ETV Bharat / state

Arjun Singh Rejoins TMC : পদ্ম ছেড়ে অভিষেকের উপস্থিতিতে তৃণমূলে প্রত্যাবর্তন অর্জুনের

রবিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাকস্ট্রিটের অফিসে যান অর্জুন ৷ তারপরেই তৃণমূলে ফেরেন তিনি (Arjun Singh Rejoins TMC) ৷

arjun singh joins TMC
তৃণমূলে অর্জুন সিং
author img

By

Published : May 22, 2022, 5:56 PM IST

Updated : May 22, 2022, 6:17 PM IST

কলকাতা, 22 মে : জল্পনা-কল্পনা সত্যি প্রমাণ করে তৃণমূলেই প্রত্যাবর্তন হল অর্জুনের (Arjun Singh rejoins TMC) ৷ যাবতীয় "পদ্মপাট" চুকিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই রবিবার তৃণমূলে ফিরলেন অর্জুন সিং ৷ এদিন বিকেলে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে যান ব্যারাকপুরের সাংসদ অর্জুন ৷ দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের ৷ তারপরেই অভিষেকের অফিসে তাঁর হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন ব্যারাকপুরের সাংসদ ৷

তবে বিজেপির সঙ্গে যাবতীয় সম্পর্ক যে তিনিই আজই মিটিয়ে ফেলতে চলেছেন সে ইঙ্গিত অর্জুন আগেই দেন ৷ এদিন সকালে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "একদিকে কাউন্টডাউন শুরু, একদিকে কাউন্টডাউন শেষ । পাট নিয়ে কেন্দ্রীয় সরকারকে অনেক সময় দেওয়া হয়েছে । এ বার রাজ্যের সঙ্গে কথা বলা দরকার । বিজেপিতে থাকব কি না, সেটা সময় বলবে । যাঁরা পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ, যাঁরা পাশে ছিলেন না, তাঁদেরও ধন্যবাদ । এখনও যা বলছি, বিজেপিতে থেকেই বলছি । সরকারি ভাবে যখন পরিবর্তন করব, সকলেই জানতে পারবেন ।"

Arjun Singh Rejoins TMC
ঘরে ফিরলেন অর্জুন

আরও পড়ুন : দাদা যেই ফুলে, আমরাও সেই ফুলে ! সাফ জানালেন অর্জুন অনুগামীরা

এদিন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গিয়েছে অর্জুনের মুখে ৷ বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দল গড়ার আগে থেকে আমি তাঁর সঙ্গে থেকেছি । এটা আমার কাছে নতুন কিছু নয় । আমি আমার জায়গায় ঠিক আছি । কেউ কিছু মেনে না নিলে সেটা তাঁর ব্যাপার ।" একইসঙ্গে তাঁর বক্তব্য, বিজেপিতে থাকাকালীন যে তৃণমূল বিরোধিতা তাঁর মুখ থেকে শোনা গিয়েছে, সেটা ব্যক্তিগত কোনও শত্রুতা নয় ৷ তা তিনি করেছিলেন দলীয় অবস্থান থেকেই ।

কলকাতা, 22 মে : জল্পনা-কল্পনা সত্যি প্রমাণ করে তৃণমূলেই প্রত্যাবর্তন হল অর্জুনের (Arjun Singh rejoins TMC) ৷ যাবতীয় "পদ্মপাট" চুকিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই রবিবার তৃণমূলে ফিরলেন অর্জুন সিং ৷ এদিন বিকেলে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে যান ব্যারাকপুরের সাংসদ অর্জুন ৷ দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের ৷ তারপরেই অভিষেকের অফিসে তাঁর হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন ব্যারাকপুরের সাংসদ ৷

তবে বিজেপির সঙ্গে যাবতীয় সম্পর্ক যে তিনিই আজই মিটিয়ে ফেলতে চলেছেন সে ইঙ্গিত অর্জুন আগেই দেন ৷ এদিন সকালে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "একদিকে কাউন্টডাউন শুরু, একদিকে কাউন্টডাউন শেষ । পাট নিয়ে কেন্দ্রীয় সরকারকে অনেক সময় দেওয়া হয়েছে । এ বার রাজ্যের সঙ্গে কথা বলা দরকার । বিজেপিতে থাকব কি না, সেটা সময় বলবে । যাঁরা পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ, যাঁরা পাশে ছিলেন না, তাঁদেরও ধন্যবাদ । এখনও যা বলছি, বিজেপিতে থেকেই বলছি । সরকারি ভাবে যখন পরিবর্তন করব, সকলেই জানতে পারবেন ।"

Arjun Singh Rejoins TMC
ঘরে ফিরলেন অর্জুন

আরও পড়ুন : দাদা যেই ফুলে, আমরাও সেই ফুলে ! সাফ জানালেন অর্জুন অনুগামীরা

এদিন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গিয়েছে অর্জুনের মুখে ৷ বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দল গড়ার আগে থেকে আমি তাঁর সঙ্গে থেকেছি । এটা আমার কাছে নতুন কিছু নয় । আমি আমার জায়গায় ঠিক আছি । কেউ কিছু মেনে না নিলে সেটা তাঁর ব্যাপার ।" একইসঙ্গে তাঁর বক্তব্য, বিজেপিতে থাকাকালীন যে তৃণমূল বিরোধিতা তাঁর মুখ থেকে শোনা গিয়েছে, সেটা ব্যক্তিগত কোনও শত্রুতা নয় ৷ তা তিনি করেছিলেন দলীয় অবস্থান থেকেই ।

Last Updated : May 22, 2022, 6:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.