ETV Bharat / state

Sovan-Baishakhi : সোশ্যাল মিডিয়াতেও তাঁরা আর একা নন, বৈশাখীর সঙ্গে জুড়ল শোভনের নাম - Facebook

মঙ্গলবার মধ্যরাত থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) ফেসবুক অ্যাকাউন্টে (Facebook) জুড়ে গেল শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) নাম ৷ নতুন নাম হল বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায় (Baisakhi Sovan Banerjee) ৷ বৈশাখী জানান, শোভন চট্টোপাধ্যায়ের কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই ৷ তাই সোশ্যাল মিডিয়ায় শোভন আপাতত তাঁর অ্যাকাউন্টের মাধ্যমেই উপস্থিত হবেন ৷

বৈশাখী-শোভন
বৈশাখী-শোভন
author img

By

Published : Jun 16, 2021, 8:07 AM IST

কলকাতা, 16 জুন : বৈশাখীর ফেসবুক অ্যাকাউন্টে শোভনের নাম ৷ মঙ্গলবার মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টের (Facebook) নাম বদলে তাতে তাঁর শোভনদার নামও জুড়লেন বান্ধবী বৈশাখী ৷ ক্যাপশনে লিখলেন, 'আমি থেকে আমরা'র পথচলা শুরু হল... ৷' সংবাদমাধ্যমকে জানালেন, শোভনের নিজের কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই ৷ পাশাপাশি তাঁরা একে অপরের পরিপূরক হিসাবেই নিজেদের ব্যক্ত করেন ৷ এবার সোশ্যাল মিডিয়াতেও তাই এই পদক্ষেপ ৷

এতদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) ফেসবুক অ্যাকাউন্ট ছিল তাঁর নিজের নামেই ৷ তবে এবার তা বদলে গেল ৷ তাতে জুড়ে গেল শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) নামও ৷ নতুন নাম হল 'বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়' (Baisakhi Sovan Banerjee) ৷ সারারাতের মধ্যেই তা নেটিজেনদের মধ্যে বেশ আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে ৷ এবং অবশ্যই চোখ এড়ায়নি সংবাদমাধ্যমেরও ৷

বৈশাখী আগাগোড়াই সোশ্যাল মিডিয়ার বেশ অ্যাক্টিভ, সাবলীলও ৷ ফেসবুকে তাঁর অসংখ্য অনুরাগী ৷ তাই বৈশাখীর এমন একটা পদক্ষেপ তাঁর ফলোয়াররা খেয়াল করবেন না তা তো হয় না ৷ ইতিমধ্যেই সেই পোস্টে পড়েছে শতখানেক লাইক এবং বেশ কিছু কমেন্ট ৷ শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই ৷ সেখানে কেউ লাভসাইন ইমোজি দিয়েছেন, তো কেউ 'দারুণ ব্যাপার' বলেছেন ৷ এবং সবেতেই বৈশাখী থাম্বস-আপ ইমোজি দিয়ে রিপ্লাই দিয়েছেন ৷ তবে এই 'আমি থেকে আমরা'-এর মানে কি বিয়ে ? না অন্য কিছু ? তার মানে বৈশাখী স্পষ্ট করেননি ৷

বৈশাখী-শোভন
মঙ্গলবার মধ্যরাতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত হয় শোভন চট্টোপাধ্যায়ের নাম ৷

রং মিলান্তি জামাকাপড়ের পর এবার ফেসবুক অ্যাকাউন্ট ৷ স্বাভাবিক ভাবেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে সংবাদমাধ্যমেও ৷ সেখানে বৈশাখী জানান, শোভনের নিজের কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই ৷ শোভনকে ফেসবুক ব্যবহার করতে হলে তাঁর অ্যাকাউন্টই ব্যবহার করতে হয় ৷ কোনও বক্তব্য রাখতে হলে বা কোনও বার্তা দিতে হলে মাঝে-সাঝেই শোভন ফেসবুকে লাইভ আসতে চান ৷ তখন তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য তাঁর জন্য অপেক্ষা করা বা অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে ৷ সেটা যাতে আর না করতে হয় তাই এই সিদ্ধান্ত ৷

ফেসবুকের মতো রাজনীতির ক্ষেত্রেও কি তাঁদের এক সঙ্গে দেখা যাবে ? এই প্রশ্নের উত্তরে বৈশাখী বলেন, 'না না সেটা কখনওই নয় ৷ আমার এবং শোভনের ব্যক্তিসত্ত্বা ভীষণ ভাবে স্বকীয় ৷ এবং আমরা একে অপরের এই বিষয়টি শ্রদ্ধাও করি ৷' তিনি জানান, আপাতত শুধু সোশ্যাল মিডিয়ায় শোভনের উপস্থিতি পাকা করতে এই পদক্ষেপ ৷ তবে শোভন যেহেতু ফেসবুকে বেশি লেখেন না, তাই তাঁর নামে আলাদা করে একটা অ্যাকাউন্ট তৈরি করে তা বৈশাখী চালালে তা ঠিক শোভনের অ্যাকাউন্ট হবে না ৷ তার উপর তাঁরা একে অপরের পরিপূরক হিসাবেই সব জায়গায় নিজেদের তুলে ধরেছেন ৷ তাই একই অ্যাকাউন্ট থেকে নিজেদের সোশ্যাল মিডিয়োতেও তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন : তৃণমূলে ফেরা পাকা করতেই কি পার্থর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ ?

কলকাতা, 16 জুন : বৈশাখীর ফেসবুক অ্যাকাউন্টে শোভনের নাম ৷ মঙ্গলবার মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টের (Facebook) নাম বদলে তাতে তাঁর শোভনদার নামও জুড়লেন বান্ধবী বৈশাখী ৷ ক্যাপশনে লিখলেন, 'আমি থেকে আমরা'র পথচলা শুরু হল... ৷' সংবাদমাধ্যমকে জানালেন, শোভনের নিজের কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই ৷ পাশাপাশি তাঁরা একে অপরের পরিপূরক হিসাবেই নিজেদের ব্যক্ত করেন ৷ এবার সোশ্যাল মিডিয়াতেও তাই এই পদক্ষেপ ৷

এতদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) ফেসবুক অ্যাকাউন্ট ছিল তাঁর নিজের নামেই ৷ তবে এবার তা বদলে গেল ৷ তাতে জুড়ে গেল শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) নামও ৷ নতুন নাম হল 'বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়' (Baisakhi Sovan Banerjee) ৷ সারারাতের মধ্যেই তা নেটিজেনদের মধ্যে বেশ আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে ৷ এবং অবশ্যই চোখ এড়ায়নি সংবাদমাধ্যমেরও ৷

বৈশাখী আগাগোড়াই সোশ্যাল মিডিয়ার বেশ অ্যাক্টিভ, সাবলীলও ৷ ফেসবুকে তাঁর অসংখ্য অনুরাগী ৷ তাই বৈশাখীর এমন একটা পদক্ষেপ তাঁর ফলোয়াররা খেয়াল করবেন না তা তো হয় না ৷ ইতিমধ্যেই সেই পোস্টে পড়েছে শতখানেক লাইক এবং বেশ কিছু কমেন্ট ৷ শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই ৷ সেখানে কেউ লাভসাইন ইমোজি দিয়েছেন, তো কেউ 'দারুণ ব্যাপার' বলেছেন ৷ এবং সবেতেই বৈশাখী থাম্বস-আপ ইমোজি দিয়ে রিপ্লাই দিয়েছেন ৷ তবে এই 'আমি থেকে আমরা'-এর মানে কি বিয়ে ? না অন্য কিছু ? তার মানে বৈশাখী স্পষ্ট করেননি ৷

বৈশাখী-শোভন
মঙ্গলবার মধ্যরাতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত হয় শোভন চট্টোপাধ্যায়ের নাম ৷

রং মিলান্তি জামাকাপড়ের পর এবার ফেসবুক অ্যাকাউন্ট ৷ স্বাভাবিক ভাবেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে সংবাদমাধ্যমেও ৷ সেখানে বৈশাখী জানান, শোভনের নিজের কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই ৷ শোভনকে ফেসবুক ব্যবহার করতে হলে তাঁর অ্যাকাউন্টই ব্যবহার করতে হয় ৷ কোনও বক্তব্য রাখতে হলে বা কোনও বার্তা দিতে হলে মাঝে-সাঝেই শোভন ফেসবুকে লাইভ আসতে চান ৷ তখন তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য তাঁর জন্য অপেক্ষা করা বা অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে ৷ সেটা যাতে আর না করতে হয় তাই এই সিদ্ধান্ত ৷

ফেসবুকের মতো রাজনীতির ক্ষেত্রেও কি তাঁদের এক সঙ্গে দেখা যাবে ? এই প্রশ্নের উত্তরে বৈশাখী বলেন, 'না না সেটা কখনওই নয় ৷ আমার এবং শোভনের ব্যক্তিসত্ত্বা ভীষণ ভাবে স্বকীয় ৷ এবং আমরা একে অপরের এই বিষয়টি শ্রদ্ধাও করি ৷' তিনি জানান, আপাতত শুধু সোশ্যাল মিডিয়ায় শোভনের উপস্থিতি পাকা করতে এই পদক্ষেপ ৷ তবে শোভন যেহেতু ফেসবুকে বেশি লেখেন না, তাই তাঁর নামে আলাদা করে একটা অ্যাকাউন্ট তৈরি করে তা বৈশাখী চালালে তা ঠিক শোভনের অ্যাকাউন্ট হবে না ৷ তার উপর তাঁরা একে অপরের পরিপূরক হিসাবেই সব জায়গায় নিজেদের তুলে ধরেছেন ৷ তাই একই অ্যাকাউন্ট থেকে নিজেদের সোশ্যাল মিডিয়োতেও তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন : তৃণমূলে ফেরা পাকা করতেই কি পার্থর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.