব হচ্ছে । অন্যদিকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না । বসার জায়গা মিলছে । অনেক বয়স্ক মানুষের পক্ষে এক্ষেত্রে সুবিধা হয়েছে ।

কলকাতা, ৩ এপ্রিল: কোরোনা সতর্কতায় মেনে চলতে হবে সামাজিক দূরত্ব । সরকারি তরফে এই নির্দেশিকা আগেই জারি হয়েছে । কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে সেই নির্দেশিকা মেনে চলা হচ্ছে না । বিশেষত অনেক জায়গায় রেশন দোকানে ভিড় হচ্ছে যথেষ্ট । তবে এবার অন্য ছবি ধরা পড়ল বাগবাজারের রেশন দোকানগুলির বাইরে । সেখানে চেয়ার দিয়ে তৈরি করা হয়েছে সোশাল ডিসটেন্স । আর এই উদ্যোগ নিয়েছেন 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষ ।

কয়েকদিন ধরেই রাজ্যের বহু এলাকার রেশন দোকানগুলিতে সকালের দিকে বেশ ভিড় চোখে পড়ছে । মানা হচ্ছে না কোনওরকম সামাজিক দূরত্ব । গা ঘেঁষাঘেঁষি করেই দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ । টানা লকডাউনের কারণে অনেকেই আতঙ্কিত হয়ে ভিড় জমাচ্ছেন দোকানগুলিতে । ভিড় এড়িয়ে রেশন তোলার জন্য পুলিশ প্রশাসনকে আবেদন করা হচ্ছে । তবে বিশেষ ফল হচ্ছে না । আজ সকালে একই রকম ভিড় নজরে আসে বাগবাজার এলাকার কয়েকটি রেশন দোকানে । ঘটনাস্থান পরিদর্শনে আসেন বাপি ঘোষ । এলাকার রেশন দোকানগুলির বাইরে ভিড় কমাতে উদ্যোগ নেন তিনি । রেশন দোকানগুলির বাইরে চেয়ার দিয়ে লাইন তৈরি করে ভিড় কমানোর ব্যবস্থা করেন । দোকানের বাইরে যাতে মানুষ অযথা ভিড় না করেন সেই কারণে দোকানের বাইরে একদিকে দাগ দিয়েও দেন । নির্দিষ্ট দূরত্বে চেয়ার পেতে অপেক্ষা করার পরামর্শ দেন সবাইকে ।

এছাড়াও ভিড় এড়াতে একবারে 25 জনকে স্লিপ দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে দোকানগুলিতে । তাঁদের রেশন নেওয়া হয়ে গেলে পরবর্তী 25 জন এসে বসবেন চেয়ারে । এইভাবেই রেশন দেওয়া হবে‌ । অনেকেই জানিয়েছেন, চেয়ার পেতে দেওয়ার ফলে তাঁদের সুবিধাই হয়েছে । একদিকে সামাজির দূরত্ব বজায় রাখাও সম্ভব হচ্ছে । অন্যদিকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না । বসার জায়গা মিলছে । অনেক বয়স্ক মানুষের পক্ষে এক্ষেত্রে সুবিধা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.