ETV Bharat / state

ISL 2022-23: ফিরছেন ব্রেন্ডন হামিল, ওড়িশা ম্যাচের আগে স্বস্তি মোহনবাগানে - এটিকে মোহনবাগান

একের পর এক চোট সমস্যা সামলেও জয়ের সরণিতেই রয়েছে মোহনবাগান । ওড়িশা এফসির মতো প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে সেটাই স্বস্তির জায়গা মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর জন্য (ATK Mohun Bagan eyes to win against Odisha FC) ।

ISL 2022-2023
ETV Bharat
author img

By

Published : Dec 15, 2022, 11:40 AM IST

Updated : Dec 15, 2022, 2:32 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: ওড়িশা ম্যাচে ফিরছেন ব্রেন্ডন হ্যামিল ৷ ডিফেন্স সমস্যা দূর হবে ধরে নিয়ে স্বস্তি জুয়ান ফেরান্দোর । ইতিমধ্যে দল চোট সমস্যা সামলেও জয়ের হ্যাটট্রিক করেছে ৷ তাও কোনও গোল না-খেয়ে । সেরা বিদেশি ডিফেন্ডারকে বাইরে রেখেও ক্লিন শিটের সঙ্গে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে দল (ISL 2022-2023)।

একের পর এক চোট সমস্যা সামলেও জয়ের সরণিতেই রয়েছে মোহনবাগান । ওড়িশা এফসির মতো প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে সেটাই স্বস্তির জায়গা মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর জন্য (ATK Mohun Bagan eyes to win against Odisha FC) । জনি কাউকোকে এই মরশুমে আর পাওয়া যাবে না । চোট সারাতে অস্ত্রোপচার হয়েছে ফ্লোরেন্তিন পোগবার । মনবীর সিংয়েরও চোট সারতে সময় লাগবে । এই অবস্থায় ঘরের মাঠে হায়দরাবাদ এফসি, অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়েছে মোহনবাগান । তারপর ঘরের মাঠে জামশেদপুর এফসি'র বিরুদ্ধে জয় ৷ যেই ম্যাচে কার্ড সমস্যায় ছিলেন না ব্রেন্ডন হামিল । সেসব মিটিয়ে বৃহস্পতিবার ফিরছেন অজি ডিফেন্ডার ।

ওড়িশার মতো দলের বিরুদ্ধে হামিলকে পাওয়া প্রসঙ্গে ফেরান্দো বলেন, "ব্রেন্ডনকে পাওয়া যাবে, এটা অবশ্যই দলের জন্য ইতিবাচক খবর । কারণ ও পরপর ম্যাচ খেলছে । ডিফেন্সের অন্যান্যদের সঙ্গে ওর বোঝাপড়া তৈরি হয়েছে । ব্রেন্ডন নিজেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে প্রতিষ্টা করেছে ।" যদিও ব্রেন্ডনকে খেলানো নিয়ে ধোঁয়াশা রাখার চেষ্টাও করলেন ফেরান্দো । হেডস্যর বলেন, "স্কোয়াডের সবাই আমার কাছে সমান । ম্যাচের দিন সকালে কে কী অবস্থায় আছে তা দেখে আমি দল ঠিক করি ।"

আরও পড়ুন: সেমি'তেই থামল মরক্কোর স্বপ্নদৌড় ! কাপ রক্ষায় ফ্রান্সের সামনে এখন মেসিরা

ফেরান্দো ধোঁয়াশা রাখার চেষ্টা করলেও, ব্রেন্ডনকে খেলানো ছাড়া কোনও উপায় নেই তাঁর সামনে । কারণ বেঙ্গালুরু, জামশেদপুরের মতো লিগ টেবিলের নিচের দিকে থাকা দলকে হারাতেও ঘাম ছুটেছে মোহনবাগানের । এই অবস্থায় ব্রেন্ডনকে বসানোর অর্থ কার্ল ম্যাকহিউকে ডিফেন্সে খেলানো । সেক্ষেত্রে মাঝমাঠে শক্তি কমবে, ভালোই জানেন বাগানের স্প্যানিশ কোচ। ওড়িশার বিরুদ্ধে ব্রেন্ডন দলে ফিরলে কার্ল আবার মাঝমাঠে খেলবেন হুগো বুমোস আর দীপক টাংরির সঙ্গে । বাদ পড়বেন লেনি রডরিগেজ । আক্রমণে আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসো আর দিমিত্রি পেত্রাতোস। ক্রমাগত ব্যর্থতার জেরে লিস্টনের পরিবর্তে কিয়ান নাসিরিকে শুরু থেকে খেলানোর দাবি উঠলেও গোয়ানিজ উইঙ্গারের উপরেই ভরসা রাখছেন ফেরান্দো।

কলকাতা, 15 ডিসেম্বর: ওড়িশা ম্যাচে ফিরছেন ব্রেন্ডন হ্যামিল ৷ ডিফেন্স সমস্যা দূর হবে ধরে নিয়ে স্বস্তি জুয়ান ফেরান্দোর । ইতিমধ্যে দল চোট সমস্যা সামলেও জয়ের হ্যাটট্রিক করেছে ৷ তাও কোনও গোল না-খেয়ে । সেরা বিদেশি ডিফেন্ডারকে বাইরে রেখেও ক্লিন শিটের সঙ্গে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে দল (ISL 2022-2023)।

একের পর এক চোট সমস্যা সামলেও জয়ের সরণিতেই রয়েছে মোহনবাগান । ওড়িশা এফসির মতো প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে সেটাই স্বস্তির জায়গা মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর জন্য (ATK Mohun Bagan eyes to win against Odisha FC) । জনি কাউকোকে এই মরশুমে আর পাওয়া যাবে না । চোট সারাতে অস্ত্রোপচার হয়েছে ফ্লোরেন্তিন পোগবার । মনবীর সিংয়েরও চোট সারতে সময় লাগবে । এই অবস্থায় ঘরের মাঠে হায়দরাবাদ এফসি, অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়েছে মোহনবাগান । তারপর ঘরের মাঠে জামশেদপুর এফসি'র বিরুদ্ধে জয় ৷ যেই ম্যাচে কার্ড সমস্যায় ছিলেন না ব্রেন্ডন হামিল । সেসব মিটিয়ে বৃহস্পতিবার ফিরছেন অজি ডিফেন্ডার ।

ওড়িশার মতো দলের বিরুদ্ধে হামিলকে পাওয়া প্রসঙ্গে ফেরান্দো বলেন, "ব্রেন্ডনকে পাওয়া যাবে, এটা অবশ্যই দলের জন্য ইতিবাচক খবর । কারণ ও পরপর ম্যাচ খেলছে । ডিফেন্সের অন্যান্যদের সঙ্গে ওর বোঝাপড়া তৈরি হয়েছে । ব্রেন্ডন নিজেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে প্রতিষ্টা করেছে ।" যদিও ব্রেন্ডনকে খেলানো নিয়ে ধোঁয়াশা রাখার চেষ্টাও করলেন ফেরান্দো । হেডস্যর বলেন, "স্কোয়াডের সবাই আমার কাছে সমান । ম্যাচের দিন সকালে কে কী অবস্থায় আছে তা দেখে আমি দল ঠিক করি ।"

আরও পড়ুন: সেমি'তেই থামল মরক্কোর স্বপ্নদৌড় ! কাপ রক্ষায় ফ্রান্সের সামনে এখন মেসিরা

ফেরান্দো ধোঁয়াশা রাখার চেষ্টা করলেও, ব্রেন্ডনকে খেলানো ছাড়া কোনও উপায় নেই তাঁর সামনে । কারণ বেঙ্গালুরু, জামশেদপুরের মতো লিগ টেবিলের নিচের দিকে থাকা দলকে হারাতেও ঘাম ছুটেছে মোহনবাগানের । এই অবস্থায় ব্রেন্ডনকে বসানোর অর্থ কার্ল ম্যাকহিউকে ডিফেন্সে খেলানো । সেক্ষেত্রে মাঝমাঠে শক্তি কমবে, ভালোই জানেন বাগানের স্প্যানিশ কোচ। ওড়িশার বিরুদ্ধে ব্রেন্ডন দলে ফিরলে কার্ল আবার মাঝমাঠে খেলবেন হুগো বুমোস আর দীপক টাংরির সঙ্গে । বাদ পড়বেন লেনি রডরিগেজ । আক্রমণে আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসো আর দিমিত্রি পেত্রাতোস। ক্রমাগত ব্যর্থতার জেরে লিস্টনের পরিবর্তে কিয়ান নাসিরিকে শুরু থেকে খেলানোর দাবি উঠলেও গোয়ানিজ উইঙ্গারের উপরেই ভরসা রাখছেন ফেরান্দো।

Last Updated : Dec 15, 2022, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.