ETV Bharat / state

Weather Forecast : ভারী বৃষ্টির সতর্কতা, আগাম প্রস্তুতি নিচ্ছে কলকাতা পৌরনিগম - কলকাতা পৌরনিগম

আগামী 11 থেকে 14 জুন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস ৷ পাশাপাশি গঙ্গায় বান আসছে বলেও জানা গিয়েছে ৷ এমন পরিস্থিতিতে দুর্ভোগে পড়তে পারেন কলকাতাবাসী ৷ তার আগেই কোমর বাঁধছে কলকাতা পৌরনিগম ৷ আগে ভাগেই বৈঠক সেরেছেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

ভারী বৃষ্টির সতর্কতা, আগাম প্রস্তুতি নিচ্ছি কলকাতা পৌরনিগম
ভারী বৃষ্টির সতর্কতা, আগাম প্রস্তুতি নিচ্ছি কলকাতা পৌরনিগম
author img

By

Published : Jun 7, 2021, 11:00 PM IST

কলকাতা, 7 জুন : আগামী 11 থেকে 14 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গেই গঙ্গায় বান আসতে চলেছে । ফলে কলকাতা শহরে ফের জমা জলে দুর্ভোগে পড়তে পারেন শহরবাসী । মানুষকে জমা জলের দুর্ভোগ থেকে রেহাই দিতে আগাম প্রস্তুতি নিচ্ছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ।

ইতিমধ্যেই কলকাতা শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) প্রশাসকমণ্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন । আগামিকাল ফের বৈঠকে বসতে চলেছেন মুখ্য প্রশাসক । কলকাতা পৌরনিগমের পাম্পিং স্টেশনগুলির সবক'টি পাম্প সক্রিয় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে । শহরের নিকাশি সংক্রান্ত একটি প্ল্যানও তৈরি করেছে কলকাতা পৌরনিগম ৷ সেই প্ল্যান অনুযায়ী এবারও জমা জলের সুরাহা করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম ।

শহরে জমা জল বের করা হয় লকগেট দিয়ে । তবে যে সময় গঙ্গায় জোয়ার থাকে অথবা গঙ্গার জলের স্তর বেশি থাকে সেই সময় লকগেটগুলি বন্ধ রাখা হয় । ফিরহাদ জানিয়েছেন, গঙ্গার জোয়ার যখন আসে বা গঙ্গার জলের স্তর বেশি থাকে তখন শহরে জল জমলেও লকগেটগুলি খোলা যায় না । সেই সময় লকগেটগুলি খোলা থাকলে গঙ্গার জল শহরের ভিতরে চলে আসবে । গঙ্গার জলের স্তর কমলে লকগেটগুলি খুলে দেওয়া হবে, আর তখনই জমা জল নামবে ।

ভারী বৃষ্টির সতর্কতা জারি হতেই আগাম প্রস্তুতির কথা জানিয়ে সাংবাদিক বৈঠক করলেন ফিরহাদ হাকিম ৷

তাই ভারী বৃষ্টি হলে কলকাতার যেগুলো নিচু এলাকা সেইসব এলাকায় জল জমার সমস্যা তৈরি হবে । বিশেষ করে লকগেট বন্ধ থাকার ফলে চেতলা, খিদিরপুর মতো নিচু এলাকাগুলোতে জল জমার সমস্যা তৈরি হয় । এর আগে নিচু এলাকাগুলোতে যখন জল জমে গিয়েছিল বাসিন্দাদের অন্যত্র সরিয়ে আনা হয়েছিল ৷ তাঁদের খাওয়া-দাওয়ার সমস্ত ব্যবস্থা করেছিল কলকাতা পৌরনিগম । এবারও যদি জল জমার সমস্যা হয় তাহলে নিচু এলাকা থেকে মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে । সেই সঙ্গেই তাঁদের খাওয়া-দাওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে ।

আরও পড়ুন : বাজ পড়ে রাজ্যে মৃত 23, আর্থিক সাহায্য প্রধানমন্ত্রীর

কলকাতা, 7 জুন : আগামী 11 থেকে 14 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গেই গঙ্গায় বান আসতে চলেছে । ফলে কলকাতা শহরে ফের জমা জলে দুর্ভোগে পড়তে পারেন শহরবাসী । মানুষকে জমা জলের দুর্ভোগ থেকে রেহাই দিতে আগাম প্রস্তুতি নিচ্ছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ।

ইতিমধ্যেই কলকাতা শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) প্রশাসকমণ্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন । আগামিকাল ফের বৈঠকে বসতে চলেছেন মুখ্য প্রশাসক । কলকাতা পৌরনিগমের পাম্পিং স্টেশনগুলির সবক'টি পাম্প সক্রিয় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে । শহরের নিকাশি সংক্রান্ত একটি প্ল্যানও তৈরি করেছে কলকাতা পৌরনিগম ৷ সেই প্ল্যান অনুযায়ী এবারও জমা জলের সুরাহা করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম ।

শহরে জমা জল বের করা হয় লকগেট দিয়ে । তবে যে সময় গঙ্গায় জোয়ার থাকে অথবা গঙ্গার জলের স্তর বেশি থাকে সেই সময় লকগেটগুলি বন্ধ রাখা হয় । ফিরহাদ জানিয়েছেন, গঙ্গার জোয়ার যখন আসে বা গঙ্গার জলের স্তর বেশি থাকে তখন শহরে জল জমলেও লকগেটগুলি খোলা যায় না । সেই সময় লকগেটগুলি খোলা থাকলে গঙ্গার জল শহরের ভিতরে চলে আসবে । গঙ্গার জলের স্তর কমলে লকগেটগুলি খুলে দেওয়া হবে, আর তখনই জমা জল নামবে ।

ভারী বৃষ্টির সতর্কতা জারি হতেই আগাম প্রস্তুতির কথা জানিয়ে সাংবাদিক বৈঠক করলেন ফিরহাদ হাকিম ৷

তাই ভারী বৃষ্টি হলে কলকাতার যেগুলো নিচু এলাকা সেইসব এলাকায় জল জমার সমস্যা তৈরি হবে । বিশেষ করে লকগেট বন্ধ থাকার ফলে চেতলা, খিদিরপুর মতো নিচু এলাকাগুলোতে জল জমার সমস্যা তৈরি হয় । এর আগে নিচু এলাকাগুলোতে যখন জল জমে গিয়েছিল বাসিন্দাদের অন্যত্র সরিয়ে আনা হয়েছিল ৷ তাঁদের খাওয়া-দাওয়ার সমস্ত ব্যবস্থা করেছিল কলকাতা পৌরনিগম । এবারও যদি জল জমার সমস্যা হয় তাহলে নিচু এলাকা থেকে মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে । সেই সঙ্গেই তাঁদের খাওয়া-দাওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে ।

আরও পড়ুন : বাজ পড়ে রাজ্যে মৃত 23, আর্থিক সাহায্য প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.