কলকাতা, 24 অক্টোবর: সাপের ছোবল কিংবা জলে ডুবে গেলে নিজেকে রক্ষা করবেন কী করে? কোন উপায়ে সাপের বিষ থেকে সুস্থ হতে পারবেন? সেই সব শিক্ষাই দেওয়া হল এ বছরের দুর্গাপুজোয় । দক্ষিণ কলকাতার তিন উল্লেখযোগ্য পুজো মণ্ডপে পঞ্চমী থেকে নবমী চলল সচেতনতামূলক অনুষ্ঠান । জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই) এবং অ্যাভয়ডেবল ডেথস (এডিএন) এই প্রচারমূলক কর্মসূচি নেয় । কর্মসূচি চলে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘ এবং বালিগঞ্জের ম্যাডক্স স্কোয়ার এবং যোধপুর পার্কে ।
এই কর্মসূচিতে সপ্তমীর দিন উপস্থিত হয়েছিলেন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফার্স্ট মহিলা ডিরেক্টর ডঃ ধৃতি বন্দ্যোপাধ্যায়, এডিএনের প্রতিষ্ঠাতা ডাঃ নিবেদিতা রায় বেনেট এবং এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাঃ বাদল সাহ । এনারা সকলেই জলে ডুবে এবং সাপের ছোবলে মৃত্যু এড়ানোর পরামর্শ দেন । এছাড়াও স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং জার্মানির 10 জন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক ও 10 জন স্থানীয় কলকাতা স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । এই উৎসবে শহর কলকাতায় পা রাখেন বিভিন্ন জেলার মানুষেরা । তাই দুর্গাপুজোকেই আদর্শ সময় বলে বেছে নিয়েছেন অ্যাডিএন ও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া । এই বিষয়ে এডিএনের প্রতিষ্ঠাতা ডাঃ নিবেদিতা রায় বেনেট বলেন,"সাপের ছোবল এবং ডুবে যাওয়া এড়ানো যায় এই বিষয়ে দুর্গাপুজোয় অংশ নিয়ে মানুষকে জানানোর অভিজ্ঞতা দুর্দান্ত ছিল । বহু মানুষ আমাদের এই কাজে সহযোগিতা করেছেন । আমি সবাইকে ধন্যবাদ জানাই ।"
আরও পড়ুন: ভাঙা কাঁচ দিয়ে মণ্ডপসজ্জা শিলিগুড়ি সঙ্ঘশ্রী ক্লাবে
রিজিওনাল কো-অর্ডিনেটর স্নেহেন্দু কোনার বলেন,"আমরা এই কর্মসূচি করে দু'রকমের উৎসাহ দেখেছি । জেলাতে যেহেতু সাপের ছোবল বা জলে ডুবে মৃত্যু বেশি চোখে পড়ে ৷ তাই জেলার মানুষজন আমাদের কর্মসূচি বিশেষভাবে অংশ নিয়েছেন । অনেকক্ষণ তারা আমাদের সঙ্গে কথা বলেন । আবার শহর কলকাতার বেশ কিছু মানুষজন এই প্রজেক্টে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন । জেলার বিভিন্ন জায়গায় এই প্রচারমূলক কাজে তারা এগিয়ে আসবেন বলে আশ্বাস দিয়েছেন ।"