ETV Bharat / state

দেশে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে, গাজ়িয়াবাদে সাংবাদিক খুনের ঘটনায় টুইট মমতার - গাজ়িয়াবাদে সাংবাদিককে গুলি

আজ গাজ়িয়াবাদে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাংবাদিক বিক্রম জোশির । তারপরই টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

mamata
mamata
author img

By

Published : Jul 22, 2020, 10:33 AM IST

কলকাতা, 22জুলাই : দেশে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে । সাংবাদমাধ্যমকেও ছাড়া হচ্ছে না । গাজ়িয়াবাদে সাংবাদিক খুনের ঘটনায় টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

সোমবার রাতে গাজ়িয়াবাদে সাংবাদিক বিক্রম জোশির উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । আজ সকালে চিকিৎসা চলাকালীন হাসপাতালে তাঁর মৃত্যু হয় । এরপরই টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় । লেখেন, "নির্ভীক সাংবাদিক বিক্রম জোশি আজ প্রয়াত হয়েছেন । তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই । ভাইঝিকে যারা হেনস্থা করেছিল তাদের বিরুদ্ধে FIR দায়ের করায় উত্তরপ্রদেশে তাঁকে গুলি করা হয় । দেশে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে । কণ্ঠরোধ করা হচ্ছে । সংবাদমাধ্যমকেও ছাড়া হচ্ছে না । ভয়াবহ ! "

  • My heartfelt condolences to the family of Vikram Joshi, a fearless journalist who passed away today. He was shot in UP for filing an FIR to book his niece’s molesters. An atmosphere of fear has has been created in the country. Voices being muzzled. Media not spared. Shocking.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে সোমবার রাতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা করেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিও । আর আজ কারও নাম না করে দেশে ভয়ের পরিবেশ তৈরি কর হচ্ছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

সোমবার রাতে গাজ়িয়াবাদে সাংবাদিক বিক্রম জোশির উপর হামলা চালায় দুষ্কৃতীরা । তাঁকে মারধর করা হয় । পরে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ।

চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু হয় সাংবাদিকের । যদিও তাঁর উপর হামলার কারণ এখনও স্পষ্ট নয় । তবে পুলিশের প্রাথমিক অনুমান, ভাইঝিকে যারা হেনস্থা করেছিল তাদের বিরুদ্ধে FIR করাতেই তাঁর উপর হামলা চালানো হয়েছে । ন'জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

কলকাতা, 22জুলাই : দেশে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে । সাংবাদমাধ্যমকেও ছাড়া হচ্ছে না । গাজ়িয়াবাদে সাংবাদিক খুনের ঘটনায় টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

সোমবার রাতে গাজ়িয়াবাদে সাংবাদিক বিক্রম জোশির উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । আজ সকালে চিকিৎসা চলাকালীন হাসপাতালে তাঁর মৃত্যু হয় । এরপরই টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় । লেখেন, "নির্ভীক সাংবাদিক বিক্রম জোশি আজ প্রয়াত হয়েছেন । তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই । ভাইঝিকে যারা হেনস্থা করেছিল তাদের বিরুদ্ধে FIR দায়ের করায় উত্তরপ্রদেশে তাঁকে গুলি করা হয় । দেশে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে । কণ্ঠরোধ করা হচ্ছে । সংবাদমাধ্যমকেও ছাড়া হচ্ছে না । ভয়াবহ ! "

  • My heartfelt condolences to the family of Vikram Joshi, a fearless journalist who passed away today. He was shot in UP for filing an FIR to book his niece’s molesters. An atmosphere of fear has has been created in the country. Voices being muzzled. Media not spared. Shocking.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে সোমবার রাতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা করেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিও । আর আজ কারও নাম না করে দেশে ভয়ের পরিবেশ তৈরি কর হচ্ছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

সোমবার রাতে গাজ়িয়াবাদে সাংবাদিক বিক্রম জোশির উপর হামলা চালায় দুষ্কৃতীরা । তাঁকে মারধর করা হয় । পরে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ।

চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু হয় সাংবাদিকের । যদিও তাঁর উপর হামলার কারণ এখনও স্পষ্ট নয় । তবে পুলিশের প্রাথমিক অনুমান, ভাইঝিকে যারা হেনস্থা করেছিল তাদের বিরুদ্ধে FIR করাতেই তাঁর উপর হামলা চালানো হয়েছে । ন'জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.