ETV Bharat / state

Joka Taratala Metro: জোকা-তারাতলা মেট্রো চালুতে খুশি বেহালাবাসী, আয় কমার আশংকায় অটো চালকরা - metro in behala

ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে ৷ সোমবার থেকে শুরু হবে জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা (Joka Taratala metro service) ৷ মেট্রো চালু হওয়ায় আয় কমার আশংকা এলাকার অটো চালকদের ৷

ETV Bharat
জোকা তারাতলা মেট্রো পরিষেবা
author img

By

Published : Dec 31, 2022, 10:48 PM IST

জোকা-তারাতলা মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে 2 জানুয়ারি থেকে, আয় কমার আশঙ্কা অটো চালকদের

কলকাতা, 31 ডিসেম্বর: শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সূচনা করেছেন বহু প্রতিক্ষিত জোকা-বিবাদী বাগ মেট্রো (Joka BBD Bag Metro) প্রকল্পের জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা এখন শুরু হয়েছে (Joka Taratala metro)৷ এতে খুশি বেহালাবাসী । 2 জানুয়ারি থেকে যাত্রী সাধারণের জন্য শুরু হবে এই রুটে মেট্রো চলাচল ৷ যাতায়াতের এই নয়া মাধ্যম চালু হওয়ায় খুশি ঠাকুরপুকুর, বেহালা, তারাতলা প্রভৃতি এলাকার বাসিন্দারা ৷ তবে এরই বিপরীত চিত্র ধরা পড়েছে এই রুটের অটো চালকদের মধ্যে ৷

মেট্রোর সূচনাকে স্বাগত জানালেও আয় কমার আশংকায় ভুগছেন অটো চালকরা (Behala auto drivers) ৷ জোকা থেকে তারাতলা পর্যন্ত বিভিন্ন রুটে প্রায় 600 থেকে 700 অটো চলে ৷ চালকদের আশংকা মেট্রোর ফলে যাত্রীর সংখ্যা কমবে অটোয় ৷ ফলে কমবে তাঁদের আয়ও ৷ এই প্রসঙ্গে অরুণ জানা নামে এক অটো চালক বলেন, "সোমবার থেকে স্বাভাবিকভাবে মেট্রো পরিষেবা শুরু হলে আমাদের কী হবে ? সেটাই চিন্তার ।" সন্ধ্যার পরে অটো না-পাওয়ার অভিযোগ মেনে নিয়েও তিনি বলেন, "কেউ কেউ সন্ধ্যার পর নিয়ে যেতে চায় না । এটা ঠিক, তেমনিই কেউ কেউ ভাড়াও বেশি নেয় । দু, একজনের কাজের জন্য সকলের দোষ হয় ।"

আরও পড়ুন: জোকা-তারাতলা রুটে মেট্রোর চাকা গড়াল, ন্যূনতম ভাড়া 5 টাকা

তবে দীর্ঘ প্রায় এক দশক অপেক্ষার পর জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হওয়ায় খুশি এলাকাবাসী ৷ তাঁদের বক্তব্য, প্রায়দিনই সন্ধ্যার পর এখানে অটো পেতে সমস্যা হয় ৷ যদি যাত্রা ভেঙে ভেঙে একাধিক অটো করে গন্তব্যে পৌঁছতে হয় তাহলে ভাড়া ও সময় লাগে আরও বেশি ৷ তার উপর রয়েছে অটো চালকদের মন-মরজি ৷ তাই মেট্রো শুরু হলে তাঁদের ভোগান্তি, খরচ ও সময় অপচয় সবই কমবে বলে মনে করছেন এলাকাবাসী ৷

উল্লেখ্য, 2 জানুয়ারি থেকে জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা চালু হচ্ছে । এই রুটে আপাতত 12 বার মেট্রো চলবে ৷ আপ লাইনে 6 বার ও ডাউনে 6 বার ৷ এক ঘণ্টা অন্তর অন্তর মিলবে পরিষেবা ৷ সকাল দশটায় জোকা থেকে তারাতলার উদ্দেশ্যে রওনা দেবে প্রথম মেট্রো । পৌঁছবে সাড়ে দশটায় । একইভাবে সকাল সাড়ে দশটায় তারাতলা থেকে জোকার উদ্দেশ্যে রওনা দেবে প্রথম মেট্রো । এই ভাবে এক ঘণ্টা অন্তর অন্তর চলবে মেট্রো দুই প্রান্ত থেকে ৷ জোকার দিক থেকে শেষ মেট্রো ছাড়বে বিকেল 5টায়, তারাতলার দিক থেকে ছাড়বে বিকেল সাড়ে 5টায় ৷

জোকা-তারাতলা মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে 2 জানুয়ারি থেকে, আয় কমার আশঙ্কা অটো চালকদের

কলকাতা, 31 ডিসেম্বর: শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সূচনা করেছেন বহু প্রতিক্ষিত জোকা-বিবাদী বাগ মেট্রো (Joka BBD Bag Metro) প্রকল্পের জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা এখন শুরু হয়েছে (Joka Taratala metro)৷ এতে খুশি বেহালাবাসী । 2 জানুয়ারি থেকে যাত্রী সাধারণের জন্য শুরু হবে এই রুটে মেট্রো চলাচল ৷ যাতায়াতের এই নয়া মাধ্যম চালু হওয়ায় খুশি ঠাকুরপুকুর, বেহালা, তারাতলা প্রভৃতি এলাকার বাসিন্দারা ৷ তবে এরই বিপরীত চিত্র ধরা পড়েছে এই রুটের অটো চালকদের মধ্যে ৷

মেট্রোর সূচনাকে স্বাগত জানালেও আয় কমার আশংকায় ভুগছেন অটো চালকরা (Behala auto drivers) ৷ জোকা থেকে তারাতলা পর্যন্ত বিভিন্ন রুটে প্রায় 600 থেকে 700 অটো চলে ৷ চালকদের আশংকা মেট্রোর ফলে যাত্রীর সংখ্যা কমবে অটোয় ৷ ফলে কমবে তাঁদের আয়ও ৷ এই প্রসঙ্গে অরুণ জানা নামে এক অটো চালক বলেন, "সোমবার থেকে স্বাভাবিকভাবে মেট্রো পরিষেবা শুরু হলে আমাদের কী হবে ? সেটাই চিন্তার ।" সন্ধ্যার পরে অটো না-পাওয়ার অভিযোগ মেনে নিয়েও তিনি বলেন, "কেউ কেউ সন্ধ্যার পর নিয়ে যেতে চায় না । এটা ঠিক, তেমনিই কেউ কেউ ভাড়াও বেশি নেয় । দু, একজনের কাজের জন্য সকলের দোষ হয় ।"

আরও পড়ুন: জোকা-তারাতলা রুটে মেট্রোর চাকা গড়াল, ন্যূনতম ভাড়া 5 টাকা

তবে দীর্ঘ প্রায় এক দশক অপেক্ষার পর জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হওয়ায় খুশি এলাকাবাসী ৷ তাঁদের বক্তব্য, প্রায়দিনই সন্ধ্যার পর এখানে অটো পেতে সমস্যা হয় ৷ যদি যাত্রা ভেঙে ভেঙে একাধিক অটো করে গন্তব্যে পৌঁছতে হয় তাহলে ভাড়া ও সময় লাগে আরও বেশি ৷ তার উপর রয়েছে অটো চালকদের মন-মরজি ৷ তাই মেট্রো শুরু হলে তাঁদের ভোগান্তি, খরচ ও সময় অপচয় সবই কমবে বলে মনে করছেন এলাকাবাসী ৷

উল্লেখ্য, 2 জানুয়ারি থেকে জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা চালু হচ্ছে । এই রুটে আপাতত 12 বার মেট্রো চলবে ৷ আপ লাইনে 6 বার ও ডাউনে 6 বার ৷ এক ঘণ্টা অন্তর অন্তর মিলবে পরিষেবা ৷ সকাল দশটায় জোকা থেকে তারাতলার উদ্দেশ্যে রওনা দেবে প্রথম মেট্রো । পৌঁছবে সাড়ে দশটায় । একইভাবে সকাল সাড়ে দশটায় তারাতলা থেকে জোকার উদ্দেশ্যে রওনা দেবে প্রথম মেট্রো । এই ভাবে এক ঘণ্টা অন্তর অন্তর চলবে মেট্রো দুই প্রান্ত থেকে ৷ জোকার দিক থেকে শেষ মেট্রো ছাড়বে বিকেল 5টায়, তারাতলার দিক থেকে ছাড়বে বিকেল সাড়ে 5টায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.