ETV Bharat / state

ED Claim on Ayan Sil: প্রযোজনা সংস্থা, প্রমোটারি ও চাকরি বিক্রি করে 100 কোটির সম্পত্তি করেছেন অয়ন ! - ED Claim on Ayan Sil

প্রযোজনা সংস্থা, প্রমোটারি ও চাকরি বিক্রি করে এখনও পর্যন্ত 100 কোটি টাকার সম্পত্তি করেছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীল ৷

Ayan Sil ETV Bharat
অয়ন শীল
author img

By

Published : Mar 31, 2023, 3:21 PM IST

কলকাতা, 31 মার্চ: তিনি একদিকে প্রোমোটার । অপরদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া অন্যতম রহস্যময় চরিত্র । তিনি আবার টলিউডের প্রযোজকও বটে । নাম অয়ন শীল । বর্তমানে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে ধৃত। এত সব কর্মকাণ্ডের পর তিনি কত টাকার সম্পত্তি করেছেন তার হিসেব পেল ইডি ৷

শুধু যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে অয়ন শীল যুক্ত তেমনটা নয় । বরং রাজ্যের প্রায় বেশিরভাগ পৌরসভায় নিজের মনোনীত প্রার্থীকে চাকরি পাইয়ে দিয়েছেন অয়ন । অবশ্য তার জন্য নিয়েছেন মোটা অংকের কমিশন বা টাকা । আর এই ভাবেই অয়ন শীল ধীরে ধীরে প্রোমোটার থেকে হয়ে ওঠেন কোটিপতি । বর্তমানে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অন্যতম রহস্যময় অয়ন শীলের সম্পত্তির মোটামুটি হিসেব পেয়েছে ইডি । জানা গিয়েছে অয়ন শীলের এখনও পর্যন্ত সম্পত্তি প্রায় 100 কোটি টাকা ।

আদতে অয়ন শীল হুগলি জেলার বাসিন্দা হলেও বর্তমানে সল্টলেকে একাধিক সম্পত্তি রয়েছে তাঁর । এছাড়াও রয়েছে অভিজাত গাড়ি থেকে শুরু করে বিভিন্ন সংস্থা ৷ এবং টলিউডেও তাঁর বেশ নাম ডাক । আইনের প্রভাব এবং আধিপত্য দেখিয়েই কামারহাটি পৌরসভার ইঞ্জিনিয়ার শ্বেতা চক্রবর্তীর চাকরির কথা জানতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

আরও পড়ুন: অয়নের দাবি মতো টাকা না দেওয়ায় মেলেনি চাকরি, অভিযোগ চুঁচুড়ার যুবতীর

জানা যায়, শ্বেতা চক্রবর্তী মডেলিংয়ে পা রাখেন শুধুমাত্র অয়নের প্রভাবে । এছাড়াও একটি বাংলা ফিল্মেও তাঁকে অভিনয়ের সুযোগ পাইয়ে দিয়েছিলেন অয়ন । সে ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় অয়নের সঙ্গে তাঁর ভূমিকাও ভালো ভাবে খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী আধিকারিকরা । ইডি-র তরফ থেকে শুক্রবার জানানো হয়েছে, এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়নের সম্পত্তি প্রায় 100 কোটি টাকা । ভবিষ্যতে অয়নের আরও সম্পত্তির খোঁজ মিলতে পারে বলে জানাচ্ছেন তদন্তকারীরা ।

সম্প্রতি অয়নের সল্টলেকের ভাড়া করা অফিস এবং বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালান ইডির তদন্তকারীরা । সেখান থেকেই অয়নের ব্যবহার করা মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তদন্তকারীরা জানতে পারেন, অয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তীর কথা । সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অয়নের । সেখান থেকেই একাধিক প্রভাবশালীর সঙ্গে যুক্ত হয়ে কাজ করা এবং ধীরে ধীরে দুর্নীতির পথে পা রাখা তাঁর ।

কলকাতা, 31 মার্চ: তিনি একদিকে প্রোমোটার । অপরদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া অন্যতম রহস্যময় চরিত্র । তিনি আবার টলিউডের প্রযোজকও বটে । নাম অয়ন শীল । বর্তমানে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে ধৃত। এত সব কর্মকাণ্ডের পর তিনি কত টাকার সম্পত্তি করেছেন তার হিসেব পেল ইডি ৷

শুধু যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে অয়ন শীল যুক্ত তেমনটা নয় । বরং রাজ্যের প্রায় বেশিরভাগ পৌরসভায় নিজের মনোনীত প্রার্থীকে চাকরি পাইয়ে দিয়েছেন অয়ন । অবশ্য তার জন্য নিয়েছেন মোটা অংকের কমিশন বা টাকা । আর এই ভাবেই অয়ন শীল ধীরে ধীরে প্রোমোটার থেকে হয়ে ওঠেন কোটিপতি । বর্তমানে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অন্যতম রহস্যময় অয়ন শীলের সম্পত্তির মোটামুটি হিসেব পেয়েছে ইডি । জানা গিয়েছে অয়ন শীলের এখনও পর্যন্ত সম্পত্তি প্রায় 100 কোটি টাকা ।

আদতে অয়ন শীল হুগলি জেলার বাসিন্দা হলেও বর্তমানে সল্টলেকে একাধিক সম্পত্তি রয়েছে তাঁর । এছাড়াও রয়েছে অভিজাত গাড়ি থেকে শুরু করে বিভিন্ন সংস্থা ৷ এবং টলিউডেও তাঁর বেশ নাম ডাক । আইনের প্রভাব এবং আধিপত্য দেখিয়েই কামারহাটি পৌরসভার ইঞ্জিনিয়ার শ্বেতা চক্রবর্তীর চাকরির কথা জানতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

আরও পড়ুন: অয়নের দাবি মতো টাকা না দেওয়ায় মেলেনি চাকরি, অভিযোগ চুঁচুড়ার যুবতীর

জানা যায়, শ্বেতা চক্রবর্তী মডেলিংয়ে পা রাখেন শুধুমাত্র অয়নের প্রভাবে । এছাড়াও একটি বাংলা ফিল্মেও তাঁকে অভিনয়ের সুযোগ পাইয়ে দিয়েছিলেন অয়ন । সে ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় অয়নের সঙ্গে তাঁর ভূমিকাও ভালো ভাবে খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী আধিকারিকরা । ইডি-র তরফ থেকে শুক্রবার জানানো হয়েছে, এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়নের সম্পত্তি প্রায় 100 কোটি টাকা । ভবিষ্যতে অয়নের আরও সম্পত্তির খোঁজ মিলতে পারে বলে জানাচ্ছেন তদন্তকারীরা ।

সম্প্রতি অয়নের সল্টলেকের ভাড়া করা অফিস এবং বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালান ইডির তদন্তকারীরা । সেখান থেকেই অয়নের ব্যবহার করা মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তদন্তকারীরা জানতে পারেন, অয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তীর কথা । সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অয়নের । সেখান থেকেই একাধিক প্রভাবশালীর সঙ্গে যুক্ত হয়ে কাজ করা এবং ধীরে ধীরে দুর্নীতির পথে পা রাখা তাঁর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.