ETV Bharat / state

1 Billion Vaccine : 100 কোটি ডোজের উদযাপনে তেরঙা আলো জ্বলবে মেটকাফ হল, কারেন্সি বিল্ডিংয়ে - মেটাকাফ হল

আজ দেশ 100 কোটি কোভিড-19 ভ্যাকসিনের ডোজ পেরিয়ে এগিয়ে গিয়েছে ৷ তাই আজ সন্ধেয় দেশজুড়ে 100টি ঐতিহ্যপূর্ণ জায়গা জাতীয় পতাকার রঙের আলোয় সেজে উঠবে ৷ তার মধ্যে রয়েছে কলকাতার কারেন্সি বিল্ডিং এবং মেটকাফ হল ৷

কারেন্সি বিল্ডিং এবং মেটাকাফ হল
কারেন্সি বিল্ডিং এবং মেটাকাফ হল
author img

By

Published : Oct 21, 2021, 5:54 PM IST

Updated : Oct 21, 2021, 6:08 PM IST

নয়া দিল্লি, 21 অক্টোবর : একশো কোটি ভ্যাকসিন ডোজের উদযাপনে আজ সন্ধেয় আলোকিত হবে কলকাতার 'কারেন্সি বিল্ডিং' (Currency Building) এবং 'মেটকাফ হল' (Metcalf Hall) ৷ দেশের প্রত্নতাত্ত্বিক সংস্থা 'আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া' বা এএসআই-এর (Archaeological Survey of India, ASI) উদ্যোগে দেশের 100টি ঐতিহ্যপূর্ণ মনুমেন্টে (Heritage Monument) বৃহস্পতিবার সন্ধেয় জাতীয় পতাকার রঙের আলোয় সাজানো হবে ৷ তার মধ্যে রয়েছে কলকাতার দু'টি ঐতিহ্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থল, যা ইউনেসকোর 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট'-এর তালিকাভুক্ত, জানিয়েছে সরকারি সূত্র ৷

জানা গিয়েছে, 100টি ঐতিহ্যপূর্ণ মনুমেন্টের মধ্যে 17টি ইউনেসকো স্বীকৃত (UNESCO World Heritage Sites) 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' রয়েছে ৷ নয়া দিল্লির লাল কেল্লা (Red Fort, New Delhi), কুতুব মিনার (Qutub Minar, New Delhi), হুমায়ুনের সমাধি (Humayun Tomb, New Delhi), তুঘলকাবাদ ফোর্ট (Tughlaqabad Fort, New Delhi), পুরানা কিলা (Purana Qila, New Delhi), আগ্রার ফতেহপুর সিক্রি (Fatehpur Sikri, Agra), তেলাঙ্গানার রামাপ্পা মন্দির (Ramappa Temple, Telangana), কর্নাটকের হাম্পি (Hampi, Karnatak), গুজরাতের ধোলাভিরা (Dholavira, Gujarat), লাদাখের লে প্যালেস (Leh Palace, Ladakh), মধ্যপ্রদেশের খাজুরাহো (Khajuraho temples, Madhya Pradesh), হায়দরাবাদের গোলকোন্ডা ফোর্ট (Golconda Fort, Hyderabad) ৷ আর এর সঙ্গে স্থান নিজের জায়গা করে নিয়েছে ব্রিটিশ শাসনাধীন ভারতের একদা রাজধানী কলকাতার 2টি ঐতিহাসিক জায়গা ৷

আরও পড়ুন : 1 Billion Vaccine Milestone : কোভিড-19 টিকাকরণে 100 কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত

এভাবেই স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ, ফ্রন্টলাইন ওয়ার্কার, বিজ্ঞানী, ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা এবং যারা প্যানডেমিকের মোকাবিলায় অংশগ্রহণ করেছেন, তাঁদের সকলের প্রতি শ্রদ্ধা জানানো হবে, জানিয়েছে সরকারি সূত্র ৷

21 অক্টোবর, বৃহস্পতিবার সকালে 100 কোটি কোভিড ভ্যাকসিন ডোজের সীমা পেরনোর পরই টুইট করে স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) দেশবাসীকে অভিনন্দন জানান ৷ ভারত ইতিহাস গড়েছে, জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

সরকারি সূত্র অনুযায়ী, দেশে কোভিড-19 ভ্যাকসিন নেওয়ার সব যোগ্য প্রাপ্তবয়স্ক নাগরিকদের 75% অন্ততপক্ষে ভ্যাকসিনের 1টি ডোজ পেয়েছেন ৷ আর 31% 2টি ডোজই নিয়েছেন ৷

নয়া দিল্লি, 21 অক্টোবর : একশো কোটি ভ্যাকসিন ডোজের উদযাপনে আজ সন্ধেয় আলোকিত হবে কলকাতার 'কারেন্সি বিল্ডিং' (Currency Building) এবং 'মেটকাফ হল' (Metcalf Hall) ৷ দেশের প্রত্নতাত্ত্বিক সংস্থা 'আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া' বা এএসআই-এর (Archaeological Survey of India, ASI) উদ্যোগে দেশের 100টি ঐতিহ্যপূর্ণ মনুমেন্টে (Heritage Monument) বৃহস্পতিবার সন্ধেয় জাতীয় পতাকার রঙের আলোয় সাজানো হবে ৷ তার মধ্যে রয়েছে কলকাতার দু'টি ঐতিহ্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থল, যা ইউনেসকোর 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট'-এর তালিকাভুক্ত, জানিয়েছে সরকারি সূত্র ৷

জানা গিয়েছে, 100টি ঐতিহ্যপূর্ণ মনুমেন্টের মধ্যে 17টি ইউনেসকো স্বীকৃত (UNESCO World Heritage Sites) 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' রয়েছে ৷ নয়া দিল্লির লাল কেল্লা (Red Fort, New Delhi), কুতুব মিনার (Qutub Minar, New Delhi), হুমায়ুনের সমাধি (Humayun Tomb, New Delhi), তুঘলকাবাদ ফোর্ট (Tughlaqabad Fort, New Delhi), পুরানা কিলা (Purana Qila, New Delhi), আগ্রার ফতেহপুর সিক্রি (Fatehpur Sikri, Agra), তেলাঙ্গানার রামাপ্পা মন্দির (Ramappa Temple, Telangana), কর্নাটকের হাম্পি (Hampi, Karnatak), গুজরাতের ধোলাভিরা (Dholavira, Gujarat), লাদাখের লে প্যালেস (Leh Palace, Ladakh), মধ্যপ্রদেশের খাজুরাহো (Khajuraho temples, Madhya Pradesh), হায়দরাবাদের গোলকোন্ডা ফোর্ট (Golconda Fort, Hyderabad) ৷ আর এর সঙ্গে স্থান নিজের জায়গা করে নিয়েছে ব্রিটিশ শাসনাধীন ভারতের একদা রাজধানী কলকাতার 2টি ঐতিহাসিক জায়গা ৷

আরও পড়ুন : 1 Billion Vaccine Milestone : কোভিড-19 টিকাকরণে 100 কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত

এভাবেই স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ, ফ্রন্টলাইন ওয়ার্কার, বিজ্ঞানী, ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা এবং যারা প্যানডেমিকের মোকাবিলায় অংশগ্রহণ করেছেন, তাঁদের সকলের প্রতি শ্রদ্ধা জানানো হবে, জানিয়েছে সরকারি সূত্র ৷

21 অক্টোবর, বৃহস্পতিবার সকালে 100 কোটি কোভিড ভ্যাকসিন ডোজের সীমা পেরনোর পরই টুইট করে স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) দেশবাসীকে অভিনন্দন জানান ৷ ভারত ইতিহাস গড়েছে, জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

সরকারি সূত্র অনুযায়ী, দেশে কোভিড-19 ভ্যাকসিন নেওয়ার সব যোগ্য প্রাপ্তবয়স্ক নাগরিকদের 75% অন্ততপক্ষে ভ্যাকসিনের 1টি ডোজ পেয়েছেন ৷ আর 31% 2টি ডোজই নিয়েছেন ৷

Last Updated : Oct 21, 2021, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.