ETV Bharat / state

West Bengal AQI: কলকাতা-সহ রাজ্যের 6 শহরে বেড়েছে বাতাসের গুণমান, এনসিএপি’র রিপোর্টে উল্লেখ - ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম

ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের আওতায় বেড়েছে পশ্চিমবঙ্গের 6টি শহরের বাতাসের গুণমান (West Bengal AQI) ৷ সম্প্রতি রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে ৷

West Bengal AQI ETV BHARAT
West Bengal AQI
author img

By

Published : Jan 14, 2023, 10:05 PM IST

কলকাতা, 14 জানুয়ারি: কলকাতা-সহ রাজ্যের 6টি শহরের বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ অনেকটাই কমেছে (AQI Improved in Six Cities of West Bengal) অর্থাৎ, বাতাসের দূষণ সূচকের হিসেবে রাজ্যের ওই 6টি শহরে দূষণের পরিমাণ অনেকটাই কমেছে ৷ সেই শহরগুলি হল, কলকাতা, হাওড়া, বিধাননগর, আসানসোল, হলদিয়া ও দুর্গাপুর ৷ 2011-15 সালে ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি এই 6টি শহর ৷ তবে, 2019 সালে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের আওতায় আসার পর এই 6টি শহরে বাতাসের গুণমানে অনেকটাই উন্নতি এসেছে ৷ সম্প্রতি ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের এই রিপোর্ট প্রকাশ হতেই, উচ্ছ্বসীত রাজ্য পরিবেশ দফতরের আধিকারিকরা ৷

ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড পূরণ করতে না পারা শহরগুলিকে নন অ্যাটেনমেন্ট হিসেবে চিহ্নিত করে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক ৷ 2011-2015 সালে সেই তালিকায় ছিল 131টি শহর ৷ যার মধ্যে কলকাতা, হাওড়া, বিধাননগর, আসানসোল, হলদিয়া এবং দুর্গাপুর ছিল ৷ 2019 সালে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম চালু করে কেন্দ্র ৷ সেখানে এই 131টি শহরের বায়ুদূষণকে নিয়ন্ত্রণ করতে উদ্যোগ নেওয়া হয় ৷ সম্প্রতি ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের তরফে ওই 131টি শহরের বর্তমান পরিস্থিতি উল্লেখ করা হয়েছে ৷

সেই তালিকায় দেখা গিয়েছে রাজ্যে 6টি শহরই দূষণমুক্ত বায়ুর প্যারামিটারের তালিকায় অনেকটাই উন্নতি করেছে ৷ মূলত, ভাসমান ধূলিকণার দু’টি পর্যায়ে এই দূষণ পরিমাপ করা হয় ৷ একটি 2.5 পিএম, আর অন্যটি 10 পিএম ৷ 2.5 পিএম বা প্যারামিটারে একমাত্র দুর্গাপুর 8 নম্বরে রয়েছে ৷ বাকি 5টি শহর সবচেয়ে সেই তালিকা প্রথম দশে আর নেই ৷ আর 10 পিএম-এর তালিকায় কেবল হাওড়া রয়েছে নবম স্থানে ৷ এই রিপোর্ট প্রকাশ হতেই উচ্ছ্বসিত রাজ্য পরিবেশ দফতরের আধিকারিকরা ৷ তাঁরা জানাচ্ছেন, গত 4 বছরে বাতাসে দূষণের মাত্রায় যে হারে উন্নতি এসেছে, তা আরও ভালো করার চেষ্টায় রয়েছে পরিবেশ দফতর ৷

আরও পড়ুন: দূষণ রুখতে ধোঁয়া মুক্ত উনুন দেবে পরিবেশ দফতর

ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামেক রিপোর্টে আরও বলা হয়েছে, ট্র্যাকার অনুসারে 2022 সালের শীর্ষ 10 তালিকার বেশিরভাগ শহরগুলি ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে রয়েছে ৷ এটি প্রমাণ করে যে বাস্তব এবং দীর্ঘমেয়াদী সমাধানগুলি দিল্লির বাইরে কাজ করেছে ৷ ইন্দো-গাঙ্গেয় সমভূমি অঞ্চলে বাতাসে দূষণের মান কমাতে ব্যবস্থা নিতে হবে ৷ 2019 সালের 10 জানুয়ারি কেন্দ্রীয় সরকার নন অ্যাটেনমেন্ট শহরগুলিতে বায়ুর দূষণ মোকাবিলায় ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম চালু করেছে। এই প্রকল্পে প্রায় 6,897 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র ৷

কলকাতা, 14 জানুয়ারি: কলকাতা-সহ রাজ্যের 6টি শহরের বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ অনেকটাই কমেছে (AQI Improved in Six Cities of West Bengal) অর্থাৎ, বাতাসের দূষণ সূচকের হিসেবে রাজ্যের ওই 6টি শহরে দূষণের পরিমাণ অনেকটাই কমেছে ৷ সেই শহরগুলি হল, কলকাতা, হাওড়া, বিধাননগর, আসানসোল, হলদিয়া ও দুর্গাপুর ৷ 2011-15 সালে ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি এই 6টি শহর ৷ তবে, 2019 সালে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের আওতায় আসার পর এই 6টি শহরে বাতাসের গুণমানে অনেকটাই উন্নতি এসেছে ৷ সম্প্রতি ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের এই রিপোর্ট প্রকাশ হতেই, উচ্ছ্বসীত রাজ্য পরিবেশ দফতরের আধিকারিকরা ৷

ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড পূরণ করতে না পারা শহরগুলিকে নন অ্যাটেনমেন্ট হিসেবে চিহ্নিত করে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক ৷ 2011-2015 সালে সেই তালিকায় ছিল 131টি শহর ৷ যার মধ্যে কলকাতা, হাওড়া, বিধাননগর, আসানসোল, হলদিয়া এবং দুর্গাপুর ছিল ৷ 2019 সালে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম চালু করে কেন্দ্র ৷ সেখানে এই 131টি শহরের বায়ুদূষণকে নিয়ন্ত্রণ করতে উদ্যোগ নেওয়া হয় ৷ সম্প্রতি ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের তরফে ওই 131টি শহরের বর্তমান পরিস্থিতি উল্লেখ করা হয়েছে ৷

সেই তালিকায় দেখা গিয়েছে রাজ্যে 6টি শহরই দূষণমুক্ত বায়ুর প্যারামিটারের তালিকায় অনেকটাই উন্নতি করেছে ৷ মূলত, ভাসমান ধূলিকণার দু’টি পর্যায়ে এই দূষণ পরিমাপ করা হয় ৷ একটি 2.5 পিএম, আর অন্যটি 10 পিএম ৷ 2.5 পিএম বা প্যারামিটারে একমাত্র দুর্গাপুর 8 নম্বরে রয়েছে ৷ বাকি 5টি শহর সবচেয়ে সেই তালিকা প্রথম দশে আর নেই ৷ আর 10 পিএম-এর তালিকায় কেবল হাওড়া রয়েছে নবম স্থানে ৷ এই রিপোর্ট প্রকাশ হতেই উচ্ছ্বসিত রাজ্য পরিবেশ দফতরের আধিকারিকরা ৷ তাঁরা জানাচ্ছেন, গত 4 বছরে বাতাসে দূষণের মাত্রায় যে হারে উন্নতি এসেছে, তা আরও ভালো করার চেষ্টায় রয়েছে পরিবেশ দফতর ৷

আরও পড়ুন: দূষণ রুখতে ধোঁয়া মুক্ত উনুন দেবে পরিবেশ দফতর

ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামেক রিপোর্টে আরও বলা হয়েছে, ট্র্যাকার অনুসারে 2022 সালের শীর্ষ 10 তালিকার বেশিরভাগ শহরগুলি ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে রয়েছে ৷ এটি প্রমাণ করে যে বাস্তব এবং দীর্ঘমেয়াদী সমাধানগুলি দিল্লির বাইরে কাজ করেছে ৷ ইন্দো-গাঙ্গেয় সমভূমি অঞ্চলে বাতাসে দূষণের মান কমাতে ব্যবস্থা নিতে হবে ৷ 2019 সালের 10 জানুয়ারি কেন্দ্রীয় সরকার নন অ্যাটেনমেন্ট শহরগুলিতে বায়ুর দূষণ মোকাবিলায় ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম চালু করেছে। এই প্রকল্পে প্রায় 6,897 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.