ETV Bharat / state

Bowbazar Metro Disaster : দুর্গাপিতুরি লেনে 2টি বাড়ি ভাঙার উদ্য়ােগ - Attempt to demolish two houses

দুর্গাপিতুরি লেনের দুটি পুরনো বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে কেএমআরসিএল (Attempt to demolish two houses) । প্রথমে ওই দুটি বাড়ি আংশিক ভেঙে ফেলার কাজ শুরু হবে ৷ দুর্গাপিতুরি লেনের 15 নম্বর এবং 16/1 নম্বর বাড়ি দুটি ভাঙার কথা ৷

Bowbazar Metro Disaster news
দুর্গাপিতুরি লেনের দুটি পুরনো বাড়ি ভাঙার উদ্য়োগ
author img

By

Published : May 16, 2022, 5:55 PM IST

বউবাজার, 16 মে : বউবাজার অঞ্চলের দুর্গাপিতুরি লেনের দুটি পুরনো বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) ৷ প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে ওই দুটি বাড়ি আংশিক ভেঙে ফেলার কাজ শুরু হবে (Attempt to demolish two houses) । এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে যে গোটা বাড়ি ভাঙতে হবে কি না । দুর্গাপিতুরি লেনের 15 নম্বর এবং 16/1 নম্বর বাড়ি দুটি ভাঙার কথা ৷

সোমবার এই বাড়ি দুটি ভাঙার কাজ শুরু হওয়ার কথা থাকলেও কিছু জটিলতা দেখা দিয়েছে 15 নং বাড়িটির ক্ষেত্রে ৷ এ বিষয়ে কেএমআরসিএল-এর জেনারেল ম্য়ানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) এ কে নন্দী জানান, 16/1 নম্বর বাড়িটি থেকে মালপত্র সরানোর কাজ শুরু হয়েছে ৷ সোমবার বিকেল নাগাদ ওই বাড়ি আংশিক ভাঙার কাজ শুরু হবে ৷ কিন্তু, 15 নম্বর বাড়িটির ক্ষেত্রে মালিকের সম্মতি এখনও মেলেনি ৷ ফলে ওই বাড়িটি ভাঙার কাজ কবে শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না ৷ তবে, সেখান থেকেও মালপত্র সরানোর কাজ শুরু হয়েছে ৷

বাড়ি ভাঙার কাজ শুরু হওয়ার আগে পুরো বিষয়টি নিয়ে পৌরনিগমের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হয়েছে । পৌরনিগমের সঙ্গে সমন্বয় রেখেই বাড়ি ভাঙার কাজ করা হচ্ছে । অন্যদিকে, আজ কেএমআরসিএল ও আইটিডি সিমেনটেশনের ইঞ্জিনিয়াররা পাশের শ্যাকরা পাড়া লেনের বাড়িগুলি পরিদর্শন ও পরীক্ষা করে দেখেছেন । ওই লেনের বিপজ্জনক বাড়িও চিহ্নিত করা হবে ।

কাজের অগ্রগতি নিয়ে পৌরনিগমের পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দলের সঙ্গে আলোচনা করা হচ্ছে । অন্যদিকে কেএমআরসিএল-এর পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে তাদের তরফে যে বিশেষজ্ঞ দল তৈরি করা হবে সেই দলে বাকি বিশেষজ্ঞদের পাশাপাশি থাকবে আইআইটি রুরকীর (IIT Roorkee's) সিভিল ও স্ট্রাকচারাল বিভাগের বিশেষজ্ঞরা ।

আরও পড়ুন : Bowbazar Metro Disaster : বউবাজার বিপর্যয় নিয়ে কেএমআরসিএল ও পৌরনিগমের মধ্যে উচ্চপর্যায় বৈঠক

দুর্গাপিতুরি লেনের ক্ষতিগ্রস্ত ও সবচেয়ে কমজুড়ি বাড়িগুলিকে চিহ্নিত করা হয়েছে । যদিও পৌরনিগমের পক্ষ থেকে আগেই এই বাড়িগুলি বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল । বাড়ির বাইরে সেই মত পৌরনিগমের নোটিশও ঝোলানো রয়েছে । তাই আপাতত ওই লেনের 15 নম্বর এবং 16/1 নম্বর বাড়িগুলি সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থায় রয়েছে । তাই প্রথমে ওই দুটি পুরনো বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে । শুধু এই বাড়িগুলিই নয়, যেহেতু এই অঞ্চল বহু পুরনো তাই এখানে একাধিক পুরনো বাড়ি রয়েছে যেগুলির অবস্থা বেশ আশঙ্কাজনক ।

প্রসঙ্গত, ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গের কাজের জন্য বউবাজারের দুর্গাপিতুরি লেনের একাধিক বাড়িতে প্রথমে চিড় ও তারপর ফাটল দেখা দেয় । এরপরেই উদ্বেগ ও ভীতি ছড়িয়ে পড়ে ওখানকার মানুষের মধ্যে । এর আগেই ঠিক 2 বছর 9 মাস আগে মেট্রোর সুড়ঙ্গ খননের কাজের সময় ধসে যায় ওই এলাকার একাধিক বাড়ি । রাতারাতি ঘর ছাড়া হতে হবে বহু মানুষকে ।

বউবাজার, 16 মে : বউবাজার অঞ্চলের দুর্গাপিতুরি লেনের দুটি পুরনো বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) ৷ প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে ওই দুটি বাড়ি আংশিক ভেঙে ফেলার কাজ শুরু হবে (Attempt to demolish two houses) । এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে যে গোটা বাড়ি ভাঙতে হবে কি না । দুর্গাপিতুরি লেনের 15 নম্বর এবং 16/1 নম্বর বাড়ি দুটি ভাঙার কথা ৷

সোমবার এই বাড়ি দুটি ভাঙার কাজ শুরু হওয়ার কথা থাকলেও কিছু জটিলতা দেখা দিয়েছে 15 নং বাড়িটির ক্ষেত্রে ৷ এ বিষয়ে কেএমআরসিএল-এর জেনারেল ম্য়ানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) এ কে নন্দী জানান, 16/1 নম্বর বাড়িটি থেকে মালপত্র সরানোর কাজ শুরু হয়েছে ৷ সোমবার বিকেল নাগাদ ওই বাড়ি আংশিক ভাঙার কাজ শুরু হবে ৷ কিন্তু, 15 নম্বর বাড়িটির ক্ষেত্রে মালিকের সম্মতি এখনও মেলেনি ৷ ফলে ওই বাড়িটি ভাঙার কাজ কবে শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না ৷ তবে, সেখান থেকেও মালপত্র সরানোর কাজ শুরু হয়েছে ৷

বাড়ি ভাঙার কাজ শুরু হওয়ার আগে পুরো বিষয়টি নিয়ে পৌরনিগমের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হয়েছে । পৌরনিগমের সঙ্গে সমন্বয় রেখেই বাড়ি ভাঙার কাজ করা হচ্ছে । অন্যদিকে, আজ কেএমআরসিএল ও আইটিডি সিমেনটেশনের ইঞ্জিনিয়াররা পাশের শ্যাকরা পাড়া লেনের বাড়িগুলি পরিদর্শন ও পরীক্ষা করে দেখেছেন । ওই লেনের বিপজ্জনক বাড়িও চিহ্নিত করা হবে ।

কাজের অগ্রগতি নিয়ে পৌরনিগমের পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দলের সঙ্গে আলোচনা করা হচ্ছে । অন্যদিকে কেএমআরসিএল-এর পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে তাদের তরফে যে বিশেষজ্ঞ দল তৈরি করা হবে সেই দলে বাকি বিশেষজ্ঞদের পাশাপাশি থাকবে আইআইটি রুরকীর (IIT Roorkee's) সিভিল ও স্ট্রাকচারাল বিভাগের বিশেষজ্ঞরা ।

আরও পড়ুন : Bowbazar Metro Disaster : বউবাজার বিপর্যয় নিয়ে কেএমআরসিএল ও পৌরনিগমের মধ্যে উচ্চপর্যায় বৈঠক

দুর্গাপিতুরি লেনের ক্ষতিগ্রস্ত ও সবচেয়ে কমজুড়ি বাড়িগুলিকে চিহ্নিত করা হয়েছে । যদিও পৌরনিগমের পক্ষ থেকে আগেই এই বাড়িগুলি বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল । বাড়ির বাইরে সেই মত পৌরনিগমের নোটিশও ঝোলানো রয়েছে । তাই আপাতত ওই লেনের 15 নম্বর এবং 16/1 নম্বর বাড়িগুলি সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থায় রয়েছে । তাই প্রথমে ওই দুটি পুরনো বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে । শুধু এই বাড়িগুলিই নয়, যেহেতু এই অঞ্চল বহু পুরনো তাই এখানে একাধিক পুরনো বাড়ি রয়েছে যেগুলির অবস্থা বেশ আশঙ্কাজনক ।

প্রসঙ্গত, ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গের কাজের জন্য বউবাজারের দুর্গাপিতুরি লেনের একাধিক বাড়িতে প্রথমে চিড় ও তারপর ফাটল দেখা দেয় । এরপরেই উদ্বেগ ও ভীতি ছড়িয়ে পড়ে ওখানকার মানুষের মধ্যে । এর আগেই ঠিক 2 বছর 9 মাস আগে মেট্রোর সুড়ঙ্গ খননের কাজের সময় ধসে যায় ওই এলাকার একাধিক বাড়ি । রাতারাতি ঘর ছাড়া হতে হবে বহু মানুষকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.