ETV Bharat / state

"বাবুল সুপ্রিয়র হেনস্থাকারীদের গ্রেপ্তারি চাই", মিছিল রাজ্য BJP-র

author img

By

Published : Sep 20, 2019, 3:27 PM IST

Updated : Sep 20, 2019, 10:50 PM IST

বাবুল সুপ্রিয়র হেনস্থাকারীদের গ্রেপ্তারের দাবিতে পথে নামল রাজ্য BJP ৷ নেতৃত্বে রয়েছেন সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায় ও অন্যরা ৷ মিছিলের জেরে সেন্ট্রাল চত্বরে আপাতত যান চলাচল বন্ধ ৷

ফাইল ফোটো

কলকাতা, 20 সেপ্টেম্বর : বাবুল সুপ্রিয়র হেনস্থাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ৷ এই দাবিতে পথে নামল রাজ্য BJP ৷ রাজ্য দপ্তরে থেকে শুরু হয়েছে মিছিল ৷ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায় ৷ মিছিলের জেরে সেন্ট্রাল চত্বরে আপাতত যান চলাচল বন্ধ ৷

সায়ন্তন বসু বলেন, "বাবুল সুপ্রিয়র উপর যারা হামলা করেছে, তাদের 15 দিনের মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে । গ্রেপ্তার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে ।"

গতকাল দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন বাবুল সুপ্রিয় ৷ তখনই SFI ও অন্য সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ গো ব্যাক স্লোগান তুলে লাল-কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্ররা ৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্য আধিকারিকরা ঘটনাস্থানে গেলে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাবুল সুপ্রিয় ৷ কে পি বসু মেমোরিয়াল হলের সামনে তাঁকে লক্ষ্য করে বোতল ও ইট ছোড়া হয় ৷ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয় ৷ এর মাঝেই রাজ্যপালের কাছে পৌঁছান বাবুল সুপ্রিয় ৷ ওঠেন তাঁর গাড়িতে ৷ কিন্তু, বের হতে গেলে গাড়ি ঘিরে দেখানো হয় বিক্ষোভ ৷ পরে তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে যায় তাঁদের গাড়ি ৷

কলকাতা, 20 সেপ্টেম্বর : বাবুল সুপ্রিয়র হেনস্থাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ৷ এই দাবিতে পথে নামল রাজ্য BJP ৷ রাজ্য দপ্তরে থেকে শুরু হয়েছে মিছিল ৷ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায় ৷ মিছিলের জেরে সেন্ট্রাল চত্বরে আপাতত যান চলাচল বন্ধ ৷

সায়ন্তন বসু বলেন, "বাবুল সুপ্রিয়র উপর যারা হামলা করেছে, তাদের 15 দিনের মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে । গ্রেপ্তার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে ।"

গতকাল দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন বাবুল সুপ্রিয় ৷ তখনই SFI ও অন্য সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ গো ব্যাক স্লোগান তুলে লাল-কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্ররা ৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্য আধিকারিকরা ঘটনাস্থানে গেলে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাবুল সুপ্রিয় ৷ কে পি বসু মেমোরিয়াল হলের সামনে তাঁকে লক্ষ্য করে বোতল ও ইট ছোড়া হয় ৷ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয় ৷ এর মাঝেই রাজ্যপালের কাছে পৌঁছান বাবুল সুপ্রিয় ৷ ওঠেন তাঁর গাড়িতে ৷ কিন্তু, বের হতে গেলে গাড়ি ঘিরে দেখানো হয় বিক্ষোভ ৷ পরে তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে যায় তাঁদের গাড়ি ৷

Intro:



বাবুল সুপ্রিয় এর উপর আক্রমন কারিদের অবিলম্ভে গ্রেপ্তার করতে হবে। এই দাবীতে বিজেপির রাজ্য দপ্তরে থেকে মিছিল শুরু হল। মিছিলের সামনের সারিতে মহিলা মোর্চার নেতৃত্ব।

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এর উপর হামলার প্রতিবাদে রাজ্য দপ্তর থেকে বিজেপির মিছিল শুরু হল।


মিছিলেন নেতৃত্বে সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়। বিরাট মিছিল বিজেপির। সেন্ট্রাল এভিনিউ গাড়ি চলাচল পুরোপুরি বন্ধো।


বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, বাবুল সুপ্রিয় এর উপর যারা হামলা করেছে। তাদের ১৫ দিনের মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে।
Body:কপিConclusion:
Last Updated : Sep 20, 2019, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.