ETV Bharat / state

পরোয়ানা জারি ব‍্যাঙ্কশাল কোর্টের, গ্রেপ্তারি আসন্ন মুকুলের? - Arrest Warrant

একটি দুর্নীতি মামলায় মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ব‍্যাঙ্কশাল কোর্ট ৷

মুকুল রায়
author img

By

Published : Jul 29, 2019, 5:01 PM IST

কলকাতা, 29 জুলাই : ফাঁপরে পড়লেন BJP নেতা মুকুল রায় । এবার তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ব‍্যাঙ্কশাল কোর্ট । দুর্নীতি মামলায় আদালতের সমন অগ্রাহ্য করার জন্যই এই গ্রেপ্তারি পরোয়ানা বলে খবর ।


গতবছর বড়বাজার এলাকা থেকে দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার করা হয় একজনকে । পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় । পুলিশ সূত্রে খবর, চারজনকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে একটাই নাম । মুকুল রায় । আজ আদালতে সরকারি আইনজীবী জানান, বিষয়টি নিয়ে মুকুলকে বারবার ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশ । মুকুল সেই ডাকে সাড়া দেননি । পরে আদালতের তরফেও তাঁকে সমন পাঠানো হয় । কিন্তু, তা সত্ত্বেও হাজিরা দেননি মুকুল ।


এরপর আজ আদালতে মুকুলের আইনজীবী জানান, এই বিষয়ে দিল্লি হাইকোর্টে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে । সেটির বিচার প্রক্রিয়া চলছে। তাই আপাতত এবিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুক ব‍্যাঙ্কশাল কোর্ট । সরকারি আইনজীবী জানান, মুকুলের আইনজীবীর প্রত্যুত্তরে বিচারক জানিয়ে দেন, দিল্লি হাইকোর্টের তরফে এই মামলায় কোনও স্থগিতাদেশ জারি করা হয়নি ৷ সমন পাঠানো সত্ত্বেও মুকুল আসেননি । তারপরেই ক্ষুব্ধ বিচারপতি মুকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন । কলকাতা পুলিশ মুকুলকে গ্রেপ্তার করে কি না সেটাই এখন দেখার বিষয় ।

এর আগে, দুর্নীতির মামলায় মুকুলকে নোটিশ পাঠায় কলকাতা পুলিশ ৷ সেই নোটিশে বলা হয়েছিল, 30 জুলাই অর্থাৎ আগামীকাল তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা । দিল্লিতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর । বিষয়টি নিয়ে মুকুলের সঙ্গে যোগাযোগ করা না গেলেও তাঁর ঘনিষ্ঠ মহল নোটিশের কথা স্বীকার করেছে । যদিও মুকুল শিবিরের দাবি, প্রতিহিংসাপরায়ণ হয়ে এই নোটিশ পাঠানো হয়েছে । বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও খবর । কিন্তু, তার আগেই মুকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত ৷

কলকাতা, 29 জুলাই : ফাঁপরে পড়লেন BJP নেতা মুকুল রায় । এবার তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ব‍্যাঙ্কশাল কোর্ট । দুর্নীতি মামলায় আদালতের সমন অগ্রাহ্য করার জন্যই এই গ্রেপ্তারি পরোয়ানা বলে খবর ।


গতবছর বড়বাজার এলাকা থেকে দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার করা হয় একজনকে । পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় । পুলিশ সূত্রে খবর, চারজনকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে একটাই নাম । মুকুল রায় । আজ আদালতে সরকারি আইনজীবী জানান, বিষয়টি নিয়ে মুকুলকে বারবার ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশ । মুকুল সেই ডাকে সাড়া দেননি । পরে আদালতের তরফেও তাঁকে সমন পাঠানো হয় । কিন্তু, তা সত্ত্বেও হাজিরা দেননি মুকুল ।


এরপর আজ আদালতে মুকুলের আইনজীবী জানান, এই বিষয়ে দিল্লি হাইকোর্টে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে । সেটির বিচার প্রক্রিয়া চলছে। তাই আপাতত এবিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুক ব‍্যাঙ্কশাল কোর্ট । সরকারি আইনজীবী জানান, মুকুলের আইনজীবীর প্রত্যুত্তরে বিচারক জানিয়ে দেন, দিল্লি হাইকোর্টের তরফে এই মামলায় কোনও স্থগিতাদেশ জারি করা হয়নি ৷ সমন পাঠানো সত্ত্বেও মুকুল আসেননি । তারপরেই ক্ষুব্ধ বিচারপতি মুকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন । কলকাতা পুলিশ মুকুলকে গ্রেপ্তার করে কি না সেটাই এখন দেখার বিষয় ।

এর আগে, দুর্নীতির মামলায় মুকুলকে নোটিশ পাঠায় কলকাতা পুলিশ ৷ সেই নোটিশে বলা হয়েছিল, 30 জুলাই অর্থাৎ আগামীকাল তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা । দিল্লিতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর । বিষয়টি নিয়ে মুকুলের সঙ্গে যোগাযোগ করা না গেলেও তাঁর ঘনিষ্ঠ মহল নোটিশের কথা স্বীকার করেছে । যদিও মুকুল শিবিরের দাবি, প্রতিহিংসাপরায়ণ হয়ে এই নোটিশ পাঠানো হয়েছে । বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও খবর । কিন্তু, তার আগেই মুকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত ৷

Intro:কলকাতা, ২৯ জুলাই: ফাঁপড়ে পড়লেন বিজেপি নেতা মুকুল রায়। এবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ব‍্যাঙ্কশাল আদালত। দুর্নীতি মামলায় আদালতের সমন অগ্রাহ্য করার জন্যই এই গ্রেপ্তারি পরোয়ানা বলে খবর।



Body:বিতর্কের কেন্দ্রে দুর্নীতি সংক্রান্ত একটি মামলা। গতবছর বড়বাজার এলাকা থেকে দুর্নীতির ওই মামলায় প্রথমে গ্রেপ্তার করা হয় একজনকে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, 4 জনকে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে একটাই নাম। মুকুল রায়। আজ আদালতে সরকারি আইনজীবী জানান, বিষয়টি নিয়ে মুকুলকে বারবার ধরে ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশ। মুকুল সেই ডাকে সাড়া দেননি। পরে আদালতের তরফেও তাঁকে সমন করা হয়। আদালতে ডাকেও হাজির হননি মুকুল।


Conclusion:জানা গেছে আজ আদালতে মুকুলের আইনজীবী জানান, এই বিষয়ে দিল্লি হাইকোর্টে ইতিমধ্যেই একটি মামলা করা হয়েছে। সেই মামলার বিচার প্রক্রিয়া চলছে। তাই আপাতত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুক ব্যাঙ্কশাল আদালত। সরকারি আইনজীবী জানাচ্ছেন, তখন বিচারক জানিয়ে দেন দিল্লি হাইকোর্টের তরফে এই মামলায় কোন স্থগিতাদেশ জারি করা হয়নি। তাকে আদালতে তরফে সমন করা হলেও আসেননি তিনি। তারপরেই ক্ষুব্ধ বিচারপতি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কলকাতা পুলিশ সক্রিয়তা সঙ্গে মুকুল রায়কে গ্রেপ্তার করে কিনা সেটাই এখন দেখার।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.