ETV Bharat / state

ATM কেলেঙ্কারি নিয়ে বিধানসভার অধিবেশনে গভীর উদ্বেগ শাসক ও বিরোধীদের - সুজন চক্রবর্তী এটিএম কেলেঙ্কারির প্রসঙ্গ তোলেন

যাদবপুরের একাধিক ব্যাঙ্ক গ্রাহকের অ্য়াকাউন্ট থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে । প্রায় ২৫ জনের অভিযোগ জমা পড়েছে যাদবপুর থানায় । নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ । যদিও কীভাবে এই ঘটনা ঘটছে তা নিয়ে পুলিশের ধোঁয়াশা কাটেনি । তাদের সন্দেহ ATM স্কিমিংয়ের মাধ্যমে গ্রাহকদের তথ্য চুরি করা হয়েছিল ।

Firhad Hakim
ফিরহাদ হাকিম
author img

By

Published : Dec 4, 2019, 3:25 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর: যাদবপুরে ATM জালিয়াতি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে । এখনও এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি । বিষয়টি নিয়ে বিধানসভার অধিবেশন কক্ষে উদ্বেগ প্রকাশ করেছে শাসক ও বিরোধীরা । বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন । এ প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, "আধার লিঙ্কের কারণে এরকম জালিয়াতির ঘটনা ঘটছে। লিংকের ফলে সব পাবলিক হয়ে যাচ্ছে।"

যাদবপুরের একাধিক ব্যাঙ্ক গ্রাহকের অ্য়াকাউন্ট থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে । প্রায় ২৫ জনের অভিযোগ জমা পড়েছে যাদবপুর থানায় । নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ । যদিও কীভাবে এই ঘটনা ঘটছে তা নিয়ে পুলিশের ধোঁয়াশা কাটেনি । তাদের সন্দেহ ATM স্কিমিংয়ের মাধ্যমে গ্রাহকদের তথ্য চুরি করা হয়েছিল ।

ফিরহাদ হাকিম

গতকাল বিধানসভা অধিবেশনে বিষয়টি নিয়ে সরব হয়েছে শাসক এবং বিরোধী পক্ষ । ফিরহাদ বলেন, " স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিচ্ছেন কখনও NRC, কখনও সিটিজ়েনশিপ বিল নিয়ে । অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর বেসিক কাজ ভারতবর্ষের মানুষের আর্থিক নিরাপত্তা যাতে রক্ষা পায় সে বিষয়টি দেখা । কিন্তু এজেন্সিকে সেই কাজে না লাগিয়ে বিরোধীদের শেষ করার কাজে লাগাচ্ছেন । আধার লিঙ্ক করে এমন করে দিয়েছেন যে, ব্যাংকে টাকা রাখা নিরাপদ নয় । "

কলকাতা, 4 ডিসেম্বর: যাদবপুরে ATM জালিয়াতি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে । এখনও এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি । বিষয়টি নিয়ে বিধানসভার অধিবেশন কক্ষে উদ্বেগ প্রকাশ করেছে শাসক ও বিরোধীরা । বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন । এ প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, "আধার লিঙ্কের কারণে এরকম জালিয়াতির ঘটনা ঘটছে। লিংকের ফলে সব পাবলিক হয়ে যাচ্ছে।"

যাদবপুরের একাধিক ব্যাঙ্ক গ্রাহকের অ্য়াকাউন্ট থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে । প্রায় ২৫ জনের অভিযোগ জমা পড়েছে যাদবপুর থানায় । নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ । যদিও কীভাবে এই ঘটনা ঘটছে তা নিয়ে পুলিশের ধোঁয়াশা কাটেনি । তাদের সন্দেহ ATM স্কিমিংয়ের মাধ্যমে গ্রাহকদের তথ্য চুরি করা হয়েছিল ।

ফিরহাদ হাকিম

গতকাল বিধানসভা অধিবেশনে বিষয়টি নিয়ে সরব হয়েছে শাসক এবং বিরোধী পক্ষ । ফিরহাদ বলেন, " স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিচ্ছেন কখনও NRC, কখনও সিটিজ়েনশিপ বিল নিয়ে । অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর বেসিক কাজ ভারতবর্ষের মানুষের আর্থিক নিরাপত্তা যাতে রক্ষা পায় সে বিষয়টি দেখা । কিন্তু এজেন্সিকে সেই কাজে না লাগিয়ে বিরোধীদের শেষ করার কাজে লাগাচ্ছেন । আধার লিঙ্ক করে এমন করে দিয়েছেন যে, ব্যাংকে টাকা রাখা নিরাপদ নয় । "

Intro:কলকাতা, ৩ ডিসেম্বর: যাদবপুরের এটিএম জালিয়াতি নিয়ে বিধানসভার অধিবেশন কক্ষে গভীর উদ্বেগ প্রকাশ করল শাসক ও বিরোধীরা। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বিধানসভায় এটিএম কেলেঙ্কারির প্রসঙ্গ উত্থাপন করেন। এ প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, "আধার লিঙ্কের কারণে এরকম জালিয়াতির ঘটনা ঘটছে। লিংকের ফলে সব পাবলিকলি হয়ে যাচ্ছে।"


Body:যাদবপুরের একের পর এক গ্রাহকের এটিএম থেকে তুলে নেওয়া হয়েছে হাজার হাজার টাকা। প্রায় ২৫ জনের অভিযোগ জমা পড়েছে যাদবপুর থানায়। ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। একের পর এক এভাবে অভিযোগ আসতে থাকায় নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। যদিও কীভাবে এই ঘটনা ঘটছে তা নিয়ে পুলিশের মধ্যেও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে । আজ বিধানসভা অধিবেশনে এটিএম কেলেঙ্কারি নিয়ে একযোগে সরব হলো শাসক এবং বিরোধী পক্ষ। বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী এটিএম কেলেঙ্কারির প্রসঙ্গ তোলেন। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম দোষ চাপান নরেন্দ্র মোদির আধার লিংক নীতির ওপরে । এ প্রসঙ্গে তিনি বলেন, "প্রথম থেকে এই লিঙ্কের বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লিঙ্ক করে ভারতবর্ষের মানুষের অর্থনীতি, সম্পত্তি ও গোপনীয়তা সবই পাবলিকলি হয়ে যাচ্ছে। কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর হুঙ্কার দিচ্ছেন কখনও এনআরসি, কখনও সিটিজেনশিপ বিল নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রীর বেসিক কাজ ভারতবর্ষের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা যাতে থাকে সে বিষয়টি দেখা। কিন্তু এজেন্সি দেশেই কাজে না লাগিয়ে বিরোধীদের শেষ করার কাজে লাগাচ্ছেন। আধার লিঙ্ক করে এমন করে দিয়েছেন যে ব্যাংকে টাকা রাখা নিরাপদ নয়। নিশ্চিতভাবে অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এড়াতে পারে না।"

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.