ETV Bharat / state

Recruitment Scam: পৌরসভার চাকরি বিক্রি করে 200 কোটি টাকা তুলেছেন অয়ন, দাবি ইডি'র - ED

অয়ন শীলের কাছ থেকে 200 কোটি টাকার হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ জানা গিয়েছে, সেই টাকার পুরোটাই পৌরসভায় বেআইনি নিয়োগের মাধ্যমে বাজার থেকে তুলেছেন অয়ন শীল ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্তে এ বার পৌরসভার নিয়োগ দুর্নীতিও জুড়ে গিয়েছে ৷

Recruitment Scam ETV BHARAT
Recruitment Scam
author img

By

Published : Apr 22, 2023, 10:07 PM IST

কলকাতা, 22 এপ্রিল: এসএসসি ও প্রাথমিকে নিয়োগ দুর্নীতির প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল সল্টলেকে ব্যবসায়ী অয়ন শীলের বিরুদ্ধে ৷ সেই দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের পৌরসভাগুলির নিয়োগেও দুর্নীতির যোগ পেয়েছিল ইডি ৷ সেই সূত্রে কলকাতা হাইকোর্ট পৌরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ ইডি-কে তদন্তের নির্দেশ দেয় ৷ সেই তদন্তে নেমে এবার 200 কোটি টাকার হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই বিপুল পরিমাণ টাকা অয়ন শীল কেবল মাত্র পৌরসভার চাকরি বিক্রি করে তুলেছে ৷

উল্লেখ্য, হুগলির শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার পর, সেই সূত্রে অয়ন শীলের নাম পায় ইডি ৷ সল্টলেকে অয়নের ফ্ল্যাট কাম অফিসে হানা দিয়ে একাধিক নথি এবং চাকরিপ্রার্থীদের ওএমআর শিট ও তালিকা উদ্ধার করেন ইডির আধিকারিকরা ৷ সেখানেই রাজ্যের বিভিন্ন পৌরসভা, এমনকি কলকাতা পৌরনিগমের চাকরির পরীক্ষা সংক্রান্ত একাধিক নথি বাজেয়াপ্ত করে ইডি ৷ জানা যায়, অয়ন শীল নিজে পৌরসভার নিয়োগ সংক্রান্ত প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষার ব্যবস্থা করতেন ৷ এমনকি টাকা নিয়েও সেখানে নিয়োগের ব্যবস্থা করে দিতেন ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, হদিশ পাওয়া 200 কোটি টাকা বিভিন্ন পৌরসভায় নিয়োগের মাধ্যমে পেয়েছেন, সেকথা অয়ন শীল স্বীকারও করেছেন ৷ উল্লেখ্য, সম্প্রতি অয়ন বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি ৷ সেই জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের শ্বেতা জানিয়েছিলেন, অয়নের সল্টলেকের অফিস কাম ফ্ল্যাটে একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা আসতেন ৷ তবে, কারা সেই প্রভাবশালী ? তাঁদের পরিচয় কি শ্বেতা ইডি আধিকারিকদের জানিয়েছেন ? এ নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: তেহট্টে তাপস সাহা ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে হানা সিবিআইয়ের

ইতিমধ্যেই একাধিক প্রভাবশালীর নাম পেয়েছে ইডি ৷ কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি নাম মুখবন্ধ খামে জমাও করেছেন তদন্তকারীরা ৷ পৌরসভার চাকরি বিক্রির ঘটনায় ইডির গোয়েন্দারা বিভিন্ন জায়গায় নজরদারি শুরু করেছে ৷ যেখানে একাধিক পৌরসভা তদন্তকারীদের আতসকাচের তলায় রয়েছে ৷ অভিযোগ পৌরনিগম এবং পৌরসভাগুলির মজদুর, সুইপার, ক্লার্ক, পিওন পদে অবৈধ নিয়োগ করিয়েছিলেন অয়ন শীল ৷ এছাড়াও অয়নের বিরুদ্ধে অভিযোগ অ্যাম্বুল্যান্স অ্যাটেন্ডেন্ট, অ্যাসিসট্যান্ট মিস্ত্রি, পাম্প অপারেটর, হেল্পার, স্যানিটারি অ্যাসিসট্যান্ট ও গাড়ির চালক পদেও বেআইনি নিয়োগের নজির গড়ে কোটি টাকার মালিক হয়েছেন ৷

কলকাতা, 22 এপ্রিল: এসএসসি ও প্রাথমিকে নিয়োগ দুর্নীতির প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল সল্টলেকে ব্যবসায়ী অয়ন শীলের বিরুদ্ধে ৷ সেই দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের পৌরসভাগুলির নিয়োগেও দুর্নীতির যোগ পেয়েছিল ইডি ৷ সেই সূত্রে কলকাতা হাইকোর্ট পৌরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ ইডি-কে তদন্তের নির্দেশ দেয় ৷ সেই তদন্তে নেমে এবার 200 কোটি টাকার হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই বিপুল পরিমাণ টাকা অয়ন শীল কেবল মাত্র পৌরসভার চাকরি বিক্রি করে তুলেছে ৷

উল্লেখ্য, হুগলির শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার পর, সেই সূত্রে অয়ন শীলের নাম পায় ইডি ৷ সল্টলেকে অয়নের ফ্ল্যাট কাম অফিসে হানা দিয়ে একাধিক নথি এবং চাকরিপ্রার্থীদের ওএমআর শিট ও তালিকা উদ্ধার করেন ইডির আধিকারিকরা ৷ সেখানেই রাজ্যের বিভিন্ন পৌরসভা, এমনকি কলকাতা পৌরনিগমের চাকরির পরীক্ষা সংক্রান্ত একাধিক নথি বাজেয়াপ্ত করে ইডি ৷ জানা যায়, অয়ন শীল নিজে পৌরসভার নিয়োগ সংক্রান্ত প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষার ব্যবস্থা করতেন ৷ এমনকি টাকা নিয়েও সেখানে নিয়োগের ব্যবস্থা করে দিতেন ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, হদিশ পাওয়া 200 কোটি টাকা বিভিন্ন পৌরসভায় নিয়োগের মাধ্যমে পেয়েছেন, সেকথা অয়ন শীল স্বীকারও করেছেন ৷ উল্লেখ্য, সম্প্রতি অয়ন বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি ৷ সেই জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের শ্বেতা জানিয়েছিলেন, অয়নের সল্টলেকের অফিস কাম ফ্ল্যাটে একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা আসতেন ৷ তবে, কারা সেই প্রভাবশালী ? তাঁদের পরিচয় কি শ্বেতা ইডি আধিকারিকদের জানিয়েছেন ? এ নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: তেহট্টে তাপস সাহা ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে হানা সিবিআইয়ের

ইতিমধ্যেই একাধিক প্রভাবশালীর নাম পেয়েছে ইডি ৷ কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি নাম মুখবন্ধ খামে জমাও করেছেন তদন্তকারীরা ৷ পৌরসভার চাকরি বিক্রির ঘটনায় ইডির গোয়েন্দারা বিভিন্ন জায়গায় নজরদারি শুরু করেছে ৷ যেখানে একাধিক পৌরসভা তদন্তকারীদের আতসকাচের তলায় রয়েছে ৷ অভিযোগ পৌরনিগম এবং পৌরসভাগুলির মজদুর, সুইপার, ক্লার্ক, পিওন পদে অবৈধ নিয়োগ করিয়েছিলেন অয়ন শীল ৷ এছাড়াও অয়নের বিরুদ্ধে অভিযোগ অ্যাম্বুল্যান্স অ্যাটেন্ডেন্ট, অ্যাসিসট্যান্ট মিস্ত্রি, পাম্প অপারেটর, হেল্পার, স্যানিটারি অ্যাসিসট্যান্ট ও গাড়ির চালক পদেও বেআইনি নিয়োগের নজির গড়ে কোটি টাকার মালিক হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.