ETV Bharat / state

Babul Supriyo: এক টিকিটেই ঘুরে দেখুন কলকাতা, মন্ত্রীর জন্মদিনে পরিষেবা শুরু পর্যটন দফতরের - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতায় পর্যটন (Kolkata Tourist Spot) নিয়ে বিশেষ উদ্যোগী হল রাজ্য সরকার ৷ আগামী 15 ডিসেম্বর থেকে এই পরিষেবা শুরু হচ্ছে ৷ বুধবার জানালেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷

babul-supriyo-announces-special-package-for-kolkata-tourism
Babul Supriyo: এক টিকিটেই ঘুরে দেখুন কলকাতা, মন্ত্রীর জন্মদিনে পরিষেবা শুরু পর্যটন দফতরের
author img

By

Published : Dec 7, 2022, 8:09 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর: এবার এক পাসেই কলকাতা দর্শন করতে পারবেন পর্যটকেরা (Kolkata Tourism Special Package) । বিভিন্ন দর্শনীয় স্থানে গিয়ে লাইনে দাঁড়িয়ে আর আলাদা করে টিকিট কাটার প্রয়োজন নেই । বুধবার নিউ সেক্রেটারিয়েটে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) একথা জানিয়েছেন ৷

তিনি জানান, মাত্র 495 টাকা খরচ করলেই কলকাতার 21টি দর্শনীয় স্থানে (Kolkata Tourist Spot) ভ্রমণের জন্য মিলবে ছাড়পত্র । এই পাশের মেয়াদ সাতদিন । কেউ চাইলে তাঁদের মতো করে দর্শনীয় স্থান বেছে নিতে পারবেন । কিউআর কোড স্ক্যান করে এই সুযোগ নিতে পারবেন সকলেই ৷

babul-supriyo-announces-special-package-for-kolkata-tourism
পর্যটন দফতরের বিজ্ঞপ্তি

মন্ত্রী আরও জানিয়েছেন, আগামী 15 ডিসেম্বর পর্যটন দফতরের (Tourism Department) তরফ থেকে এই পাসের উদ্বোধন করা হবে । উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং ।

babul-supriyo-announces-special-package-for-kolkata-tourism
পর্যটন দফতরের বিজ্ঞপ্তি

মন্ত্রীর কথা অনুসারে, শহর কলকাতায় দর্শনীয় প্রচুর স্থান রয়েছে । এগুলিকে সুন্দরভাবে সাজিয়ে পর্যটকদের সামনে তুলে ধরার কথা আগে কেউ ভাবেননি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টিকে নিয়ে ভেবেছেন প্রথম । তাঁর পরামর্শ মতো কলকাতার সমস্ত হেরিটেজ বিল্ডিং, পরিত্যক্ত জায়গাগুলিকে সুপরিকল্পিত ভাবে সাজিয়ে তোলা হচ্ছে ।

তিনি আরও জানান, এতদিন এতদিন যেকোনও পর্যটন স্থলে গিয়ে লম্বা লাইন দিয়ে টিকিট কাটতে হতো । এখন সেসব দিন অতীত । বাড়ি থেকেই এই পাস সংগ্রহ করে বেরিয়ে পড়লেই হবে ।

এক টিকিটেই ঘুরে দেখুন কলকাতা, মন্ত্রীর জন্মদিনে পরিষেবা শুরু পর্যটন দফতরের

মন্ত্রী আরও জানিয়েছেন, 15 ডিসেম্বর দিনটি বেছে নেওয়ার পিছনে আরও একটি কারণ আছে ৷ কারণ, ওইদিনটিই হল মন্ত্রীর জন্মদিন । তাই এই বিশেষ দিন থেকেই এই পরিষেবা চালু করতে চাইছেন তিনি ।

আরও পড়ুন: কলকাতা ঘুরবেন! 'পিক আপ অ্যান্ড ড্রপ' দেবে পরিবহণ দফতর

কলকাতা, 7 ডিসেম্বর: এবার এক পাসেই কলকাতা দর্শন করতে পারবেন পর্যটকেরা (Kolkata Tourism Special Package) । বিভিন্ন দর্শনীয় স্থানে গিয়ে লাইনে দাঁড়িয়ে আর আলাদা করে টিকিট কাটার প্রয়োজন নেই । বুধবার নিউ সেক্রেটারিয়েটে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) একথা জানিয়েছেন ৷

তিনি জানান, মাত্র 495 টাকা খরচ করলেই কলকাতার 21টি দর্শনীয় স্থানে (Kolkata Tourist Spot) ভ্রমণের জন্য মিলবে ছাড়পত্র । এই পাশের মেয়াদ সাতদিন । কেউ চাইলে তাঁদের মতো করে দর্শনীয় স্থান বেছে নিতে পারবেন । কিউআর কোড স্ক্যান করে এই সুযোগ নিতে পারবেন সকলেই ৷

babul-supriyo-announces-special-package-for-kolkata-tourism
পর্যটন দফতরের বিজ্ঞপ্তি

মন্ত্রী আরও জানিয়েছেন, আগামী 15 ডিসেম্বর পর্যটন দফতরের (Tourism Department) তরফ থেকে এই পাসের উদ্বোধন করা হবে । উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং ।

babul-supriyo-announces-special-package-for-kolkata-tourism
পর্যটন দফতরের বিজ্ঞপ্তি

মন্ত্রীর কথা অনুসারে, শহর কলকাতায় দর্শনীয় প্রচুর স্থান রয়েছে । এগুলিকে সুন্দরভাবে সাজিয়ে পর্যটকদের সামনে তুলে ধরার কথা আগে কেউ ভাবেননি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টিকে নিয়ে ভেবেছেন প্রথম । তাঁর পরামর্শ মতো কলকাতার সমস্ত হেরিটেজ বিল্ডিং, পরিত্যক্ত জায়গাগুলিকে সুপরিকল্পিত ভাবে সাজিয়ে তোলা হচ্ছে ।

তিনি আরও জানান, এতদিন এতদিন যেকোনও পর্যটন স্থলে গিয়ে লম্বা লাইন দিয়ে টিকিট কাটতে হতো । এখন সেসব দিন অতীত । বাড়ি থেকেই এই পাস সংগ্রহ করে বেরিয়ে পড়লেই হবে ।

এক টিকিটেই ঘুরে দেখুন কলকাতা, মন্ত্রীর জন্মদিনে পরিষেবা শুরু পর্যটন দফতরের

মন্ত্রী আরও জানিয়েছেন, 15 ডিসেম্বর দিনটি বেছে নেওয়ার পিছনে আরও একটি কারণ আছে ৷ কারণ, ওইদিনটিই হল মন্ত্রীর জন্মদিন । তাই এই বিশেষ দিন থেকেই এই পরিষেবা চালু করতে চাইছেন তিনি ।

আরও পড়ুন: কলকাতা ঘুরবেন! 'পিক আপ অ্যান্ড ড্রপ' দেবে পরিবহণ দফতর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.