কলকাতা, 22 সেপ্টেম্বর: অজ্ঞতার জেরে ডোপ কেলেঙ্কারি এবং নির্বাসন । ভারতীয় ক্রীড়াজগতে এমন ঘটনা নতুন নয় । এ নিয়ে সচেতনতা আগের তুলনায় বেড়েছে অনেকটাই ৷ তবে আশুতোষ মেহতার ঘটনায় এটা প্রমাণিত যে আরও বেশি সতর্ক হওয়া উচিত (Ashutosh Mehta)। দু'বছরের জন্য নির্বাসিত হলেন এটিকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার আশুতোষ মেহেতা । ডোপ টেস্টে ধরা পড়ায় শাস্তি পেতে হল তাঁকে (Ashutosh Mehta exiled from Indian Football after failing in Dope Test) ।
ভারতীয় ফুটবলে বিভিন্ন ক্লাবে বিভিন্ন সময় খেলেছেন আশুতোষ । মোহনবাগানের হয়ে আই লিগও জিতেছেন তিনি । আইএসএল-এও খেলেছেন বিভিন্ন দলের হয়ে । সম্প্রতি জাতীয় মাদক বিরোধী সংস্থা নাডার (National Anti-Doping Agency, NADA) করা ডোপ টেস্টে ধরা পড়লেন তিনি । আর জেরেই শাস্তির কবলে পড়তে হল ভারতীয় এই মিডফিল্ডারকে । 14 সেপ্টেম্বর এক নির্দেশিকায় এই নির্বাসনের কথা জানিয়ে বলা হয়েছে, তাঁর মূত্রের নমুনায় মরফিন পাওয়া গিয়েছে ।
আরও পড়ুন: কাপ্তান কি কামাল ! হরমনপ্রীতের চওড়া ব্যাটে রেকর্ড রান ভারতের
দু'বছরের নির্বাসন । গত বছর ইন্ডিয়ান সুপার লিগ গোয়াতে অনুষ্ঠিত হওয়ার কারণে জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয় । কেবলমাত্র ফাইনালে দর্শক প্রবেশের অনুমতি ছিল । আর সেই সময়ে ঘটে যায় এই ঘটনা । রিপোর্টে বলা হয়েছে 8 ফেব্রুয়ারি আইএসএল ম্যাচ শুরুর আগে আশুতোষের মূত্রের নমুনা নেওয়া হয় । নাডার নিয়ম মেনে সেই নমুনা পরীক্ষা করা হয় । তাতেই এই তথ্য মিলেছে । মরফিন নিয়েছেন আশুতোষ । আর এই রিপোর্ট হাতে আসতেই দু'বছরের জন্য নির্বাসিত হলেন আশুতোষ ৷
তবে আশুতোষ জানিয়েছেন, তিনি জেনেশুনে এই ড্রাগ নেননি । তাঁর দাবি, এক সতীর্থ ফুটবলার তাঁকে একটি আয়ুর্বেদিক ওষুধের কথা জানায় । সেই ওষুধ ব্যবহার করতে থাকেন তিনি । ওপিয়াম নামে এই ওষুধেই ছিল মরফিন । পরবর্তীকালে জানতে পেরে নাডাকে গোটা বিষয়টা খুলে বলেন আশুতোষ । নিজেকে নির্দোষ প্রমাণের জন্য তাঁর কাছে যথেষ্ট তথ্য রয়েছে বলেও জানিয়েছেন এটিকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ।