ETV Bharat / state

Arup Biswas Replaced Partha Chatterjee: একুশের সঞ্চালনায় পার্থর ঘাটতি মেটালেন অরূপ, কুড়োলেন নেত্রীর প্রশংসা

পার্থ অতীত, অরূপ বর্তমান । 2023 এর একুশের সমাবেশে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস । এক বছর আগে একুশের সঞ্চালনায় ছিলেন আজ জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় ।

21 July Sahid Diwas
Arup Biswas
author img

By

Published : Jul 21, 2023, 9:37 PM IST

কলকাতা, 21 জুলাই: ঠিক এক বছর আগের কথা । একই চমক ছিল 21 জুলাই ঘিরে । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রথম সারির নেতাদের মধ্যে ছিলেন তিনি । একুশে জুলাই মানেই তাঁর তদারকিতেই অনুষ্ঠান সম্পন্ন হওয়া । তদারকি থেকে সঞ্চালনা, সেদিনের একুশের মঞ্চ ছিল পার্থময় । এক বছরের মধ্যেই ছবি-বদল। তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সত্যিই যে প্রাক্তন । 2022 একুশ-সমাবেশে সঞ্চালনায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায় । 2023-এ মুহূর্তে সেই ছবি বদলে গেল । জেলবন্দি পার্থ আজ অতীত, একুশের সমাবেশে সঞ্চালনায় তাঁর জায়গায় অরূপ বিশ্বাস।

এতদিন রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে একুশের মঞ্চে সঞ্চালনার ভূমিকায় তাঁকেই দেখা যেত। সেই পার্থ আজ ব্রাত্য । সঞ্চালকের ভূমিকায় উত্থান হল রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের। একদিকে অরূপের উত্থান, অন্যদিকে জেলবন্দি পার্থর রাজনৈতিক জীবনের এক অর্থে পতন । ক্ষমতার পাল্লায় তিনি যে অনেকটাই পিছিয়ে । 2023 এর একুশের মঞ্চ তাই একটু যেন অন্যরকম ।

রাজ্য সভাপতি সুব্রত বক্সির শরীর ভালো যাচ্ছে না। সম্প্রতি দলের বৈঠকে দলনেত্রীর কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি। ফলে একুশের সভাপতিত্বে সুব্রত বক্সি থাকলেও গোটা সভাকে কে সামলাবেন তাই নিয়ে জল্পনা ছিলই। এরপরই যেন অরূপ-উত্থান ৷ অরূপ বিশ্বাস শুধু সভা সামলালেন না, সঞ্চালনার জন্য দলনেত্রীর প্রশংসাও কুড়োলেন। যে প্রশংসা অতীতে কুড়িয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্য়ায়ের সঞ্চালনা দেখেই কি একুশের মঞ্চে এতটা আত্মবিশ্বাসী ছিলেন মন্ত্রী অরূপ ? প্রশ্ন উঠছে, কারণ, পার্থর মতোই বা বলা যেতে পারে পার্থর থেকে একটু এগিয়েই একুশের সঞ্চালনায় নজর কাড়লেন অরূপ । তাঁকে দেখা গেল একে একে বক্তাদের ডাকা থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্য শেষ করা পর্যন্ত, টানটান সঞ্চালনায় । এবারের একুশের মঞ্চে বক্তার তালিকায় যথেষ্ট চমক ছিল । অভিজ্ঞতার নিরিখেই সাজানো হয়েছিল বিশিষ্টদের । বক্তাদের তালিকায় ছাত্রনেত্রী রাজণ্যা হালদার থেকে সদ্য রাজ্যসভায় যাওয়া চা বাগানের প্রতিনিধি প্রকাশ চিক বরাইক নজর কাড়েন। আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা থেকে তফসিলি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি শিউলি সাহাও ছিলেন উল্লেখযোগ্য । একে একে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর শেষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য । একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যেই গোটা অনুষ্ঠান সঞ্চালনায় খামতি রাখেননি অরূপ বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব ।

আরও পড়ুন: ‘বিদ্রোহ’ ভুলে একুশের মঞ্চের প্রথম সারিতে শুভাপ্রসন্ন

এক বছর আগে এভাবেই মঞ্চ মাতিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় । 2023 এর 21 জুলাই, পার্থর ঠিকানা প্রেসিডেন্সি জেল। সূত্রের খবর, জেলের টিভিতেই একুশের সভা দেখেছেন পার্থ । সঞ্চালনায় তাঁর জায়গায় অরূপকে দেখে কতটা মর্মাহত পার্থ চট্টোপাধ্যায়, প্রশ্ন থেকে যাচ্ছে । যদিও এর থেকেও বড় প্রশ্ন, একুশের মঞ্চে কি পার্থর অনুপস্থিতি অনুভব করল না তৃণমূল নেতৃত্ব?

কলকাতা, 21 জুলাই: ঠিক এক বছর আগের কথা । একই চমক ছিল 21 জুলাই ঘিরে । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রথম সারির নেতাদের মধ্যে ছিলেন তিনি । একুশে জুলাই মানেই তাঁর তদারকিতেই অনুষ্ঠান সম্পন্ন হওয়া । তদারকি থেকে সঞ্চালনা, সেদিনের একুশের মঞ্চ ছিল পার্থময় । এক বছরের মধ্যেই ছবি-বদল। তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সত্যিই যে প্রাক্তন । 2022 একুশ-সমাবেশে সঞ্চালনায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায় । 2023-এ মুহূর্তে সেই ছবি বদলে গেল । জেলবন্দি পার্থ আজ অতীত, একুশের সমাবেশে সঞ্চালনায় তাঁর জায়গায় অরূপ বিশ্বাস।

এতদিন রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে একুশের মঞ্চে সঞ্চালনার ভূমিকায় তাঁকেই দেখা যেত। সেই পার্থ আজ ব্রাত্য । সঞ্চালকের ভূমিকায় উত্থান হল রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের। একদিকে অরূপের উত্থান, অন্যদিকে জেলবন্দি পার্থর রাজনৈতিক জীবনের এক অর্থে পতন । ক্ষমতার পাল্লায় তিনি যে অনেকটাই পিছিয়ে । 2023 এর একুশের মঞ্চ তাই একটু যেন অন্যরকম ।

রাজ্য সভাপতি সুব্রত বক্সির শরীর ভালো যাচ্ছে না। সম্প্রতি দলের বৈঠকে দলনেত্রীর কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি। ফলে একুশের সভাপতিত্বে সুব্রত বক্সি থাকলেও গোটা সভাকে কে সামলাবেন তাই নিয়ে জল্পনা ছিলই। এরপরই যেন অরূপ-উত্থান ৷ অরূপ বিশ্বাস শুধু সভা সামলালেন না, সঞ্চালনার জন্য দলনেত্রীর প্রশংসাও কুড়োলেন। যে প্রশংসা অতীতে কুড়িয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্য়ায়ের সঞ্চালনা দেখেই কি একুশের মঞ্চে এতটা আত্মবিশ্বাসী ছিলেন মন্ত্রী অরূপ ? প্রশ্ন উঠছে, কারণ, পার্থর মতোই বা বলা যেতে পারে পার্থর থেকে একটু এগিয়েই একুশের সঞ্চালনায় নজর কাড়লেন অরূপ । তাঁকে দেখা গেল একে একে বক্তাদের ডাকা থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্য শেষ করা পর্যন্ত, টানটান সঞ্চালনায় । এবারের একুশের মঞ্চে বক্তার তালিকায় যথেষ্ট চমক ছিল । অভিজ্ঞতার নিরিখেই সাজানো হয়েছিল বিশিষ্টদের । বক্তাদের তালিকায় ছাত্রনেত্রী রাজণ্যা হালদার থেকে সদ্য রাজ্যসভায় যাওয়া চা বাগানের প্রতিনিধি প্রকাশ চিক বরাইক নজর কাড়েন। আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা থেকে তফসিলি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি শিউলি সাহাও ছিলেন উল্লেখযোগ্য । একে একে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর শেষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য । একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যেই গোটা অনুষ্ঠান সঞ্চালনায় খামতি রাখেননি অরূপ বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব ।

আরও পড়ুন: ‘বিদ্রোহ’ ভুলে একুশের মঞ্চের প্রথম সারিতে শুভাপ্রসন্ন

এক বছর আগে এভাবেই মঞ্চ মাতিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় । 2023 এর 21 জুলাই, পার্থর ঠিকানা প্রেসিডেন্সি জেল। সূত্রের খবর, জেলের টিভিতেই একুশের সভা দেখেছেন পার্থ । সঞ্চালনায় তাঁর জায়গায় অরূপকে দেখে কতটা মর্মাহত পার্থ চট্টোপাধ্যায়, প্রশ্ন থেকে যাচ্ছে । যদিও এর থেকেও বড় প্রশ্ন, একুশের মঞ্চে কি পার্থর অনুপস্থিতি অনুভব করল না তৃণমূল নেতৃত্ব?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.