ETV Bharat / state

বউবাজারে আজ জিনিসপত্র উদ্ধারে নামবে পুলিশ - kolkata police lal bazar

বউবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারদের ফেলে আসা জিনিসপত্র উদ্ধারে আজ নামবে কলকাতা পুলিশ ।

বউবাজাক
author img

By

Published : Sep 4, 2019, 11:24 AM IST

Updated : Sep 4, 2019, 11:59 AM IST

কলকাতা, ৪ সেপ্টেম্বর : চোখের সামনে ফাটল ধরেছে ঘরগুলোয় । প্রাণ বাঁচাতে ঘর থেকে এক কাপড়ে বেরিয়ে এসেছেন অনেকেই । ঘরে রয়ে গেছে মূল্যবান জিনিসপত্র । সেগুলো উদ্ধারে যাওয়ার উপায় নেই । একে জীবনের ঝুঁকি । তার উপর আটকে দিচ্ছে পুলিশ । এমন অবস্থায় দিশেহারা বউবাজারের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষজন । আজ তাদের সম্পত্তি উদ্ধারে নামবে পুলিশ । লালবাজার সূত্রে খবর, প্রতিটি বাড়ির মালিকের সঙ্গে ঘরগুলোতে যাবে পুলিশকর্মীরা । পরিস্থিতি অনুযায়ী আজ থেকেই চালানো হবে উদ্ধারকাজ ।

শনিবারের আগে বউবাজার ছিল শহরের অন্যতম ব্যস্ত এলাকা । কান পাতলেই দিনভর শুনতে পাওয়া যেত স্যাঁকরাদের ঠুকঠুক আওয়াজ । ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির জেরে আপাতত কর্মহীন সেই কারিগররা । মাথায় হাত পড়েছে স্বর্ণব্যবসায়ীদের । এই বিপর্যয়ের ঘটনায় কোটি টাকার সোনা আটকে বলে দাবি তাদের । পাশাপাশি ওই এলাকার স্থায়ী বাসিন্দাদের সন্দেহ, সুযোগের সদ্ব্যবহার করে সক্রিয় হতে পারে চোরেরা ।

এই সূত্রে ধরেই একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে তৈরি করা হয়েছে টিম । তাঁর সঙ্গে আছেন পাঁচজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার । তাঁরা বিষয়টি দেখভাল করছেন । পাশাপাশি গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন, “কারও কোনও সম্পত্তি চুরি হবে না । আমরা সেই বিষয়ে পদক্ষেপ করেছি । প্রয়োজনে CCTV দিয়ে নজরদারি চালানো হবে । 24 ঘণ্টাই পুলিশের নজর রয়েছে ওই এলাকায় ।"

যদিও লালবাজার সূত্র থেকে নতুন করে কোনও বাড়ি ভাঙা পড়লে সেই বিষয়ে কী পদক্ষেপ করা হবে তা এখনও পর্যন্ত পরিষ্কার করে জানানো হয়নি ।

কলকাতা, ৪ সেপ্টেম্বর : চোখের সামনে ফাটল ধরেছে ঘরগুলোয় । প্রাণ বাঁচাতে ঘর থেকে এক কাপড়ে বেরিয়ে এসেছেন অনেকেই । ঘরে রয়ে গেছে মূল্যবান জিনিসপত্র । সেগুলো উদ্ধারে যাওয়ার উপায় নেই । একে জীবনের ঝুঁকি । তার উপর আটকে দিচ্ছে পুলিশ । এমন অবস্থায় দিশেহারা বউবাজারের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষজন । আজ তাদের সম্পত্তি উদ্ধারে নামবে পুলিশ । লালবাজার সূত্রে খবর, প্রতিটি বাড়ির মালিকের সঙ্গে ঘরগুলোতে যাবে পুলিশকর্মীরা । পরিস্থিতি অনুযায়ী আজ থেকেই চালানো হবে উদ্ধারকাজ ।

শনিবারের আগে বউবাজার ছিল শহরের অন্যতম ব্যস্ত এলাকা । কান পাতলেই দিনভর শুনতে পাওয়া যেত স্যাঁকরাদের ঠুকঠুক আওয়াজ । ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির জেরে আপাতত কর্মহীন সেই কারিগররা । মাথায় হাত পড়েছে স্বর্ণব্যবসায়ীদের । এই বিপর্যয়ের ঘটনায় কোটি টাকার সোনা আটকে বলে দাবি তাদের । পাশাপাশি ওই এলাকার স্থায়ী বাসিন্দাদের সন্দেহ, সুযোগের সদ্ব্যবহার করে সক্রিয় হতে পারে চোরেরা ।

এই সূত্রে ধরেই একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে তৈরি করা হয়েছে টিম । তাঁর সঙ্গে আছেন পাঁচজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার । তাঁরা বিষয়টি দেখভাল করছেন । পাশাপাশি গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন, “কারও কোনও সম্পত্তি চুরি হবে না । আমরা সেই বিষয়ে পদক্ষেপ করেছি । প্রয়োজনে CCTV দিয়ে নজরদারি চালানো হবে । 24 ঘণ্টাই পুলিশের নজর রয়েছে ওই এলাকায় ।"

যদিও লালবাজার সূত্র থেকে নতুন করে কোনও বাড়ি ভাঙা পড়লে সেই বিষয়ে কী পদক্ষেপ করা হবে তা এখনও পর্যন্ত পরিষ্কার করে জানানো হয়নি ।

Intro:কলকাতা, ৪ অক্টোবর: চোখের সামনে ফাটল ধরেছে ঘরগুলোয়। ধুলোর মতো ভেঙে পড়েছে বাড়ি। প্রাণ বাঁচাতে ঘর থেকে এক কাপড়ে বেরিয়ে এসেছিলেন অনেকেই। ঘরে রয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। সেগুলো উদ্ধারে যাওয়ার উপায় নেই। একে জীবনের ঝুঁকি। তার ওপর আটকে দিচ্ছে পুলিশ। এমন অবস্থায় দিশেহারা বউবাজারের ঘটনায় ক্ষতিগ্রস্থ মানুষজন। আগামীকাল তাদের সম্পত্তি উদ্ধারে নামবে পুলিশ। লালবাজার সূত্রে খবর, প্রতিটি বাড়ির মালিকের সঙ্গে ঘরগুলোতে যাবে পুলিশকর্মী। পরিস্থিতি অনুযায়ী আজ থেকেই চালানো হবে উদ্ধারকাজ।Body:রীতিমত জমজমাট এলাকা। দিনভর চলে স্যাঁকরাদের ঠুকঠুক আওয়াজ। বার্নারের আগুনে পিপেটের ব্যবহারে গলে সোনা। তারপর তা রূপ পায় গয়নার। কারিগরদের হাতের সময় গড়ে ওঠে হরেক কিসিমের ডিজাইন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির জেরে আপাতত কর্মহীন সেই কারিগররা। মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। এই বিপর্যয়ের ঘটনায় কোটি টাকার সোনা আটকে বলে দাবি তাদের। পাশাপাশি ওই এলাকার স্থায়ী বাসিন্দাদের সন্দেহ সুযোগের সদ্ব্যবহার করে সক্রিয় হতে পারে চোরেরা। Conclusion:বিষয়টি আগেই আন্দাজ করেছিল লালবাজার। সেই সূত্রে একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে তৈরি করা হয়েছে টিম। তার সঙ্গে আছেন পাঁচজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তারা বিষয়টি দেখভাল করছেন। পাশাপাশি আজ নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন, “কারও কোনো সম্পত্তি চুরি হবে না। আমরা সেই বিষয়ে পদক্ষেপ নিয়েছি। প্রয়োজনে সিসিটিভি দিয়ে নজরদারি চালানো হবে। 24 ঘণ্টাই পুলিশের নজর রয়েছে ওই এলাকায়।" লালবাজার সূত্রে খবর, আজ নতুন করে কোনও বাড়ি ভাঙা পড়লে সেই বিষয়ে কি পদক্ষেপ করা হবে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়।
Last Updated : Sep 4, 2019, 11:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.