ETV Bharat / state

সরকারি গণবিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টে অর্জুন

জনসচেতনতামূলক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেনি রাজ্য সরকার ।কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা অর্জুন সিংহের ।

Arjun in the Calcutta High Court with no official public notice before Eid-ul-Zoha
Arjun in the Calcutta High Court with no official public notice before Eid-ul-Zoha
author img

By

Published : Jul 24, 2020, 1:30 AM IST

কলকাতা 23 জুলাই : হাইকোর্টের নির্দেশ অনুযায়ীবখরি ঈদের অন্তত এক মাস আগে রাজ্য সরকারকে গণবিজ্ঞপ্তি দিয়ে জানাতে হয় প্রকাশ্যেপশু হত্যা করা আইনত শাস্তিযোগ্য অপরাধ । চলতি বছরে আগামী 31 জুলাই গোটা দেশ জুড়ে পালিত হবে বখরিঈদ । কিন্তু কোর্টের নির্দেশমতো এখনও সরকারকে কোন পাবলিক নোটিশ দিতে দেখা যায়নি ।এ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন ভারতীয় জনতা পার্টিরলোকসভার সদস্য অর্জুন সিংহ ।

প্রধানবিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে অর্জুনসিংহের আইনজীবী বিকাশ সিংহ মামলাটি করেছেন । মামলাকারীর বক্তব্য, শুধুমাত্র কুরবানি নয় মানুষের সবথেকে ভালবাসার জিনিস আল্লাহর নামে উৎসর্গ বা ত্যাগ করা হয় ।

অর্জুনসিংহের দাবি, পশুহত্যার পর বাতিল অংশকে সঠিকভাবে ফেলার ব্যবস্থা করা হয় না । যার ফলে অত্যন্তদুর্গন্ধ বের হয়, পরিবেশদূষিত হয়।এর ফলে মানুষের চর্মরোগ ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা বৃদ্ধি পায়।পাশাপাশি এটা পরিবেশ আইনেরও বিরোধী ।

সরকারি গণবিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টেঅর্জুন

কলকাতা 23 জুলাই : হাইকোর্টের নির্দেশ অনুযায়ীবখরি ঈদের অন্তত এক মাস আগে রাজ্য সরকারকে গণবিজ্ঞপ্তি দিয়ে জানাতে হয় প্রকাশ্যেপশু হত্যা করা আইনত শাস্তিযোগ্য অপরাধ । চলতি বছরে আগামী 31 জুলাই গোটা দেশ জুড়ে পালিত হবে বখরিঈদ । কিন্তু কোর্টের নির্দেশমতো এখনও সরকারকে কোন পাবলিক নোটিশ দিতে দেখা যায়নি ।এ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন ভারতীয় জনতা পার্টিরলোকসভার সদস্য অর্জুন সিংহ ।

প্রধানবিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে অর্জুনসিংহের আইনজীবী বিকাশ সিংহ মামলাটি করেছেন । মামলাকারীর বক্তব্য, শুধুমাত্র কুরবানি নয় মানুষের সবথেকে ভালবাসার জিনিস আল্লাহর নামে উৎসর্গ বা ত্যাগ করা হয় ।

অর্জুনসিংহের দাবি, পশুহত্যার পর বাতিল অংশকে সঠিকভাবে ফেলার ব্যবস্থা করা হয় না । যার ফলে অত্যন্তদুর্গন্ধ বের হয়, পরিবেশদূষিত হয়।এর ফলে মানুষের চর্মরোগ ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা বৃদ্ধি পায়।পাশাপাশি এটা পরিবেশ আইনেরও বিরোধী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.