কলকাতা, 21 এপ্রিল : লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । আজ সকাল সাড়ে দশটা থেকে বৈঠক শুরু হয় । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা দেশের প্রত্যেকটি বিধানসভার অধ্যক্ষের সঙ্গে কথা বলেন । জানতে চাওয়া হয় রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি । কোরোনা ভাইরাস সংক্রমণে কত ব্যক্তি আক্রান্ত এবং মৃতের সংখ্যা জানতে চান ওম বিড়লা । দেশের সবকটি রাজ্যের নামের আদ্যক্ষর দিয়ে শুরু হয় বৈঠক । সবচেয়ে শেষে পশ্চিমবঙ্গের নাম । সেই কারণেই বৈঠক শেষ হতে দেরি হয় । দেশের সব কটি রাজ্যের সঙ্গে বৈঠকের পর অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের কাছে এরাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানতে চান তিনি ।
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী , বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান , পশ্চিমবঙ্গের সবকটি রাজ্যে পর্যাপ্ত পরিমাণে আইসোলেশন সেন্টার রয়েছে । কলকাতাতেও কোয়ারান্টাইন সেন্টারের কোনও অভাব নেই । সম্প্রতি , বিধানসভার সর্বত্র জীবাণুনাশক স্প্রে দেওয়া হয়েছে । পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের সহযোগিতায় এই জীবাণুনাশক স্প্রে করা হয়েছে ।
তিনি আরও জানান , লকডাউন মেনে বিধানসভায় 25 শতাংশ কর্মীরা উপস্থিত হচ্ছেন ৷ সামাজিক দূরত্ব বজায় রেখে বিধানসভার সচিবালয়ের কর্মীরা দায়িত্ব সামলাচ্ছেন ৷ রাজ্য সরকারের সমস্ত দপ্তর এবং সংস্থাগুলিকে জীবাণুনাশক করার কাজ সম্পন্ন হয়েছে বলে লোকসভার অধ্যক্ষকে রিপোর্ট দিয়েছেন এরাজ্যের বিধানসভার অধ্যক্ষ ।
পাশাপাশি তিনি জানান , এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সফলতার সঙ্গে কোরোনা নিয়ন্ত্রণের কাজ পরিচালিত হচ্ছে । কোরোনা ভাইরাস নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করেছে রাজ্য সরকার । কোরোনা ভাইরাস মোকাবিলায় পশ্চিমবঙ্গের সমগ্র চিত্রটি আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তুলে ধরা হয়েছে ৷