ETV Bharat / state

Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়র মামলা 'বিশেষ কেস', নির্দেশ বদল বিচারকের; অসুস্থ মন্ত্রীকে ভরতি করানো হল হাসপাতালে

Jyotipria Mallick Admitted in Hospital: নির্দেশ শুনেই অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী ৷ বমিও করেন তিনি ৷ খোদ বিচারক নিজে এসে গোটা বিষয়টি পর্যবেক্ষণ করেন ৷ এরপরই পরিবারের তরফে জানানো হয়, সুগারের রোগী মন্ত্রী ৷ একটি কিডনি তাঁর 90 শতাংশ খারাপ ৷ এই অবস্থায় তাঁকে সঠিক চিকিৎসা দেওয়ার আর্জি জানানো হয় পরিবারের তরফে ৷ আর সেই আবেদন অনুযায়ী এদিন নির্দেশনামায় ফের বদল করেন বিচারক ৷ চিকিৎসার জন্য অসুস্থ মন্ত্রীকে ভরতি করানো হল বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 7:55 PM IST

Updated : Oct 28, 2023, 11:21 AM IST

কলকাতা, 27 অক্টোবর: জ্যোতিপ্রিয় মল্লিকের মামলা 'বিশেষ কেস' হিসাবে দেখছে আদালত ৷ শুক্রবার শুনানি শেষে বিচারক তনুময় কর্মকার ইডি হেফাজতের নির্দেশ দিতেই অসুস্থ বোধ করেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তড়িঘড়ি তাঁকে বিচারকের চেম্বারে নিয়ে যাওয়া হয় ৷ ডাকা হয় অ্যাম্বুল্যান্সও ৷ শেষ পর্যন্ত মন্ত্রীর পরিবারের আর্জি শুনে নির্দেশ নামাতেও বেশ কিছু বদলও করেন বিচারক তনুময় কর্মকার ৷ চিকিৎসার জন্য অসুস্থ মন্ত্রীকে তরিঘড়ি আদালত থেকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ৷ সেখানে তাঁকে ভরতি করানো হয় ৷ রাতে হাসপাতালের তরফে একটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয় ৷ যেখানে বলা হয়েছে, সুগারের সমস্যা বেড়েছে। মাথা ঘোরা, বমি ভাব ও শারীরিক দুর্বলতা রয়েছে। পরীক্ষা করে শারীরিক অন্যান্য জটিলতাও ধরা পড়েছে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাঁকে পর্যবেক্ষণ রাখা হয়েছে ৷

এদিন জোকা ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার পর ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে ৷ শুনানিতে মন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন ইডি'র আইনজীবী ফিরোজ এডুলজি ৷ মন্ত্রীর আপ্তসহায়কের বাড়ি থেকে উদ্ধার হওয়া এক 'মেরুন ডায়েরি'র প্রসঙ্গও তোলেন ইডির আইনজীবী ৷ তাঁর দাবি, আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য সেই ডায়েরিতে রয়েছে ৷ পালটা সওয়াল করেন মন্ত্রীর আইনজীবীরাও ৷ দু'পক্ষের সওয়াল জবাব শেষে রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে 11 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

আর এই নির্দেশ শুনেই অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী ৷ বমিও করেন তিনি ৷ খোদ বিচারক নিজে এসে গোটা বিষয়টি পর্যবেক্ষণ করেন ৷ এরপরই পরিবারের তরফে জানানো হয়, সুগারের রোগী মন্ত্রী ৷ একটি কিডনি তাঁর 90 শতাংশ খারাপ ৷ এই অবস্থায় তাঁকে সঠিক চিকিৎসা দেওয়ার আর্জি জানানো হয় পরিবারের তরফে ৷ আর সেই আবেদন অনুযায়ী এদিন নির্দেশনামায় ফের বদল করেন বিচারক ৷

আরও পড়ুন: হেফাজতের নির্দেশ শুনেই মাথা ঘুরে পড়ে গেলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়!

এদিন বিচারক তনুময় কর্মকার তাঁর চূড়ান্ত নির্দেশে জানিয়েছেন, পরিবারের আবেদন অনুযায়ী বেসরকারি হাসপাতালে চিকিৎসা হবে মন্ত্রীর ৷ এরপর চিকিৎসকরা যদি তাঁকে সুস্থ বলে দাবি করেন তবে তাঁকে কম্যান্ড হাসপাতালে নিয়ে আসা হবে ৷ সেখানে ইডি দিনে এক ঘণ্টা জেরা করতে পারবে জ্যোতিপ্রিয় মল্লিককে ৷ একই সঙ্গে, বিচারক নির্দেশে তিনি সাফ জানিয়েছেন, আগামী 30 অক্টোবর মামলার তদন্তকারী আধিকারিককে রিপোর্ট দিতে বলা হয়েছে ৷ এরপর মন্ত্রীর হেফাজতের বিষয়টি বিবেচনা করা হবে ৷ তবে আদালত সাফ জানিয়েছে, সবটাই এখন নির্ভর করছে জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার উপর ৷

কলকাতা, 27 অক্টোবর: জ্যোতিপ্রিয় মল্লিকের মামলা 'বিশেষ কেস' হিসাবে দেখছে আদালত ৷ শুক্রবার শুনানি শেষে বিচারক তনুময় কর্মকার ইডি হেফাজতের নির্দেশ দিতেই অসুস্থ বোধ করেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তড়িঘড়ি তাঁকে বিচারকের চেম্বারে নিয়ে যাওয়া হয় ৷ ডাকা হয় অ্যাম্বুল্যান্সও ৷ শেষ পর্যন্ত মন্ত্রীর পরিবারের আর্জি শুনে নির্দেশ নামাতেও বেশ কিছু বদলও করেন বিচারক তনুময় কর্মকার ৷ চিকিৎসার জন্য অসুস্থ মন্ত্রীকে তরিঘড়ি আদালত থেকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ৷ সেখানে তাঁকে ভরতি করানো হয় ৷ রাতে হাসপাতালের তরফে একটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয় ৷ যেখানে বলা হয়েছে, সুগারের সমস্যা বেড়েছে। মাথা ঘোরা, বমি ভাব ও শারীরিক দুর্বলতা রয়েছে। পরীক্ষা করে শারীরিক অন্যান্য জটিলতাও ধরা পড়েছে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাঁকে পর্যবেক্ষণ রাখা হয়েছে ৷

এদিন জোকা ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার পর ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে ৷ শুনানিতে মন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন ইডি'র আইনজীবী ফিরোজ এডুলজি ৷ মন্ত্রীর আপ্তসহায়কের বাড়ি থেকে উদ্ধার হওয়া এক 'মেরুন ডায়েরি'র প্রসঙ্গও তোলেন ইডির আইনজীবী ৷ তাঁর দাবি, আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য সেই ডায়েরিতে রয়েছে ৷ পালটা সওয়াল করেন মন্ত্রীর আইনজীবীরাও ৷ দু'পক্ষের সওয়াল জবাব শেষে রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে 11 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

আর এই নির্দেশ শুনেই অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী ৷ বমিও করেন তিনি ৷ খোদ বিচারক নিজে এসে গোটা বিষয়টি পর্যবেক্ষণ করেন ৷ এরপরই পরিবারের তরফে জানানো হয়, সুগারের রোগী মন্ত্রী ৷ একটি কিডনি তাঁর 90 শতাংশ খারাপ ৷ এই অবস্থায় তাঁকে সঠিক চিকিৎসা দেওয়ার আর্জি জানানো হয় পরিবারের তরফে ৷ আর সেই আবেদন অনুযায়ী এদিন নির্দেশনামায় ফের বদল করেন বিচারক ৷

আরও পড়ুন: হেফাজতের নির্দেশ শুনেই মাথা ঘুরে পড়ে গেলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়!

এদিন বিচারক তনুময় কর্মকার তাঁর চূড়ান্ত নির্দেশে জানিয়েছেন, পরিবারের আবেদন অনুযায়ী বেসরকারি হাসপাতালে চিকিৎসা হবে মন্ত্রীর ৷ এরপর চিকিৎসকরা যদি তাঁকে সুস্থ বলে দাবি করেন তবে তাঁকে কম্যান্ড হাসপাতালে নিয়ে আসা হবে ৷ সেখানে ইডি দিনে এক ঘণ্টা জেরা করতে পারবে জ্যোতিপ্রিয় মল্লিককে ৷ একই সঙ্গে, বিচারক নির্দেশে তিনি সাফ জানিয়েছেন, আগামী 30 অক্টোবর মামলার তদন্তকারী আধিকারিককে রিপোর্ট দিতে বলা হয়েছে ৷ এরপর মন্ত্রীর হেফাজতের বিষয়টি বিবেচনা করা হবে ৷ তবে আদালত সাফ জানিয়েছে, সবটাই এখন নির্ভর করছে জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার উপর ৷

Last Updated : Oct 28, 2023, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.