ETV Bharat / state

Babul Supriyo on Dilip Ghosh : 'ভার্বাল ডায়েরিয়ার রোগী, চিঠি দিয়ে রগড়ে দিল', দিলীপকে তীব্র কটাক্ষ বাবুলের

মঙ্গলবারই বিজেপির শীর্ষ নেতৃত্বের তোপের মুখে পড়তে হয়েছে দিলীপ ঘোষকে (Partys Stern Messege to BJP MP Dilip Ghosh) ৷ চিঠি দিয়ে তাঁকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

babul on dilip ghosh
দিলীপকে তীব্র কটাক্ষ বাবুলের
author img

By

Published : May 31, 2022, 10:11 PM IST

কলকাতা, 31 মে : মঙ্গলবারই বিজেপির শীর্ষ নেতৃত্বের তোপের মুখে পড়তে হয়েছে দিলীপ ঘোষকে ৷ বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের সাংসদকে সংবাদমাধ্যমের সামনে বা প্রকাশ্যে দলের নেতা-নেত্রীদের নিয়ে মুখ খুলতে নিষেধ করেছে দলীয় নেতৃত্ব ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে দলের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং একটি চিঠি দিয়ে দিলীপ ঘোষকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ।

এই বিষয়টি নিয়েই একদা নিজের সতীর্থ দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করলেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo criticises Dilip Ghosh) ৷ দিলীপকে 'ভার্বাল ডায়েরিয়ার রোগী' বলেছেন বাবুল ৷ এদিন তিনি টুইটে লেখেন "পরশুদিনই লিখেছিলাম যে শ্রী দিলীপ ঘোষ 'ভার্বাল ডায়েরিয়ার রুগী ৷ তাঁর কোনও লজ্জা নাই, চিকিৎসাও নাই ৷ বেশ চলছিল রোজ ভোরবেলা 'বাণীর-প্রাতঃকৃত্য - সারাদিন মানুষ তাতে দুদণ্ড হাসির খোরাক পেত ৷ চিঠি দিয়ে 'রগড়ে' দিয়ে সেটাও বন্ধ করে দিল৷ অবশ্য এমনিতেও আন্দামানে পাচার-অর্ডার হয়েছিল" ৷

আরও পড়ুন : মুখর দিলীপকে মৌন হতে নির্দেশ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের

মঙ্গলবার দিলীপ ঘোষকে পাঠানো চিঠিতে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং লিখেছেন, ‘‘আগে অনেক বার আপনাকে সতর্ক করা হয়েছে । কোনও লাভ হয়নি । আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে । আপাতত সংবাদমাধ্যমে আপনি মুখ খুলতে পারবেন না ।’’ তিনি আরও লিখেছেন, ‘‘আপনার বেশ কিছু বিবৃতি এবং ক্ষোভ প্রকাশ করে মন্তব্যে রাজ্য নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন । একই সঙ্গে বিড়ম্বনায় পড়েছেন কেন্দ্রীয় নেতৃত্বও ।’’

কলকাতা, 31 মে : মঙ্গলবারই বিজেপির শীর্ষ নেতৃত্বের তোপের মুখে পড়তে হয়েছে দিলীপ ঘোষকে ৷ বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের সাংসদকে সংবাদমাধ্যমের সামনে বা প্রকাশ্যে দলের নেতা-নেত্রীদের নিয়ে মুখ খুলতে নিষেধ করেছে দলীয় নেতৃত্ব ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে দলের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং একটি চিঠি দিয়ে দিলীপ ঘোষকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ।

এই বিষয়টি নিয়েই একদা নিজের সতীর্থ দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করলেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo criticises Dilip Ghosh) ৷ দিলীপকে 'ভার্বাল ডায়েরিয়ার রোগী' বলেছেন বাবুল ৷ এদিন তিনি টুইটে লেখেন "পরশুদিনই লিখেছিলাম যে শ্রী দিলীপ ঘোষ 'ভার্বাল ডায়েরিয়ার রুগী ৷ তাঁর কোনও লজ্জা নাই, চিকিৎসাও নাই ৷ বেশ চলছিল রোজ ভোরবেলা 'বাণীর-প্রাতঃকৃত্য - সারাদিন মানুষ তাতে দুদণ্ড হাসির খোরাক পেত ৷ চিঠি দিয়ে 'রগড়ে' দিয়ে সেটাও বন্ধ করে দিল৷ অবশ্য এমনিতেও আন্দামানে পাচার-অর্ডার হয়েছিল" ৷

আরও পড়ুন : মুখর দিলীপকে মৌন হতে নির্দেশ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের

মঙ্গলবার দিলীপ ঘোষকে পাঠানো চিঠিতে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং লিখেছেন, ‘‘আগে অনেক বার আপনাকে সতর্ক করা হয়েছে । কোনও লাভ হয়নি । আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে । আপাতত সংবাদমাধ্যমে আপনি মুখ খুলতে পারবেন না ।’’ তিনি আরও লিখেছেন, ‘‘আপনার বেশ কিছু বিবৃতি এবং ক্ষোভ প্রকাশ করে মন্তব্যে রাজ্য নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন । একই সঙ্গে বিড়ম্বনায় পড়েছেন কেন্দ্রীয় নেতৃত্বও ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.