কলকাতা, 27 ফেব্রুয়ারি : কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলা থেকে এবার বঞ্চিত থাকতে হয়েছে তিলোত্তমাকে । কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটাতে নিউটাউনে চলছে বইমেলা । নিউটাউনের বইমেলায় আজ এক বইপ্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শ্রীজয় মিত্র ।
শ্রীজয় মিত্রর লেখা 'জেম অফ ফিলথ' বইটি আজ নিউটাউন বইমেলার লিটেরোমা প্রকাশনার স্টলে প্রকাশ হল । বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েকফরেস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনন্দ মিত্র ।
সাহিত্যিক শ্রীজয় মিত্রর বয়স এখন 27 বছর । তিনি যখন তৃতীয় বর্ষের ছাত্র, তখনই ঠিক করে নিয়েছিলেন লস অ্যাঞ্জেলেস যাবেন তাঁর মিউজ়িকের স্বপ্নপূরণ করতে । সেই মতো স্পিরিচুয়াল জীবনের সন্ধানে বেরিয়ে পড়েছিলেন কমিউনিকেশনের ছাত্রটি ।
আরও পড়ুন : একুশে ফেব্রুয়ারির বইমেলা
2018 সাল থেকে 2020 সালের মার্চ পর্যন্ত, দু'বছর তিনি গাড়িতেই কাটান । সেই জীবনের অভিজ্ঞতার প্রথম উপন্যাস 'গোল্ডেন উইংস' আগেই প্রকাশিত হয়েছিল । এবার তার দ্বিতীয় পর্ব 'জেম অফ ফিলথ' প্রকাশিত হল