কলকাতা, 11 এপ্রিল : শুধু কলকাতা আর শহরতলিতেই লক্ষাধিক পরিবার । রাজ্যজুড়ে কয়েক লাখ । তাঁদের অবলম্বন তিন চাকার অটো । তাতেই চলে পেট । সংসার প্রতিপালন । লকডাউনের জেরে সেই সংসারগুলিতে নেমে এসেছে অন্ধকার । সরকারি তরফে পরিবহন শ্রমিকদের জন্য অতিরিক্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । আর শাসকদলের শ্রমিক ইউনিয়নের সভানেত্রী দোলা সেনের বক্তব্য, সেদ্ধ ভাত খেয়ে কোনওরকমে বেঁচে থাকুন । এর বেশি আর কী করতে পারি ? কী-ই বা করার আছে ?
গড়িয়া-যাদবপুর কিংবা গড়িয়াহাট , উলটোডাঙা হোক বা খিদিরপুর । হলুদ সবুজের তিন চাকার যানগুলি কালো পিচ রাস্তা ধরে ছোটে অনবরত । সাধারণ সময়ে অটোওয়ালাদের দৌরাত্ম নিয়ে অভিযোগের অন্ত থাকে না । অটোর দাপাদাপিতে অতিষ্ঠ হলেও, কলকাতাও জানে ওই তিন চাকার গুরুত্ব । বহু জায়গায় অটোই যোগাযোগের প্রধান মাধ্যম । কিন্তু আজ সেই অটোওয়ালারাই সমস্যায় পড়েছেন ৷
লকডাউনে রোজগারহীন কলকাতার লক্ষাধিক অটোচালক - কলকাতা
লকডাউনের জেরে সব বন্ধ ৷ শুধুমাত্র জরুরি কয়েকটা ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ৷ কিন্তু সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলি ৷ যাঁদের মধ্যে অটোচালকরাও আছেন ৷ প্রত্যেকদিন তাঁদের প্রায় 500-600 টাকা রোজগার হত ৷ কিন্তু এখন তা পুরোপুরি বন্ধ ৷ জমানো টাকাও প্রায় শেষ ৷ অভিযোগ, সরকারি তরফে শ্রমিকদের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷
![লকডাউনে রোজগারহীন কলকাতার লক্ষাধিক অটোচালক Kolkata Auto](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6751818-245-6751818-1586601108985.jpg?imwidth=3840)
কলকাতা, 11 এপ্রিল : শুধু কলকাতা আর শহরতলিতেই লক্ষাধিক পরিবার । রাজ্যজুড়ে কয়েক লাখ । তাঁদের অবলম্বন তিন চাকার অটো । তাতেই চলে পেট । সংসার প্রতিপালন । লকডাউনের জেরে সেই সংসারগুলিতে নেমে এসেছে অন্ধকার । সরকারি তরফে পরিবহন শ্রমিকদের জন্য অতিরিক্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । আর শাসকদলের শ্রমিক ইউনিয়নের সভানেত্রী দোলা সেনের বক্তব্য, সেদ্ধ ভাত খেয়ে কোনওরকমে বেঁচে থাকুন । এর বেশি আর কী করতে পারি ? কী-ই বা করার আছে ?
গড়িয়া-যাদবপুর কিংবা গড়িয়াহাট , উলটোডাঙা হোক বা খিদিরপুর । হলুদ সবুজের তিন চাকার যানগুলি কালো পিচ রাস্তা ধরে ছোটে অনবরত । সাধারণ সময়ে অটোওয়ালাদের দৌরাত্ম নিয়ে অভিযোগের অন্ত থাকে না । অটোর দাপাদাপিতে অতিষ্ঠ হলেও, কলকাতাও জানে ওই তিন চাকার গুরুত্ব । বহু জায়গায় অটোই যোগাযোগের প্রধান মাধ্যম । কিন্তু আজ সেই অটোওয়ালারাই সমস্যায় পড়েছেন ৷