ETV Bharat / state

বিজ্ঞপ্তির এক বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষের দাবিতে PSC অফিসের সামনে জমায়েত

author img

By

Published : Sep 23, 2019, 9:19 PM IST

Updated : Sep 23, 2019, 10:22 PM IST

একাধিক দাবিতে আজ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (PSC) অফিসের সামনে জমায়েত করল চাকরিপ্রার্থীরা ৷ আলোচনা করেন চেয়ারম্যান দেবাশিস বসুর সঙ্গে ৷

জমায়েত

কলকাতা, 23 সেপ্টেম্বর : একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (PSC) অফিসের সামনে জমায়েত করলেন চাকরিপ্রার্থীরা ৷ পরে আলোচনা করেন PSC-র চেয়ারম্যান দেবাশিস বসুর সঙ্গে ৷ তা সদর্থক হয়েছে বলে দাবি করে জমায়েত তুলে নেন চাকরিপ্রার্থীরা ৷

বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন সহ একাধিক দাবিতে আজ সকালে জমায়েত করে PSC দুর্নীতিমুক্ত মঞ্চ ৷ এছাড়াও গত বছরের WBCS মেইন পরীক্ষার ফলাফল পুজোর আগে বের করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, WBCS সহ সব মেইন পরীক্ষায় চাকরিপ্রার্থীদের সুবিধার্থে উত্তরবঙ্গে পরীক্ষার ব্যবস্থা করতে হবে বলে দাবি করা হয় ৷ পরে চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন সংগঠনের কয়েকজন প্রতিনিধি ৷

PSC
PSC অফিসের সামনে জমায়েত

সেখান থেকে বেরিয়ে ইন্দ্রজিৎ ঘোষ জানান, দাবিপূরণের বিষয়ে আশ্বস্ত করেছেন চেয়ারম্যান ৷ তিনি বলেন, "চেয়ারম্যানের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে । বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার দাবি প্রসঙ্গে তিনি বলেছেন, যেগুলি বাকি রয়েছে সেগুলির ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করতে দু'বছর সময় লাগবে ৷ তবে ইন্টারভিউ বোর্ডের সংখ্যা বাড়িয়ে তা এক বছরের মধ্যে শেষ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান ৷ আগামী বছর থেকে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি ।" বাকি দাবিগুলির অধিকাংশই চেয়ারম্যান মেনে নিয়েছেন বলে জানান ইন্দ্রজিৎ ৷ বলেন, "পুজোর পর কয়েকটি পরীক্ষার দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান ৷ 22 ডিসেম্বর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষার দিন ঘোষণা করা হবে । জানুয়ারির মধ্যেই ক্লার্কশিপের পরীক্ষা হবে ৷ আগামী বছর থেকেই বাংলাতেও প্রশ্নপত্র করার বিষয়টিও দেখার আশ্বাস দিয়েছেন ৷ "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ইন্দ্রজিৎ জানান, জুনিয়র ইঞ্জিনিয়র (ইলেকট্রিকাল) পদে 120 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল । পরে একাধিক আন্দোলনের জেরে আরও 10টি শূন্যপদ দেওয়া হয়েছে । এই 10টি শূন্যপদে মেধাতালিকা অনুযায়ী দ্রুত নিয়োগ করা হবে ও তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন চেয়ারম্যান ।

কলকাতা, 23 সেপ্টেম্বর : একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (PSC) অফিসের সামনে জমায়েত করলেন চাকরিপ্রার্থীরা ৷ পরে আলোচনা করেন PSC-র চেয়ারম্যান দেবাশিস বসুর সঙ্গে ৷ তা সদর্থক হয়েছে বলে দাবি করে জমায়েত তুলে নেন চাকরিপ্রার্থীরা ৷

বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন সহ একাধিক দাবিতে আজ সকালে জমায়েত করে PSC দুর্নীতিমুক্ত মঞ্চ ৷ এছাড়াও গত বছরের WBCS মেইন পরীক্ষার ফলাফল পুজোর আগে বের করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, WBCS সহ সব মেইন পরীক্ষায় চাকরিপ্রার্থীদের সুবিধার্থে উত্তরবঙ্গে পরীক্ষার ব্যবস্থা করতে হবে বলে দাবি করা হয় ৷ পরে চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন সংগঠনের কয়েকজন প্রতিনিধি ৷

PSC
PSC অফিসের সামনে জমায়েত

সেখান থেকে বেরিয়ে ইন্দ্রজিৎ ঘোষ জানান, দাবিপূরণের বিষয়ে আশ্বস্ত করেছেন চেয়ারম্যান ৷ তিনি বলেন, "চেয়ারম্যানের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে । বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার দাবি প্রসঙ্গে তিনি বলেছেন, যেগুলি বাকি রয়েছে সেগুলির ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করতে দু'বছর সময় লাগবে ৷ তবে ইন্টারভিউ বোর্ডের সংখ্যা বাড়িয়ে তা এক বছরের মধ্যে শেষ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান ৷ আগামী বছর থেকে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি ।" বাকি দাবিগুলির অধিকাংশই চেয়ারম্যান মেনে নিয়েছেন বলে জানান ইন্দ্রজিৎ ৷ বলেন, "পুজোর পর কয়েকটি পরীক্ষার দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান ৷ 22 ডিসেম্বর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষার দিন ঘোষণা করা হবে । জানুয়ারির মধ্যেই ক্লার্কশিপের পরীক্ষা হবে ৷ আগামী বছর থেকেই বাংলাতেও প্রশ্নপত্র করার বিষয়টিও দেখার আশ্বাস দিয়েছেন ৷ "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ইন্দ্রজিৎ জানান, জুনিয়র ইঞ্জিনিয়র (ইলেকট্রিকাল) পদে 120 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল । পরে একাধিক আন্দোলনের জেরে আরও 10টি শূন্যপদ দেওয়া হয়েছে । এই 10টি শূন্যপদে মেধাতালিকা অনুযায়ী দ্রুত নিয়োগ করা হবে ও তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন চেয়ারম্যান ।

Intro:কলকাতা, ২৩ সেপ্টেম্বর: যে কোন চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে সমস্ত পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আজ এই দাবি সহ একাধিক দাবি নিয়ে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সামনে জমায়েত করেন চাকরিপ্রার্থীরা। সেখান থেকে তাঁরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোসের সঙ্গে আলোচনার জন্য যান প্রতিনিধি দল। চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা সদর্থক হয়েছে বলেই জানাচ্ছেন PSC দুর্নীতিমুক্ত মঞ্চের ইন্দ্রজিৎ ঘোষ। চেয়ারম্যান তাঁদের প্রতিটি দাবিই গুরুত্ব সহকারে শুনে যতটা সম্ভব মেনে নিয়েছেন বলে জানাচ্ছেন ইন্দ্রজিৎ ঘোষ।
Body:এদিনের জমায়েত থেকে PSC দুর্নীতিমুক্ত মঞ্চ যে দাবিগুলো তুলেছিল সেগুলি হল, ২০১৮ সালের WBCS মেইন পরীক্ষার ফল পুজোর আগে প্রকাশ করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক পর্যায়ের পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে অ্যানসার কী প্রকাশ এবং যদি তাতে কোন ভুল থাকে তাহলে তা সংশোধন করে পুনরায় প্রকাশ করতে হবে। প্রত্যেক পরীক্ষার ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের সময় বিভাগীয় শূন্যপদ প্রকাশ এবং সিট আপডেট করতে হবে। ১০০ পয়েন্ট রোস্টার নিয়ম অনুযায়ী নিয়োগ করতে হবে।বিজ্ঞপ্তি প্রকাশের সময় কাল থেকে এক বছরের মধ্যে সমস্ত পরীক্ষা পদ্ধতি স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ করতে হবে। WBCS সহ সব মেইন পরীক্ষায় উত্তরবঙ্গের চাকরিপ্রার্থীদের সুবিধার্থে উত্তরবঙ্গে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। বার্ষিক পরীক্ষা ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। ইংরেজি সঙ্গে বাংলা ভাষাতেও পরীক্ষার প্রশ্নপত্র করতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়র ২০১৭-র দ্বিতীয় তালিকা প্রকাশ করতে হবে। ফায়ার অপারেটর পরীক্ষায় স্বচ্ছতার স্বার্থে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে OMR কপি ও পরীক্ষার্থীদের ইন্ডিভিজুয়াল নম্বর প্রকাশ করতে হবে। এর পাশাপাশি WBCS মেইন ২০১৮, মিলেনিয়াস ২০১৮-র মেইন সহ বেশ কিছু পরীক্ষার দ্রুত ফল প্রকাশের দাবি জানানো হয় এদিন।

এদিন চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পরে বেরিয়ে এসে PSC দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "PSC-র চেয়ারম্যানের সঙ্গে যে আলোচনা হয়েছে সেটা খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। স্যার জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে WBCS মেইন ২০১৮-র ইন্টারভিউয়ের কাজ শেষ হয়ে যাবে। পুজোর আগে মেইন পরীক্ষার ফলাফল বের হবে কিনা তা বার বার জানতে চাওয়া হলে উনি হেসে বলেন, আমি বলব না। দুই নম্বর বিষয়, মিসলেনিয়াস ২০১৮-র ইন্টারভিউ প্রক্রিয়াও ২০১৯-র ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন। বিজ্ঞপ্তি প্রকাশের মধ্যে এক বছরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে। এই দাবিতে উনি বলেছেন যা সব পেন্ডিং আছে সেগুলোর ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করতে দুই বছর লাগবে। কিন্তু, উনি ইন্টারভিউ বোর্ডের সংখ্যা বাড়িয়ে এক বছরের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন বলে বলেছেন এবং আগামী বছর থেকে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে হবে বলে জানিয়েছেন।"

এ ছাড়াও, তাঁদের অন্যান্য দাবিগুলির বেশিরভাগই PSC-র চেয়ারম্যান যথাসাধ্য মেনে নিয়েছেন বলে জানাচ্ছেন ইন্দ্রজিৎ ঘোষ। তিনি জানান, পরীক্ষার বার্ষিক ক্যালেন্ডারের বিষয়ে চেয়ারম্যান জানিয়েছেন, পুজোর পরে বেশ কিছু পরীক্ষার দিন ঘোষণা করা হবে। ২২ ডিসেম্বর ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অফিসারের পরীক্ষার দিন ঘোষণা হবে। জানুয়ারির মধ্যেই ক্লার্কশিপের পরীক্ষা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। পরের বছরই ইংরেজির সঙ্গে বাংলা ভাষায় প্রশ্নপত্র করা যায় কিনা সেই বিষয়টিও দেখবেন বলে জানিয়েছেন দেবাশিস বোস। জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)-এ ১২০ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলনের জেরে দপ্তর থেকে আরো ১০টি সিট দেওয়া হয়েছে। এই দশটি শূন্যপদে মেধাতালিকা অনুযায়ী দ্রুত নিয়োগ করা হবে ও তালিকা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এভাবেই প্রতিটি দাবি নিয়ে সদর্থক উত্তর দিয়েছেন PSC-র চেয়ারম্যান। যাতে সন্তুষ্ট হয়ে জমায়েত সরিয়ে নেন চাকরিপ্রার্থীরা।
Conclusion:
Last Updated : Sep 23, 2019, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.