ETV Bharat / state

Sovan Baisakhi Ratna: শোভনের বাড়ি কিনে রত্নাকে উচ্ছেদ নোটিশ পাঠাচ্ছেন বৈশাখী, পাল্টা প্রস্তুতি শোভন-পত্নীর - রত্না চট্টোপাধ্যায়

শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) পৈতৃক বাড়ি কিনে নিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)৷ সেই বাড়ি খালি করে দেওয়ার জন্য রত্না চট্টোপাধ্যায়কে (Ratna Chatterjee) উচ্ছেদ নোটিশ পাঠাতে চলেছেন তিনি ৷

baisakhi-banerjee-bought-sovan-chatterjees-house-and-asked-ratna-chatterjee-to-leave-it
শোভনের বাড়ি কিনে রত্নাকে বেরিয়ে যেতে বললেন বৈশাখী, মানতে নারাজ শোভন-পত্নী
author img

By

Published : Sep 26, 2021, 3:45 PM IST

Updated : Sep 26, 2021, 4:54 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: বৈশাখী-শোভন-রত্না বিবাদ নতুন মোড় নিল । 1 কোটি টাকা দিয়ে শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) বেহালার পৈতৃক বাড়ি কিনে নিলেন তাঁর ‘বান্ধবী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। তাঁর দাবি, বর্তমানে আইনি সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন শোভন । সেই মামলার খরচ সামাল দিতে গিয়ে তিনি প্রবল অর্থ সঙ্কটের মধ্যে দিয়ে কাটাচ্ছেন ৷ তাঁর অর্থের প্রয়োজনীয়তা মেটাতেই শোভনের বাড়ি কিনে নিয়ে তাঁর পাশে দাঁড়ালেন বলে দাবি করেছেন বৈশাখী ৷

শোভনের পৈতৃক বাড়ির বর্তমান মালিক এখন তিনি ৷ তাই শিগগিরই তিনি সেই বাড়ির দখল নিতে রত্না চট্টোপাধ্যায়কে (Ratna Chatterjee) উচ্ছেদ নোটিশ পাঠাবেন বলে জানিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ তবে তিনি জানিয়েছেন, শোভন-কন্যা চাইলে তাকে সেখানে থাকার অনুমতি দেবেন তিনি ৷ তবে শর্ত একটাই, মা রত্নাকে ছাড়াই থাকতে হবে তাঁকে ৷

চলতি বছরের মাঝামাঝি নিজের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি ‘বান্ধবী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে লিখে দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় । আর্থিক অনটনের কারণে এবার নিজের পৈতৃক বাড়িটি সেই বৈশাখীকেই বিক্রি করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ।

আরও পড়ুন: Baishakhi-Monojit : স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে ‘ব্যথিত’ বৈশাখী, ডিভোর্সের সিদ্ধান্ত

শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে । কিন্তু বর্তমানে স্বামী শোভন চট্টোপাধ্যায়ের বেহালার পৈতৃক বাড়িতেই থাকেন রত্না চট্টোপাধ্যায় । তাঁর সঙ্গেই ওই বাড়িতে বসবাস করেন শোভন-রত্নার পুত্র ও কন্যাও । বাড়িটি কেনার প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, "শোভনের আয়ের পথ এখন একেবারে বন্ধ । মহেশতলার গুদামের ভাড়াও তাঁকে দেওয়া হয় না । তাই নিয়ে ও বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আদালতে । কিন্তু তাঁর রোজগার নেই, অর্থ সঙ্কট চলছে । অথচ প্রতি মাসে তাঁর কন্যার খরচ বাবদ তাঁকে চল্লিশ হাজার টাকা দিতে হচ্ছে । এদিকে আইনি লড়াইয়ের জন্য অর্থ প্রয়োজন । তাই আমি শোভনকে অর্থ দিয়ে সাহায্য করতে চেয়েছিলাম । কিন্তু শোভন তা গ্রহণ করেননি । যেহেতু বেহালায় তাঁর একটি পৈতৃক বাড়ি রয়েছে, তাই সেটি আমি কিনে নিয়েছি ৷ শোভনের প্রয়োজন মেটাতে আমার যাবতীয় ধনসম্পদ দিয়ে বাড়িটা কিনেছি ৷ সেই অর্থ দিয়েই আপাতত তাঁর প্রয়োজন মিটবে । আইনত এখন তাঁর বেহালার পৈতৃক বাড়ির মালিক আমি ।"

বাড়িটি কেনার পর এবার তার দখলদারি নিতে তৎপর হবেন বলে জানিয়েছেন বৈশাখী ৷ তিনি বলেন, "কিছুদিনের মধ্যেই শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের কাছে নোটিশ দিয়ে ওই বাড়ি খালি করার কথা জানাব । তাতে কাজ না-হলে আইনের দ্বারস্থ হব । তবে আশা করব, তিনি নিজের সম্মান বজায় রেখেই বাড়ি ছেড়ে দেবেন । শোভনের মেয়ে ছোট । তাই ওঁর কন্যা যদি মা-কে ছেড়ে ওই বাড়িতে থাকতে চায়, তবে সে থাকতে পারে । এমনকী শোভনের ছেলে ঋষি যদি আমার কাছে আবেদন করে বেহালার বাড়িতে থাকার, তবে সেটাও বিবেচনা করে দেখব । কিন্তু রত্নাকে সেই সুযোগ দেওয়া যাবে না ।"

আরও পড়ুন : স্থাবর-অস্থাবর সম্পত্তি বান্ধবী বৈশাখীকে লিখে দিলেন শোভন

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শোভন-পত্নী তথা বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় বলেন, "ক্ষমতা থাকলে আমাকে বের করে দেখাক । সব কিছু এত সহজ নয় । আমৃত্যু আমি ও আমার সন্তানরা এই বাড়িতেই থাকব ।"

শোভনের বাড়ি কিনে রত্নাকে উচ্ছেদ নোটিশ পাঠাচ্ছেন বৈশাখী

এ প্রসঙ্গে রত্নার বিরুদ্ধে তোপ দেগে বৈশাখী বলেন, "রত্না দেবী একজন জনপ্রতিনিধি । আইনসভায় তাঁরা আইন তৈরি করেন । আর তিনি যদি বেআইনি-অসাংবিধানিক কথাবার্তা বলেন, সেটা দুর্ভাগ্যের বিষয় । তিনি পেশীশক্তির কথা বলতে চাইছেন । তিনি শুধু আইনের ভাষাই বোঝেন ৷ আর আইনের পথেই তাঁকে সবক শেখাতে হয় ৷ আমি আইনের উপরে ভরসা রাখি । তাই বাড়ির দখল নিতে আইনের রাস্তাতেই হাঁটব ৷"

আরও পড়ুন : Sovan-Baishakhi : বৈশাখীর সাহসকে কুর্নিশ অনুরাগীর, বোল্ড ম্য়াডোনার সঙ্গে তুলনা বাঙালি বধূর

সম্প্রতি স্বামী মনোজিৎ মণ্ডলকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ মনোজিৎ-এর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে দাবি করেন তিনি ৷ স্বামীকে ‘মুক্তি’ দিতেই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বৈশাখী ৷ এ বার তিনি শোভনের পৈতৃক বাড়ি কিনে নেওয়ার পর আর কী কী ঘটতে চলেছে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে ৷ শোভনের থেকে কেনা বাড়িই ভবিষ্যতে তাঁর ঠিকানা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বৈশাখী ৷ পাশাপাশি এও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর বাড়িতে শোভনের অবাধ বিচরণ ৷ চাইলে যতদিন খুশি সেখানে থাকতে পারেন 'বন্ধু' শোভন ৷

কলকাতা, 26 সেপ্টেম্বর: বৈশাখী-শোভন-রত্না বিবাদ নতুন মোড় নিল । 1 কোটি টাকা দিয়ে শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) বেহালার পৈতৃক বাড়ি কিনে নিলেন তাঁর ‘বান্ধবী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। তাঁর দাবি, বর্তমানে আইনি সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন শোভন । সেই মামলার খরচ সামাল দিতে গিয়ে তিনি প্রবল অর্থ সঙ্কটের মধ্যে দিয়ে কাটাচ্ছেন ৷ তাঁর অর্থের প্রয়োজনীয়তা মেটাতেই শোভনের বাড়ি কিনে নিয়ে তাঁর পাশে দাঁড়ালেন বলে দাবি করেছেন বৈশাখী ৷

শোভনের পৈতৃক বাড়ির বর্তমান মালিক এখন তিনি ৷ তাই শিগগিরই তিনি সেই বাড়ির দখল নিতে রত্না চট্টোপাধ্যায়কে (Ratna Chatterjee) উচ্ছেদ নোটিশ পাঠাবেন বলে জানিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ তবে তিনি জানিয়েছেন, শোভন-কন্যা চাইলে তাকে সেখানে থাকার অনুমতি দেবেন তিনি ৷ তবে শর্ত একটাই, মা রত্নাকে ছাড়াই থাকতে হবে তাঁকে ৷

চলতি বছরের মাঝামাঝি নিজের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি ‘বান্ধবী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে লিখে দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় । আর্থিক অনটনের কারণে এবার নিজের পৈতৃক বাড়িটি সেই বৈশাখীকেই বিক্রি করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ।

আরও পড়ুন: Baishakhi-Monojit : স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে ‘ব্যথিত’ বৈশাখী, ডিভোর্সের সিদ্ধান্ত

শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে । কিন্তু বর্তমানে স্বামী শোভন চট্টোপাধ্যায়ের বেহালার পৈতৃক বাড়িতেই থাকেন রত্না চট্টোপাধ্যায় । তাঁর সঙ্গেই ওই বাড়িতে বসবাস করেন শোভন-রত্নার পুত্র ও কন্যাও । বাড়িটি কেনার প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, "শোভনের আয়ের পথ এখন একেবারে বন্ধ । মহেশতলার গুদামের ভাড়াও তাঁকে দেওয়া হয় না । তাই নিয়ে ও বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আদালতে । কিন্তু তাঁর রোজগার নেই, অর্থ সঙ্কট চলছে । অথচ প্রতি মাসে তাঁর কন্যার খরচ বাবদ তাঁকে চল্লিশ হাজার টাকা দিতে হচ্ছে । এদিকে আইনি লড়াইয়ের জন্য অর্থ প্রয়োজন । তাই আমি শোভনকে অর্থ দিয়ে সাহায্য করতে চেয়েছিলাম । কিন্তু শোভন তা গ্রহণ করেননি । যেহেতু বেহালায় তাঁর একটি পৈতৃক বাড়ি রয়েছে, তাই সেটি আমি কিনে নিয়েছি ৷ শোভনের প্রয়োজন মেটাতে আমার যাবতীয় ধনসম্পদ দিয়ে বাড়িটা কিনেছি ৷ সেই অর্থ দিয়েই আপাতত তাঁর প্রয়োজন মিটবে । আইনত এখন তাঁর বেহালার পৈতৃক বাড়ির মালিক আমি ।"

বাড়িটি কেনার পর এবার তার দখলদারি নিতে তৎপর হবেন বলে জানিয়েছেন বৈশাখী ৷ তিনি বলেন, "কিছুদিনের মধ্যেই শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের কাছে নোটিশ দিয়ে ওই বাড়ি খালি করার কথা জানাব । তাতে কাজ না-হলে আইনের দ্বারস্থ হব । তবে আশা করব, তিনি নিজের সম্মান বজায় রেখেই বাড়ি ছেড়ে দেবেন । শোভনের মেয়ে ছোট । তাই ওঁর কন্যা যদি মা-কে ছেড়ে ওই বাড়িতে থাকতে চায়, তবে সে থাকতে পারে । এমনকী শোভনের ছেলে ঋষি যদি আমার কাছে আবেদন করে বেহালার বাড়িতে থাকার, তবে সেটাও বিবেচনা করে দেখব । কিন্তু রত্নাকে সেই সুযোগ দেওয়া যাবে না ।"

আরও পড়ুন : স্থাবর-অস্থাবর সম্পত্তি বান্ধবী বৈশাখীকে লিখে দিলেন শোভন

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শোভন-পত্নী তথা বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় বলেন, "ক্ষমতা থাকলে আমাকে বের করে দেখাক । সব কিছু এত সহজ নয় । আমৃত্যু আমি ও আমার সন্তানরা এই বাড়িতেই থাকব ।"

শোভনের বাড়ি কিনে রত্নাকে উচ্ছেদ নোটিশ পাঠাচ্ছেন বৈশাখী

এ প্রসঙ্গে রত্নার বিরুদ্ধে তোপ দেগে বৈশাখী বলেন, "রত্না দেবী একজন জনপ্রতিনিধি । আইনসভায় তাঁরা আইন তৈরি করেন । আর তিনি যদি বেআইনি-অসাংবিধানিক কথাবার্তা বলেন, সেটা দুর্ভাগ্যের বিষয় । তিনি পেশীশক্তির কথা বলতে চাইছেন । তিনি শুধু আইনের ভাষাই বোঝেন ৷ আর আইনের পথেই তাঁকে সবক শেখাতে হয় ৷ আমি আইনের উপরে ভরসা রাখি । তাই বাড়ির দখল নিতে আইনের রাস্তাতেই হাঁটব ৷"

আরও পড়ুন : Sovan-Baishakhi : বৈশাখীর সাহসকে কুর্নিশ অনুরাগীর, বোল্ড ম্য়াডোনার সঙ্গে তুলনা বাঙালি বধূর

সম্প্রতি স্বামী মনোজিৎ মণ্ডলকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ মনোজিৎ-এর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে দাবি করেন তিনি ৷ স্বামীকে ‘মুক্তি’ দিতেই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বৈশাখী ৷ এ বার তিনি শোভনের পৈতৃক বাড়ি কিনে নেওয়ার পর আর কী কী ঘটতে চলেছে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে ৷ শোভনের থেকে কেনা বাড়িই ভবিষ্যতে তাঁর ঠিকানা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বৈশাখী ৷ পাশাপাশি এও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর বাড়িতে শোভনের অবাধ বিচরণ ৷ চাইলে যতদিন খুশি সেখানে থাকতে পারেন 'বন্ধু' শোভন ৷

Last Updated : Sep 26, 2021, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.