কলকাতা, 2 সেপ্টেম্বর: বাঙালির বারো মাসে তেরো পার্বণ । তবে, পার্বণ বানিয়ে নিতেও বাঙালি সিদ্ধহস্ত । তাই তো গানে, গল্পে, আড্ডায় যে কোনও সময়ে যে কোনও উৎসব পালন করে নিতে দু'বার ভাবে না তারা । এই যেমন 10 সেপ্টেম্বর আইসিসিআর-এ ইতিহাস, সাহিত্য, সংগীত, নাটক, নৃত্যের আঙিনায় জগন্নাথদেবকে 'জগন্নাথস্বামী নয়নপথগামী' শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করবেন বাংলার শিল্পীরা ৷
ড: উপালী চট্টোপাধ্যায়ের গবেষণা, পরিকল্পনা, রচনা, সংগীত ও সামগ্রিক পরিচালনায় এই অভূতপূর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । নানা ধারার সংগীতে থাকবেন জয়তী চক্রবর্তী, উপালী চট্টোপাধ্যায়, অভীক মুখোপাধ্যায়, দীপান্বিতা চৌধুরী, বিভবেন্দু ভট্টাচার্য, দিশা রায়, তৃষা পাড়ুই, ইন্দ্রনীল দত্ত, অনস্মিতা ঘোষ এবং দেবাদৃত চচট্টোপাধ্যায় । নৃত্যে থাকছে গুরু গিরিধারী নায়েকের প্রতিষ্ঠান 'ওড়িশি আশ্রমে'-এর শিল্পীরা । বলা বাহুল্য, সংস্কৃতির নানা ধারা এসে মিশবে এই অনুষ্ঠানে । পাঠে ও ভাষ্যে উপালী চট্টোপাধ্যায় এবং সৌরভ সাহা । নাট্যাংশে থাকছে, বীক্ষণ নাট্যগোষ্ঠী ও ভূমিসূত থিয়েটার কলকাতা । মঞ্চসজ্জায় তরুণকান্তি বারিক, আলো প্রক্ষেপণে দীপংকর দে, শব্দ প্রক্ষেপণে দাস এন্ড কোং । সমবেত সংগীতে উপালী চট্টোপাধ্যায় মিউজিকের ছাত্রীরা ।
আরও পড়ুন: ‘বনবাস’ কাটিয়ে বাংলা ছবিতে ফিরলেন শর্মিলা, ‘পুরাতন’ দিয়েই নতুন শুরু সত্যজিতের নায়িকার
সৌরভ সাহাকে এর আগে মানুষ দেখেছে 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরিত্রে । এই চরিত্রে মানুষের থেকে বিপুল ভালোবাসা পেয়েছেন তিনি ৷ তবে এবার এই নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে । সংগীত পরিচালক তথা গবেষক উপালি চট্টোপাধ্যায় বলেন, "জগন্নাথ মানেই মিলন মেলা । বহুর সম্মেলন কীর্তন, লোকসঙ্গীত, পালাগান, রবীন্দ্র সঙ্গীত, বাউল গান সবই থাকবে । মাত্র দু'ঘণ্টার মধ্যে একটা মহাযজ্ঞকে মিটিয়ে ফেলতে হবে । কীভাবে সম্ভব হবে জানি না । আমার বিশ্বাস জগন্নাথদেব সবটা করিয়ে নিচ্ছেন এবং নেবেন ।"