ETV Bharat / state

Firhad on Corona Restrictions: কলকাতায় এখন করোনা নেই, তাই আপাতত কোনও বিধিনিষেধ নয়: ফিরহাদ

কলকাতায় এখন কেউ করোনায় (Corona in Kolkata) আক্রান্ত নেই ৷ তাই এখনই শহরে কোনও বিধিনিষেধ জারি হচ্ছে না ৷ জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷ তবে তিনি জানান, বুস্টার ডোজে অনীহা ভাবাচ্ছে পৌর কর্তৃপক্ষকে (Firhad on Corona Restrictions)৷

Firhad Hakim ETV Bharat
ফিরহাদ হাকিম
author img

By

Published : Dec 23, 2022, 7:45 PM IST

Updated : Dec 23, 2022, 8:20 PM IST

করোনার বিধিনিষেধ আপাতত নয়, জানালেন ফিরহাদ

কলকাতা, 23 ডিসেম্বর: কলকাতায় এই মুহূর্তে করোনায় (Corona in Kolkata) কেউ আক্রান্ত নেই । ফলে আপাতত কোনও বিধি আরোপের বিষয় নেই । শুক্রবার এ কথা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, মাস্ক পরা নিয়ে যদি রাজ্যের তরফে কোনও নির্দেশিকা আসে, তারপরেই সেটা নিয়ে প্রচারে নামবে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ (Firhad on Corona Restrictions)।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, প্রায় 13 লাখ নাগরিক বুস্টার নিয়েছেন । 18-60 বছর বয়সি প্রায় সাড়ে 21 লাখ শহরবাসী এখনও বুস্টার নেননি । 60 বছরের বেশি বয়স, এমন প্রায় দেড় লাখ নাগরিক বুস্টার নেননি । প্রতি বরোতে একটি করে টিকা কেন্দ্র থাকলেও কর্মীরা সেখানে কার্যত মাছি মারছেন । চিন-সহ বিভিন্ন দেশে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে । দেশেও করোনা সংক্রমণ ঠেকাতে কেন্দ্র এ বার প্রথম থেকেই তৎপর । রাজ্যের অবস্থানও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন । উৎসবের শহরে করোনা নিয়ে কী পদক্ষেপ করছে কলকাতা পৌরনিগম ?

এই প্রশ্নের উত্তরে এ দিন মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য অধিকাররা বৈঠক করেছেন । সেন্ট্রাল নির্দেশিকা দিয়েছে । আমরা সজাগ দৃষ্টিতে লক্ষ্য রাখছি । প্রত্যেক প্রাইমারি হেলথ সেন্টারে টেস্ট চালু রয়েছে । সামান্য কিছু হলেও যেন টেস্ট করে । তবে এখানে একটাও কিছু হয়নি । তাই এখনই বিধিনিষেধ আরোপে যাচ্ছি না । আমাদের ডোজ সেন্ট্রাল দিচ্ছে না । প্রাইভেটে পাওয়া যাচ্ছে । তাই যাঁরা নেননি নিয়ে নিন ।"

আরও পড়ুন: করোনা পরিস্থিতি সামলানোর সক্ষমতা দেখতে 27 ডিসেম্বর দেশের সব হাসপাতালে মক ড্রিলের সিদ্ধান্ত

নাগরিকদের বুস্টার ডোজ নিতে অনীহা নিয়ে উষ্মা প্রকাশ করেন মেয়র । তিনি বলেন, "বুস্টার নিয়ে বহুবার প্রচার হয়েছে । একটা লোকও নিচ্ছে না ।বরোতে একটা সেন্টার আছে । সারাদিন টিকা কর্মীরা মাছি তাড়ান । কেন্দ্রের থেকে সাপ্লাই পেলে সব প্রাইমারিতে চালু করব । সেন্ট্রালের সঙ্গে কথা বলব । অ্যাভেলেবেল হলে দেব । তবে মানুষের মধ্যে চাহিদা নেই । সারাদিনে লোক আসে না ।"

মাস্ক পরা নিয়ে ফিরহাদের বক্তব্য, "মাস্ক নিয়ে নির্দেশিকা আসেনি । এলেই প্রচারে নামব । এমনিতেও মাস্ক পরাটা অন্যান্য সংক্রামক বা পলিউশন থেকে বাঁচা যায় । পোর্ট অথরিটির উচিত প্রতিনিয়ত চেকিং করা । এটা হলে আমাদের সুবিধা হবে । নয়তো ভাইরাস ছড়িয়ে পড়লে মুশকিল ।"

করোনার বিধিনিষেধ আপাতত নয়, জানালেন ফিরহাদ

কলকাতা, 23 ডিসেম্বর: কলকাতায় এই মুহূর্তে করোনায় (Corona in Kolkata) কেউ আক্রান্ত নেই । ফলে আপাতত কোনও বিধি আরোপের বিষয় নেই । শুক্রবার এ কথা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, মাস্ক পরা নিয়ে যদি রাজ্যের তরফে কোনও নির্দেশিকা আসে, তারপরেই সেটা নিয়ে প্রচারে নামবে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ (Firhad on Corona Restrictions)।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, প্রায় 13 লাখ নাগরিক বুস্টার নিয়েছেন । 18-60 বছর বয়সি প্রায় সাড়ে 21 লাখ শহরবাসী এখনও বুস্টার নেননি । 60 বছরের বেশি বয়স, এমন প্রায় দেড় লাখ নাগরিক বুস্টার নেননি । প্রতি বরোতে একটি করে টিকা কেন্দ্র থাকলেও কর্মীরা সেখানে কার্যত মাছি মারছেন । চিন-সহ বিভিন্ন দেশে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে । দেশেও করোনা সংক্রমণ ঠেকাতে কেন্দ্র এ বার প্রথম থেকেই তৎপর । রাজ্যের অবস্থানও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন । উৎসবের শহরে করোনা নিয়ে কী পদক্ষেপ করছে কলকাতা পৌরনিগম ?

এই প্রশ্নের উত্তরে এ দিন মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য অধিকাররা বৈঠক করেছেন । সেন্ট্রাল নির্দেশিকা দিয়েছে । আমরা সজাগ দৃষ্টিতে লক্ষ্য রাখছি । প্রত্যেক প্রাইমারি হেলথ সেন্টারে টেস্ট চালু রয়েছে । সামান্য কিছু হলেও যেন টেস্ট করে । তবে এখানে একটাও কিছু হয়নি । তাই এখনই বিধিনিষেধ আরোপে যাচ্ছি না । আমাদের ডোজ সেন্ট্রাল দিচ্ছে না । প্রাইভেটে পাওয়া যাচ্ছে । তাই যাঁরা নেননি নিয়ে নিন ।"

আরও পড়ুন: করোনা পরিস্থিতি সামলানোর সক্ষমতা দেখতে 27 ডিসেম্বর দেশের সব হাসপাতালে মক ড্রিলের সিদ্ধান্ত

নাগরিকদের বুস্টার ডোজ নিতে অনীহা নিয়ে উষ্মা প্রকাশ করেন মেয়র । তিনি বলেন, "বুস্টার নিয়ে বহুবার প্রচার হয়েছে । একটা লোকও নিচ্ছে না ।বরোতে একটা সেন্টার আছে । সারাদিন টিকা কর্মীরা মাছি তাড়ান । কেন্দ্রের থেকে সাপ্লাই পেলে সব প্রাইমারিতে চালু করব । সেন্ট্রালের সঙ্গে কথা বলব । অ্যাভেলেবেল হলে দেব । তবে মানুষের মধ্যে চাহিদা নেই । সারাদিনে লোক আসে না ।"

মাস্ক পরা নিয়ে ফিরহাদের বক্তব্য, "মাস্ক নিয়ে নির্দেশিকা আসেনি । এলেই প্রচারে নামব । এমনিতেও মাস্ক পরাটা অন্যান্য সংক্রামক বা পলিউশন থেকে বাঁচা যায় । পোর্ট অথরিটির উচিত প্রতিনিয়ত চেকিং করা । এটা হলে আমাদের সুবিধা হবে । নয়তো ভাইরাস ছড়িয়ে পড়লে মুশকিল ।"

Last Updated : Dec 23, 2022, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.