কলকাতা, 13 মে : বগটুইকাণ্ডে অভিযুক্ত দুই নাবালকের জামিন খারিজের আবেদন সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট বেঞ্চে শুনানির নির্দেশ দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ (Bagtui Case in HC )। বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে বড়শাল গ্রামের উপ-পঞ্চায়েত প্রধান ভাদু শেখের খুনের ঘটনা ঘটে গত 21 মার্চ ৷ তার পরবর্তীতে ওইদিন রাতেই গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে ৷ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 9 জনের (Bagtui Massacre case in Calcutta HC) ৷
আরও পড়ুন : প্রধান শিক্ষককে স্কুলে না-ঢোকার নির্দেশ কলকাতা হাইকোর্টের
এই অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত 2 নাবালককে জামিন দিয়েছে নিম্ন আদালত । এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল সিবিআই ও এক মামলাকারী । সেই আবেদনের প্রেক্ষিতেই শুক্রবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷
উল্লেখ্য, বগটুই হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আদালতের নির্দেশের প্রেক্ষিতে সিবিআই তদন্তও শুরু হয়েছে ৷ সিবিআই এর অভিযোগ, তাদের না জানিয়েই এই ঘটনায় অভিযুক্ত দুই নাবালককে জামিন দিয়েছে নিম্ন আদালত ৷ মামলাকারীদের তরফে হাইকোর্টে উল্লেখ করা হয়েছিল, কোনও আবেদন ছাড়াই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ক্ষমতা আছে নিম্ন আদালতের এই রায় খারিজ করার । সিবিআইয়ের তরফে জানানো হয়েছিল, তারা জামিন খারিজের আবেদন করেছিল নিম্ম আদালতে কিন্তু তা বাতিল করা হয় । এই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে ৷