ETV Bharat / state

দ্রুত মুক্তি দিতে হবে, BJP যুব মোর্চা নেত্রীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফেসবুকে একটি MEME পোস্ট করায় গ্রেপ্তার করা হয়েছিল BJP যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মাকে । আজ বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন ।

সুপ্রিম কোর্টে
author img

By

Published : May 14, 2019, 12:41 PM IST

Updated : May 14, 2019, 2:16 PM IST

কলকাতা, 14 মে : BJP যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট । আজ বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ তাঁর জামিনের আবেদন শোনে । লিখিতভাবে ক্ষমা চাইতে হবে, এই শর্তে প্রিয়াঙ্কার জামিন মঞ্জুর করা হয় । পরে তাঁর আইনজীবীকে ডেকে নির্দেশ পরিবর্তনের কথা জানানো হয়। বলা হয়, প্রিয়াঙ্কাকে দ্রুত মুক্তি দেওয়া হবে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিজনক ছবি পোস্ট করায় গ্রেপ্তার করা হয় তাঁকে।

বৃহস্পতিবার (9 মে) ফেসবুকে একটি MEME পোস্ট করেছিলেন BJP যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মা । এরপর তাঁর বিরুদ্ধে দাশনগর থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিভাস হাজরা । শনিবার প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করে দাশনগর থানার পুলিশ । তা নিয়ে বিতর্ক শুরু হয় । প্রিয়াঙ্কা বলেন, "আমি ছবিটা পেয়ে শুধু পোস্ট করেছিলাম । এছাড়া আমার অন্য কোনও উদ্দেশ্য ছিল না । কিন্তু আমি যেহেতু BJP করি তাই ফাঁসানোর জন্য FIR করা হয়েছে ।" এর আগে প্রিয়াঙ্কার 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছিল আদালত ।

গতকাল সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করে প্রিয়াঙ্কা শর্মার আইনজীবী। আজ তাঁর সেই আবেদন শোনা হয়।

কলকাতা, 14 মে : BJP যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট । আজ বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ তাঁর জামিনের আবেদন শোনে । লিখিতভাবে ক্ষমা চাইতে হবে, এই শর্তে প্রিয়াঙ্কার জামিন মঞ্জুর করা হয় । পরে তাঁর আইনজীবীকে ডেকে নির্দেশ পরিবর্তনের কথা জানানো হয়। বলা হয়, প্রিয়াঙ্কাকে দ্রুত মুক্তি দেওয়া হবে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিজনক ছবি পোস্ট করায় গ্রেপ্তার করা হয় তাঁকে।

বৃহস্পতিবার (9 মে) ফেসবুকে একটি MEME পোস্ট করেছিলেন BJP যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মা । এরপর তাঁর বিরুদ্ধে দাশনগর থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিভাস হাজরা । শনিবার প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করে দাশনগর থানার পুলিশ । তা নিয়ে বিতর্ক শুরু হয় । প্রিয়াঙ্কা বলেন, "আমি ছবিটা পেয়ে শুধু পোস্ট করেছিলাম । এছাড়া আমার অন্য কোনও উদ্দেশ্য ছিল না । কিন্তু আমি যেহেতু BJP করি তাই ফাঁসানোর জন্য FIR করা হয়েছে ।" এর আগে প্রিয়াঙ্কার 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছিল আদালত ।

গতকাল সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করে প্রিয়াঙ্কা শর্মার আইনজীবী। আজ তাঁর সেই আবেদন শোনা হয়।

Varanasi (UP), May 14 (ANI): Allegations and counter-allegations flew back and forth as Bollywood actor Riteish Deshmukh and Union Minister Piyush Goyal hit out at each other over the claim made by the central government leader that the actor's father, the former Maharashtra Chief Minister Vilasrao Deshmukh was only concerned about getting his son a role during the 26/11 Mumbai terror attacks. "I saw Riteish Deshmukh's tweet, he said that he went to the place the next day when the incident. I agree with it, but it was horrible since he went with a film producer. Nobody was allowed to enter the high-security area, but he got permission because he was the chief minister's son. The intentions behind their visit became apparent when a movie came out in 2013. Because it was the CM's doing he had to resign, the people never forgave him for that," Goyal said talking to reporters here. Earlier, Riteish had taken to Twitter to reply to the accusations levied by Goyal on him and his father, who passed away in 2012. Goyal went on to say that the movie got made in 2013 but Riteish had probably not taken a role in the movie due to fear of backlash from the people. Union Minister Piyush Goyal on Sunday referred to the 26/11 Mumbai attacks and said that the then Maharashtra Chief Minister Vilasrao Deshmukh was only concerned about getting his child a film role even as the city was under attacks.
Last Updated : May 14, 2019, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.