ETV Bharat / state

নতুন বছরের শুরুতেই পরিবেশবান্ধব উনুন বিতরণ কলকাতা পৌরনিগমের, 56 নং ওয়ার্ড থেকে হবে শুরু - Smoke free oven

Eco-Friendly Oven: বায়ুদূষণ ধীরে ধীরে ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করেছে কলকাতা শহরে ৷ এই পরিস্থিতিতে পরিবেশবান্ধব উনুন দেওয়ার পরিকল্পনা নেওয়া হলেও তা এতদিন বাস্তবায়ন হয়নি ৷ নতুন বছরের শুরুতেই তা হতে চলেছে ৷ এই উনুন দেওয়ার কাজ শুরু হবে কলকাতা পৌরনিগমের 56 নম্বর ওয়ার্ড থেকে ৷

Etv Bharat
পরিবেশবান্ধব উনুন বিতরণ করবে কলকাতা পৌরনিগম
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 8:17 AM IST

কলকাতা, 12 ডিসেম্বর: বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে মহানগরের বায়ুদূষণের একটা বড় কারণ দোকান বা বাড়িতে কাঠ কয়লার উনুন ব্যবহার । বিষয়টি জানার পর থেকেই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও কলকাতা কর্পোরেশন যৌথ সমীক্ষা শুরু করে সেইসব এলাকা চিহ্নিত করার জন্য । উদ্দেশ্য ছিল, সেই জায়গাগুলিতে যারা কাঠ কয়লা উনুন ব্যবহার করছে তাদের বুঝিয়ে বিকল্প হিসেবে পরিবেশবান্ধব উনুন দেওয়া । তবে দীর্ঘ সময় কেটে গেলেও শহরজুড়ে বাস্তবায়ন হচ্ছিল না । এদিকে দূষণে বাড়বাড়ন্ত নগরবাসীর মধ্যে বিভিন্ন প্রভাব এখন তীব্রভাবে লক্ষ্য করা যাচ্ছে । প্রায় দেওয়ালে পিঠ ঠেকার জোগাড় । তাই আর দেরি না করে নতুন বছরের শুরু থেকেই কলকাতায় এবার পরিবেশবান্ধব উনুন বিতরণ শুরু করছে কলকাতা কর্পোরেশন । যদিও এই উনুন দেওয়ায় আর্থিক সাহায্য করছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ । কলকাতা পৌরনিগমের 56 নম্বর ওয়ার্ড থেকে এই উনুন বিতরণ শুরু হবে বলে জানা গিয়েছে ।

বেশ কয়েকবছর আগে বায়ুদূষণের কারণ হিসেবে যেমন যানবাহনের জ্বালানির ধোঁয়া বিষয়টি উঠে আসত, তার সঙ্গেই কাঠ কয়লা বা যথেচ্ছভাবে গাছের পাতা ও ডাল পোড়ানো এসব কারণ উঠে আসতে থাকে । এরপরই যানবাহনের উপর নজরদারি ও বিভিন্ন বিধি বা পদক্ষেপ নেওয়া শুরু হয় ৷ যাতে ধোঁয়ায় লাগাম দেওয়া যায় বা ধোঁয়ার মান খানিক উন্নত করা যায় ৷ যেমন সীসামুক্ত পেট্রল বা বায়োগ্যাস ব্যবহার থেকে ব্যাটারিচালিত গাড়ি ব্যবহার করায় জোর দেওয়া হয়েছে । তেমনই সমীক্ষা শুরু হয় কোন কোন এলাকায় বেশি দোকানপাট বা বাড়িতে এখনও গাছের ডাল পাতা পোড়ানোর উনুন ব্যবহার হয় । তবে নানা কারণে সেই সমীক্ষা ও উনুন দেওয়া প্রক্রিয়া থমকে ছিল । ফের শুরু হয়েছে ।

কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, লক্ষ্যমাত্রা 2026 ৷ তার মধ্যেই কলকাতায় কাঠ কয়লার উনুন ব্যবহার 50 শতাংশ কমিয়ে আনা হবে । চলতি বছরের শুরুতে পরিবেশবান্ধব উনুন দেওয়া শুরু হবে । প্রাথমিকভাবে আড়াই থেকে 3 হাজার উনুন দেওয়া হবে । তারপর ধাপে ধাপে আরও দেওয়া হবে ।

এই বিষয়ে কলকাতা কর্পোরেশনের পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার জানান, নতুন বছরের শুরু থেকেই উনুন দেওয়া শুরু হবে । প্রথমেই 56 নম্বর ওয়ার্ডে দেওয়ার কাজ শুরু হবে । সেই সমীক্ষা শেষের মুখে । এর ফলে যারা এই উনুন ব্যবহার করেন তারা ও আশপাশের সকলের স্বাস্থ্য অনেকটা সুরক্ষিত হবে । বায়ুদূষণের মাত্রা কমবে । উনুন পাওয়ার পর ঠিক করে ব্যবহার হচ্ছে কিনা, সেই বিষয়েও চলবে নজরদারি ।

আরও পড়ুন:

1. গ্রামে 1 কোটি ধোঁয়াবিহীন উনুন দেবে পরিবেশ দফতর, পাইলট প্রোজেক্ট শুরু 5 গ্রামে

2. দূষণ রুখতে ধোঁয়া মুক্ত উনুন দেবে পরিবেশ দফতর

3. পরিবেশবান্ধব রাখি বানিয়ে গাছ বাঁচানোর বার্তা প্রাথমিক স্কুলের কচিকাঁচাদের

কলকাতা, 12 ডিসেম্বর: বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে মহানগরের বায়ুদূষণের একটা বড় কারণ দোকান বা বাড়িতে কাঠ কয়লার উনুন ব্যবহার । বিষয়টি জানার পর থেকেই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও কলকাতা কর্পোরেশন যৌথ সমীক্ষা শুরু করে সেইসব এলাকা চিহ্নিত করার জন্য । উদ্দেশ্য ছিল, সেই জায়গাগুলিতে যারা কাঠ কয়লা উনুন ব্যবহার করছে তাদের বুঝিয়ে বিকল্প হিসেবে পরিবেশবান্ধব উনুন দেওয়া । তবে দীর্ঘ সময় কেটে গেলেও শহরজুড়ে বাস্তবায়ন হচ্ছিল না । এদিকে দূষণে বাড়বাড়ন্ত নগরবাসীর মধ্যে বিভিন্ন প্রভাব এখন তীব্রভাবে লক্ষ্য করা যাচ্ছে । প্রায় দেওয়ালে পিঠ ঠেকার জোগাড় । তাই আর দেরি না করে নতুন বছরের শুরু থেকেই কলকাতায় এবার পরিবেশবান্ধব উনুন বিতরণ শুরু করছে কলকাতা কর্পোরেশন । যদিও এই উনুন দেওয়ায় আর্থিক সাহায্য করছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ । কলকাতা পৌরনিগমের 56 নম্বর ওয়ার্ড থেকে এই উনুন বিতরণ শুরু হবে বলে জানা গিয়েছে ।

বেশ কয়েকবছর আগে বায়ুদূষণের কারণ হিসেবে যেমন যানবাহনের জ্বালানির ধোঁয়া বিষয়টি উঠে আসত, তার সঙ্গেই কাঠ কয়লা বা যথেচ্ছভাবে গাছের পাতা ও ডাল পোড়ানো এসব কারণ উঠে আসতে থাকে । এরপরই যানবাহনের উপর নজরদারি ও বিভিন্ন বিধি বা পদক্ষেপ নেওয়া শুরু হয় ৷ যাতে ধোঁয়ায় লাগাম দেওয়া যায় বা ধোঁয়ার মান খানিক উন্নত করা যায় ৷ যেমন সীসামুক্ত পেট্রল বা বায়োগ্যাস ব্যবহার থেকে ব্যাটারিচালিত গাড়ি ব্যবহার করায় জোর দেওয়া হয়েছে । তেমনই সমীক্ষা শুরু হয় কোন কোন এলাকায় বেশি দোকানপাট বা বাড়িতে এখনও গাছের ডাল পাতা পোড়ানোর উনুন ব্যবহার হয় । তবে নানা কারণে সেই সমীক্ষা ও উনুন দেওয়া প্রক্রিয়া থমকে ছিল । ফের শুরু হয়েছে ।

কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, লক্ষ্যমাত্রা 2026 ৷ তার মধ্যেই কলকাতায় কাঠ কয়লার উনুন ব্যবহার 50 শতাংশ কমিয়ে আনা হবে । চলতি বছরের শুরুতে পরিবেশবান্ধব উনুন দেওয়া শুরু হবে । প্রাথমিকভাবে আড়াই থেকে 3 হাজার উনুন দেওয়া হবে । তারপর ধাপে ধাপে আরও দেওয়া হবে ।

এই বিষয়ে কলকাতা কর্পোরেশনের পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার জানান, নতুন বছরের শুরু থেকেই উনুন দেওয়া শুরু হবে । প্রথমেই 56 নম্বর ওয়ার্ডে দেওয়ার কাজ শুরু হবে । সেই সমীক্ষা শেষের মুখে । এর ফলে যারা এই উনুন ব্যবহার করেন তারা ও আশপাশের সকলের স্বাস্থ্য অনেকটা সুরক্ষিত হবে । বায়ুদূষণের মাত্রা কমবে । উনুন পাওয়ার পর ঠিক করে ব্যবহার হচ্ছে কিনা, সেই বিষয়েও চলবে নজরদারি ।

আরও পড়ুন:

1. গ্রামে 1 কোটি ধোঁয়াবিহীন উনুন দেবে পরিবেশ দফতর, পাইলট প্রোজেক্ট শুরু 5 গ্রামে

2. দূষণ রুখতে ধোঁয়া মুক্ত উনুন দেবে পরিবেশ দফতর

3. পরিবেশবান্ধব রাখি বানিয়ে গাছ বাঁচানোর বার্তা প্রাথমিক স্কুলের কচিকাঁচাদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.