ETV Bharat / state

Panchayat Elections 2023: রাজীবা সিনহার বিরুদ্ধে খুনের মামলা রুজুর আবেদন - রাজীবা সিনহার বিরুদ্ধে খুনের মামলা রুজুর আবেদন

ভোট শুরুর পর থেকেই অশান্তির দৃশ্য রাজ্যজুড়ে। এই মর্মে টিটাগড় থানা, রাজ্যের ডিজিপি, ব্যারাকপুর সিপি এবং রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে মেইল করেছেন আইনজীবী কৌস্তভ বাগচী ৷ তাতে তিনি উল্লেখ করেছেন, কেন মাননীয় রাজীবা সিনহা হাইকোর্টের আদেশগুলিকে অগ্রাধিকার দিচ্ছেন না ৷ তাই তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হোক ৷

রাজীবা সিনহা
rajiba sinha
author img

By

Published : Jul 8, 2023, 2:17 PM IST

Updated : Jul 8, 2023, 2:37 PM IST

কলকাতা, 8 জুলাই: শনিবার সকাল 7টায় শুরু হয়েছে ভোট । এরপরেই রাজ্যের বিভিন্ন অংশ তপ্ত হওয়ার দৃশ্য সামনে আসছে । যদিও আজ নয়, মনোনয়ন পর্ব থেকে চলছে অশান্তি ও হানাহানি এবং সন্ত্রাসের ঘটনা ৷ এই ঘটনায় রাজ্য নির্বাচন কমিশনারকে দায়ী করে আইনজীবী কৌস্তভ বাগচী খুনের মামলা দায়েরের আবেদন করলেন ৷ শনিবার টিটাগড় থানা, রাজ্যের ডিজিপি, ব্যারাকপুর সিপি এবং রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে মেইল করেছেন আইনজীবী কৌস্তভ বাগচী ৷ পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও চিঠি দিয়েছেন এই কংগ্রেস নেতা ।

তাতে তিনি লিখেছেন, "স্যার, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন, 2023 একটি নজিরবিহীন কাণ্ডের সাক্ষী হচ্ছে । হিংসা, মারামারি, খুন চারিদিকে ঘটেই চলেছে ৷ আর এতে সাহায্য করছে রাজীবা সিনহার প্ররোচনা ৷ তিনি পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার ৷ তাঁর কারণেই হিংসার এই ছবিটা এত ভয়াবহ ৷ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত 14 জন নিহত হয়েছেন । এ ধরনের অপরাধ সংঘটিত করতে দুষ্কৃতীদের পাশাপাশি রাজীবা সিনহার ভূমিকাকেও উপেক্ষা করা যায় না । এই আবেদনে উল্লিখিত তথ্য এবং পরিস্থিতির ভিত্তিতে, আপনাদের অন্তরাত্মার কাছে আমার বিনীত অনুরোধ, রাজীবা সিনহার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হোক ৷ তাঁর বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন ।"

Panchayat Elections 2023
মেইল করেছেন আইনজীবী কৌস্তভ বাগচী

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে সেই 'মৃত্যু-উপত্যকা' বাংলা, রাজ্যজুড়ে মৃত 7, জখম বহু

এ দিকে, রাজীবা সিনহাকে শোকজ করার আবেদন জানিয়ে এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চেয়েছে হাওড়া সিপিআইএম ৷ তারা প্রধান বিচারপতির বেঞ্চে এই আবেদন জানিয়ে চিঠি দিয়েছে ৷

উল্লেখ্য, সকাল থেকেই দফতরে ছিলেন না রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা । এ দিন সকাল 10টা নাগাদ দফতরে এসে পৌঁছন তিনি । তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি । তাঁকে একাধিক প্রশ্ন করা হয় । কিন্তু, গাড়ি থেকে নেমে কোনও জবাব দেননি তিনি ।

অন্যদিকে, শনিবার ভোটগ্রহণ চলাকালীন নন্দীগ্রাম থেকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে ফোন করেন শুভেন্দু অধিকারী । ক্ষুব্ধ বিরোধী দলনেতা সরাসরি তাঁকে প্রশ্ন করেন, "আর কত রক্ত আপনার চাই ?" নিবার্চন শেষে কমিশনের দফতরেও যেতে পারেন শুভেন্দু অধিকারী ৷

কলকাতা, 8 জুলাই: শনিবার সকাল 7টায় শুরু হয়েছে ভোট । এরপরেই রাজ্যের বিভিন্ন অংশ তপ্ত হওয়ার দৃশ্য সামনে আসছে । যদিও আজ নয়, মনোনয়ন পর্ব থেকে চলছে অশান্তি ও হানাহানি এবং সন্ত্রাসের ঘটনা ৷ এই ঘটনায় রাজ্য নির্বাচন কমিশনারকে দায়ী করে আইনজীবী কৌস্তভ বাগচী খুনের মামলা দায়েরের আবেদন করলেন ৷ শনিবার টিটাগড় থানা, রাজ্যের ডিজিপি, ব্যারাকপুর সিপি এবং রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে মেইল করেছেন আইনজীবী কৌস্তভ বাগচী ৷ পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও চিঠি দিয়েছেন এই কংগ্রেস নেতা ।

তাতে তিনি লিখেছেন, "স্যার, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন, 2023 একটি নজিরবিহীন কাণ্ডের সাক্ষী হচ্ছে । হিংসা, মারামারি, খুন চারিদিকে ঘটেই চলেছে ৷ আর এতে সাহায্য করছে রাজীবা সিনহার প্ররোচনা ৷ তিনি পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার ৷ তাঁর কারণেই হিংসার এই ছবিটা এত ভয়াবহ ৷ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত 14 জন নিহত হয়েছেন । এ ধরনের অপরাধ সংঘটিত করতে দুষ্কৃতীদের পাশাপাশি রাজীবা সিনহার ভূমিকাকেও উপেক্ষা করা যায় না । এই আবেদনে উল্লিখিত তথ্য এবং পরিস্থিতির ভিত্তিতে, আপনাদের অন্তরাত্মার কাছে আমার বিনীত অনুরোধ, রাজীবা সিনহার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হোক ৷ তাঁর বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন ।"

Panchayat Elections 2023
মেইল করেছেন আইনজীবী কৌস্তভ বাগচী

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে সেই 'মৃত্যু-উপত্যকা' বাংলা, রাজ্যজুড়ে মৃত 7, জখম বহু

এ দিকে, রাজীবা সিনহাকে শোকজ করার আবেদন জানিয়ে এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চেয়েছে হাওড়া সিপিআইএম ৷ তারা প্রধান বিচারপতির বেঞ্চে এই আবেদন জানিয়ে চিঠি দিয়েছে ৷

উল্লেখ্য, সকাল থেকেই দফতরে ছিলেন না রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা । এ দিন সকাল 10টা নাগাদ দফতরে এসে পৌঁছন তিনি । তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি । তাঁকে একাধিক প্রশ্ন করা হয় । কিন্তু, গাড়ি থেকে নেমে কোনও জবাব দেননি তিনি ।

অন্যদিকে, শনিবার ভোটগ্রহণ চলাকালীন নন্দীগ্রাম থেকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে ফোন করেন শুভেন্দু অধিকারী । ক্ষুব্ধ বিরোধী দলনেতা সরাসরি তাঁকে প্রশ্ন করেন, "আর কত রক্ত আপনার চাই ?" নিবার্চন শেষে কমিশনের দফতরেও যেতে পারেন শুভেন্দু অধিকারী ৷

Last Updated : Jul 8, 2023, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.