ETV Bharat / state

বেলেঘাটায় বস্তিবাসীদের ত্রাণ বিলি BOI-এর - নারকেলডাঙ্গা

কোরোনা মোকাবিলায় দেশ জুড়ে লক ডাউন ৷ লকডাউনের প্রভাবে দিন আনা দিন খাওয়া মানুষগুলি কর্মচ্যুত হয়েছেন। এই দরিদ্র মানুষগুলিমুখে অন্ন তুলে দেওয়ার জন্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বন্টন করা হল।

Sanjay Das
অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস
author img

By

Published : Apr 4, 2020, 12:57 PM IST

Updated : Apr 4, 2020, 2:15 PM IST

বেলেঘাটা, 4 এপ্রিল : বস্তিবাসীদের ত্রাণসামগ্রী বিতরণ করা হল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। লকডাউনের ফলে গত দশদিন ধরে শহরের বিভিন্ন খাবারের দোকান বন্ধ রয়েছে। মুদির দোকান ছাড়া বন্ধ প্রায় সব দোকান। এই পরিস্থিতিতে বেলেঘাটা এবং নারকেলডাঙার দিন আনা, দিন খাওয়া মানুষের মধ্যে গতকাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিলি করা হয়।


ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসার্স কনফেডারেশনের উদ্যোগে দু' কেজি চাল, দু 'কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি আলু ও বিস্কুট বিতরণ করা হয়েছে। ব্যাঙ্কের কলকাতা সার্কেলের আঞ্চলিক প্রবন্ধক রাধকান্ত হোতা, অফিসার্স কনফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস সহ ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাত থেকে খাদ্যদ্রব্যের ব্যাগ গ্রহণ করেন 200 মানুষ। এর আগে সংশ্লিষ্ট এলাকা ঘুরে চিহ্নিত করা হয় দরিদ্র মানুষদের।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি ব্যাঙ্ক তার দায়বদ্ধতার জায়গা থেকে এই ধরনের কাজ করেই থাকে। সরকারি ব্যাঙ্কের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক অনেক গভীর। আর যখন এই বিপদের দিনে সাধারণ খেটেখাওয়া মানুষ বিপন্ন, তখন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বসে থাকতে পারে না। মানুষের স্বার্থে ভবিষ্যতেও এমন কাজ করা হবে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস।

বেলেঘাটা, 4 এপ্রিল : বস্তিবাসীদের ত্রাণসামগ্রী বিতরণ করা হল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। লকডাউনের ফলে গত দশদিন ধরে শহরের বিভিন্ন খাবারের দোকান বন্ধ রয়েছে। মুদির দোকান ছাড়া বন্ধ প্রায় সব দোকান। এই পরিস্থিতিতে বেলেঘাটা এবং নারকেলডাঙার দিন আনা, দিন খাওয়া মানুষের মধ্যে গতকাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিলি করা হয়।


ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসার্স কনফেডারেশনের উদ্যোগে দু' কেজি চাল, দু 'কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি আলু ও বিস্কুট বিতরণ করা হয়েছে। ব্যাঙ্কের কলকাতা সার্কেলের আঞ্চলিক প্রবন্ধক রাধকান্ত হোতা, অফিসার্স কনফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস সহ ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাত থেকে খাদ্যদ্রব্যের ব্যাগ গ্রহণ করেন 200 মানুষ। এর আগে সংশ্লিষ্ট এলাকা ঘুরে চিহ্নিত করা হয় দরিদ্র মানুষদের।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি ব্যাঙ্ক তার দায়বদ্ধতার জায়গা থেকে এই ধরনের কাজ করেই থাকে। সরকারি ব্যাঙ্কের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক অনেক গভীর। আর যখন এই বিপদের দিনে সাধারণ খেটেখাওয়া মানুষ বিপন্ন, তখন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বসে থাকতে পারে না। মানুষের স্বার্থে ভবিষ্যতেও এমন কাজ করা হবে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস।

Last Updated : Apr 4, 2020, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.