ETV Bharat / state

সপ্তমী ও নবমীর দিন ভিড় এড়িয়ে ট্রামে চেপে ঠাকুর দেখার সুযোগ !

লম্বা লাইনে না দাঁড়িয়ে ঠাকুর দেখুন এবার ট্রাম করে চেপে । ঐতিহ্যবাহি বাতানুকূল ট্রাম ঘুরিয়ে দেখাবে শহরের নামি পুজোগুলি । যাত্রাপথেই থাকছে জলপানের ব্যবস্থাও । উত্তর ও দক্ষিণ কলকাতার নাম করা পুজোগুলি দেখার সুযোগ করে দিচ্ছে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC) ।

puja parikrama in ac tram
puja parikrama in ac tram
author img

By

Published : Oct 11, 2020, 10:44 PM IST

কলকাতা, 11 অক্টোবর : অন্যান্য বছরের মতো এবার রাস্তায় বেরিয়ে ঠাকুর দর্শন করা বেশ চাপের । কিন্তু তাই বলে ঠাকুর দর্শন হবে না ? বিকল্প উপায় নিয়ে এসেছে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC) । এবার সপ্তমী ও নবমীর দিন ঐতিহ্যবাহী বাতানুকূল ট্রামে উত্তর ও দক্ষিণ কলকাতার নামকরা পুজোগুলি পরিক্রমা করার সুযোগ করে দিচ্ছে WBTC ।

কোরোনা আবহে এবার যে বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গা পুজোতেও পরিবর্তনের ছোঁয়া তা বলাই বাহুল্য । বাইরে পুজো অথচ রাস্তায় বেরিয়ে ঠাকুর দর্শন করতে চাইলেও অন্যান্য বছরের মতো এবারটি হচ্ছে না । তাই ভিড়ে গাদাগাদি না করে সমাজিক দূরত্ব বজায় রেখে ঠাকুর দেখতে এবার বেরিয়ে পড়ুন ট্রামে চড়ে । লম্বা লাইনে না দাঁড়িয়ে ঠাকুর দেখুন এবার ট্রামকারে চেপে । ঐতিহ্যবাহি বাতানুকূল ট্রাম ঘুরিয়ে দেখাবে শহরের নামি পুজোগুলি । যাত্রাপথেই থাকছে জলপানের ব্যবস্থাও । উত্তর ও দক্ষিণ কলকাতার নাম করা পুজোগুলি দেখার সুযোগ করে দিচ্ছে WBTC ।

বিশেষ এই পরিষেবা থাকছে সপ্তমী (23 অক্টোবর) ও নবমী (25 অক্টোবর) দিন । সপ্তমী ও নবমীর দিন এসপ্ল্যানেড থেকে বেলা 11 টার সময় ছাড়বে একটি বাতানুকূল ট্রামকার । এসপ্ল্যানেড থেকে সুবোধ মল্লিক স্কয়ার- বউবাজার- কলেজস্ট্রিট- হেদুয়া- হাতিবাগান হয়ে শ্যামবাজার ডিপোতে পৌছবে ট্রামটি । একই পথে শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড পৌঁছবে । এসপ্ল্যানেড থেকে গড়িয়াহাট যাওয়ার পথে হাজরা-রাসবিহারী হয়ে গড়িয়াহাট পৌঁছাবে । একই পথে এসপ্ল্যানেড পৌছবে ট্রামটি । পথে যে দর্শনীয় পুজোগুলি পড়বে সেগুলি হল কাশি বোস লেন, হাতিবাগান সার্বজনীন, নলিনী সরকার স্ট্রিট, সিংহী পার্ক ও একডালিয়া এভারগ্রিন ।

পাঁচ বছরের বেশি হলে জনপ্রতি ভাড়া 500 টাকা । এছাড়াও রয়েছে বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবস্থা । গোটা যাত্রাপথে বাজানো হবে ঢাকের সুর । এছাড়াও শহরের বিভিন্ন পুজো ও রাস্তা চিনিয়ে দিতে ট্রামেই থাকছেন রকজন টুরগাইড । ট্রামে চড়তে হলে মাস্ক পড়া বাধ্যতামূলক ।

কলকাতা, 11 অক্টোবর : অন্যান্য বছরের মতো এবার রাস্তায় বেরিয়ে ঠাকুর দর্শন করা বেশ চাপের । কিন্তু তাই বলে ঠাকুর দর্শন হবে না ? বিকল্প উপায় নিয়ে এসেছে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC) । এবার সপ্তমী ও নবমীর দিন ঐতিহ্যবাহী বাতানুকূল ট্রামে উত্তর ও দক্ষিণ কলকাতার নামকরা পুজোগুলি পরিক্রমা করার সুযোগ করে দিচ্ছে WBTC ।

কোরোনা আবহে এবার যে বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গা পুজোতেও পরিবর্তনের ছোঁয়া তা বলাই বাহুল্য । বাইরে পুজো অথচ রাস্তায় বেরিয়ে ঠাকুর দর্শন করতে চাইলেও অন্যান্য বছরের মতো এবারটি হচ্ছে না । তাই ভিড়ে গাদাগাদি না করে সমাজিক দূরত্ব বজায় রেখে ঠাকুর দেখতে এবার বেরিয়ে পড়ুন ট্রামে চড়ে । লম্বা লাইনে না দাঁড়িয়ে ঠাকুর দেখুন এবার ট্রামকারে চেপে । ঐতিহ্যবাহি বাতানুকূল ট্রাম ঘুরিয়ে দেখাবে শহরের নামি পুজোগুলি । যাত্রাপথেই থাকছে জলপানের ব্যবস্থাও । উত্তর ও দক্ষিণ কলকাতার নাম করা পুজোগুলি দেখার সুযোগ করে দিচ্ছে WBTC ।

বিশেষ এই পরিষেবা থাকছে সপ্তমী (23 অক্টোবর) ও নবমী (25 অক্টোবর) দিন । সপ্তমী ও নবমীর দিন এসপ্ল্যানেড থেকে বেলা 11 টার সময় ছাড়বে একটি বাতানুকূল ট্রামকার । এসপ্ল্যানেড থেকে সুবোধ মল্লিক স্কয়ার- বউবাজার- কলেজস্ট্রিট- হেদুয়া- হাতিবাগান হয়ে শ্যামবাজার ডিপোতে পৌছবে ট্রামটি । একই পথে শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড পৌঁছবে । এসপ্ল্যানেড থেকে গড়িয়াহাট যাওয়ার পথে হাজরা-রাসবিহারী হয়ে গড়িয়াহাট পৌঁছাবে । একই পথে এসপ্ল্যানেড পৌছবে ট্রামটি । পথে যে দর্শনীয় পুজোগুলি পড়বে সেগুলি হল কাশি বোস লেন, হাতিবাগান সার্বজনীন, নলিনী সরকার স্ট্রিট, সিংহী পার্ক ও একডালিয়া এভারগ্রিন ।

পাঁচ বছরের বেশি হলে জনপ্রতি ভাড়া 500 টাকা । এছাড়াও রয়েছে বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবস্থা । গোটা যাত্রাপথে বাজানো হবে ঢাকের সুর । এছাড়াও শহরের বিভিন্ন পুজো ও রাস্তা চিনিয়ে দিতে ট্রামেই থাকছেন রকজন টুরগাইড । ট্রামে চড়তে হলে মাস্ক পড়া বাধ্যতামূলক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.