ETV Bharat / state

Babita Sarkar: সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ববিতা সরকার - বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ববিতা সরকারের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করলেন ববিতা ৷

Babita Sarkar
Babita Sarkar
author img

By

Published : May 18, 2023, 6:27 PM IST

কলকাতা, 18 মে: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন সদ্য চাকরি হারানো ববিতা সরকার । বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আবেদন করা হয়েছে । সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার আবেদন করেন ববিতা । মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর চাকরি বাতিল করে অনামিকা রায় নামে এক প্রার্থীকে সেই চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন ববিতা ।

উল্লেখ্য, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ বেআইনি ভাবে শিক্ষিকার চাকরি পেয়েছেন তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, এমন অভিযোগকে কেন্দ্র করে বছর চারেক আগে তোলপাড় হয়েছিল রাজ্য । সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমস্ত কিছু খতিয়ে দেখার পর অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করে ববিতা সরকার নামে এক প্রার্থীকে যোগ্য হিসাবে বিবেচনা করে চাকরিতে নিযুক্ত করেন । সঙ্গে অঙ্কিতা অধিকারীর প্রায় চার বছরের বেতন 16 লক্ষ টাকার কাছাকাছি ববিতা সরকারকে দিতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ফের মামলা করেন উত্তরবঙ্গের আরেকটি মেয়ে অনামিকা রায় । অনামিকার দাবি ছিল, তিনি ববিতার থেকে 2 নম্বর বেশি পাওয়া সত্ত্বেও তাঁকে না নিয়োগ করে ববিতা সরকারকে নিয়োগ করা হয়েছে । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনামিকার নথিপত্র খতিয়ে দেখে ফের ববিতার থেকে চাকরি অনামিকাকে দেওয়ার নির্দেশ দেন । সঙ্গে সেই প্রায় 16 লক্ষ টাকা অনামিকা রায়কে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

এই নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন ববিতা । তাঁর দাবি, তাঁর কোনও ভুল না থাকার সত্ত্বেও তাঁকে এতদিন ভুক্তভোগী হতে হয়েছে । এতদিন ধরে দীর্ঘ আইনি লড়াই চালিয়েছেন তিনি ৷ তারপর এখন তাঁর চাকরি বাতিল হল । তিনি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ।

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বরখাস্ত ববিতার চাকরি পেয়ে প্রতিক্রিয়া অনামিকার

কলকাতা, 18 মে: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন সদ্য চাকরি হারানো ববিতা সরকার । বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আবেদন করা হয়েছে । সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার আবেদন করেন ববিতা । মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর চাকরি বাতিল করে অনামিকা রায় নামে এক প্রার্থীকে সেই চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন ববিতা ।

উল্লেখ্য, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ বেআইনি ভাবে শিক্ষিকার চাকরি পেয়েছেন তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, এমন অভিযোগকে কেন্দ্র করে বছর চারেক আগে তোলপাড় হয়েছিল রাজ্য । সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমস্ত কিছু খতিয়ে দেখার পর অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করে ববিতা সরকার নামে এক প্রার্থীকে যোগ্য হিসাবে বিবেচনা করে চাকরিতে নিযুক্ত করেন । সঙ্গে অঙ্কিতা অধিকারীর প্রায় চার বছরের বেতন 16 লক্ষ টাকার কাছাকাছি ববিতা সরকারকে দিতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ফের মামলা করেন উত্তরবঙ্গের আরেকটি মেয়ে অনামিকা রায় । অনামিকার দাবি ছিল, তিনি ববিতার থেকে 2 নম্বর বেশি পাওয়া সত্ত্বেও তাঁকে না নিয়োগ করে ববিতা সরকারকে নিয়োগ করা হয়েছে । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনামিকার নথিপত্র খতিয়ে দেখে ফের ববিতার থেকে চাকরি অনামিকাকে দেওয়ার নির্দেশ দেন । সঙ্গে সেই প্রায় 16 লক্ষ টাকা অনামিকা রায়কে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

এই নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন ববিতা । তাঁর দাবি, তাঁর কোনও ভুল না থাকার সত্ত্বেও তাঁকে এতদিন ভুক্তভোগী হতে হয়েছে । এতদিন ধরে দীর্ঘ আইনি লড়াই চালিয়েছেন তিনি ৷ তারপর এখন তাঁর চাকরি বাতিল হল । তিনি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ।

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বরখাস্ত ববিতার চাকরি পেয়ে প্রতিক্রিয়া অনামিকার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.