ETV Bharat / state

মমতা-বৈশাখি বৈঠক, প্রসঙ্গ কি কানন ? - kolkata

মমতা-বৈশাখির বৈঠক ঘিরে নতুন জল্পনা ৷ তবে বৈঠক নিয়ে মুখ খোলেননি কেউই ৷ বৈঠকে কি উঠেছে শোভন প্রসঙ্গ ৷ উঠছে প্র্শ্ন ৷

ণণ
ccমম
author img

By

Published : Mar 13, 2020, 6:11 AM IST

Updated : Mar 13, 2020, 9:05 AM IST

কলকাতা, 13 মার্চ : শোভন চট্টোপাধ্যায় BJP-তে সক্রিয় হচ্ছেন বলে জল্পনা অব্যাহত । তার মধ্যেই গতকাল মমতা-বৈশাখি বৈঠক নিয়ে শুরু হয়েছে নতুন এক জল্পনা ৷ এর আগে মঙ্গলবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় ।

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বৈশাখি । নবান্নের 14 তলার ঘরে বেশ কিছুক্ষণ রুদ্ধদ্বার আলোচনা হয় দু'জনের মধ্যে । তবে সেই আলোচনা নিয়ে মুখ খুলতে চাননি কেউই । আর এরপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন ৷ উঠছে নতুন প্রশ্ন ৷ তবে, কি পৌরভোটের আগে নিজের আদরের কাননকে দলে ফেরাতে চাইছেন তৃণমূল সুপ্রিমো ?

অগাস্ট BJP-তে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় । তারপর থেকেই কার্যত নাটক অব্যাহত । BJP-তে যোগ দেওয়ার কিছুদিন পরেই বান্ধবী বৈশাখিকে সঙ্গে নিয়ে ভাই ফোঁটা নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হাজির হয়েছিলেন শোভন । আপ্লুত হয়েছিলেন "দিদি মমতার" আতিথেয়তায় । এরপর থেকেই ফের শোভনের তৃণমূলে যোগের জল্পনা তৈরি হয় । যদিও তৃণমূল-BJP-র রাজনীতি থেকে সমদূরত্ব রেখে এক প্রকার অন্তরালে থাকেন শোভন ।

পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি শোভনের BJP-তে সক্রিয় হওয়ার বিষয়টি ফের নতুন করে জল্পনা তৈরি করছে । কয়েকদিন আগে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সঙ্গে ফোনে কথাও হয় শোভনের । তাঁকে BJP-তে সক্রিয় হওয়ার আবেদন জানান দলের দুই কেন্দ্রীয় নেতৃত্ব । পৌরভোটে শোভনকে BJP-র মেয়র পদপ্রার্থী হিসেবে সামনে রেখেই নির্বাচনে লড়াই করতে চায় দল ।

এই পরিস্থিতির মধ্যে মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন বৈশাখি । গতকাল নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও পৃথক একটি বৈঠক করেন । যদিও এগুলোকে রাজনৈতিক বৈঠক বলতে নারাজ বৈশাখি । আগে তিনি দাবি করেছিলেন তাঁর এবং পার্থ চট্টোপাধ্য়ায়ের মধ্য়ে মিল্লি আল আমিন কলেজ নিয়ে বৈঠক হয়েছে ৷ যদিও বৈশাখির সেই দাবিকে বারবার নস্যাৎ করছে রাজনৈতিক মহল ।

কলকাতা, 13 মার্চ : শোভন চট্টোপাধ্যায় BJP-তে সক্রিয় হচ্ছেন বলে জল্পনা অব্যাহত । তার মধ্যেই গতকাল মমতা-বৈশাখি বৈঠক নিয়ে শুরু হয়েছে নতুন এক জল্পনা ৷ এর আগে মঙ্গলবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় ।

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বৈশাখি । নবান্নের 14 তলার ঘরে বেশ কিছুক্ষণ রুদ্ধদ্বার আলোচনা হয় দু'জনের মধ্যে । তবে সেই আলোচনা নিয়ে মুখ খুলতে চাননি কেউই । আর এরপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন ৷ উঠছে নতুন প্রশ্ন ৷ তবে, কি পৌরভোটের আগে নিজের আদরের কাননকে দলে ফেরাতে চাইছেন তৃণমূল সুপ্রিমো ?

অগাস্ট BJP-তে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় । তারপর থেকেই কার্যত নাটক অব্যাহত । BJP-তে যোগ দেওয়ার কিছুদিন পরেই বান্ধবী বৈশাখিকে সঙ্গে নিয়ে ভাই ফোঁটা নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হাজির হয়েছিলেন শোভন । আপ্লুত হয়েছিলেন "দিদি মমতার" আতিথেয়তায় । এরপর থেকেই ফের শোভনের তৃণমূলে যোগের জল্পনা তৈরি হয় । যদিও তৃণমূল-BJP-র রাজনীতি থেকে সমদূরত্ব রেখে এক প্রকার অন্তরালে থাকেন শোভন ।

পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি শোভনের BJP-তে সক্রিয় হওয়ার বিষয়টি ফের নতুন করে জল্পনা তৈরি করছে । কয়েকদিন আগে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সঙ্গে ফোনে কথাও হয় শোভনের । তাঁকে BJP-তে সক্রিয় হওয়ার আবেদন জানান দলের দুই কেন্দ্রীয় নেতৃত্ব । পৌরভোটে শোভনকে BJP-র মেয়র পদপ্রার্থী হিসেবে সামনে রেখেই নির্বাচনে লড়াই করতে চায় দল ।

এই পরিস্থিতির মধ্যে মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন বৈশাখি । গতকাল নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও পৃথক একটি বৈঠক করেন । যদিও এগুলোকে রাজনৈতিক বৈঠক বলতে নারাজ বৈশাখি । আগে তিনি দাবি করেছিলেন তাঁর এবং পার্থ চট্টোপাধ্য়ায়ের মধ্য়ে মিল্লি আল আমিন কলেজ নিয়ে বৈঠক হয়েছে ৷ যদিও বৈশাখির সেই দাবিকে বারবার নস্যাৎ করছে রাজনৈতিক মহল ।

Last Updated : Mar 13, 2020, 9:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.