ETV Bharat / state

মেট্রো যাত্রা আরও স্মার্ট, রিচার্জ করুন বাড়ি বসেই ! - durga pujo

মেট্রো রেল কলকাতার লাইফলাইন । পরিসংখ্যান বলছে, রোজ 43.83 লাখ লোকের যাতায়াতের একমাত্র ভরসা মেট্রো রেল । মেট্রো রেল কাউন্টারের সামনে পড়ে দীর্ঘ লাইন । এই লাইন এড়াতে পুজোর আগেই চালু হচ্ছে একটি অ্যাপ । যার মাধ্যমে ঘরে বসেই রিচার্জ করা যাবে স্মার্ট কার্ডটি ।

মেট্রোরেল কলকাতা
author img

By

Published : Aug 21, 2019, 11:00 AM IST

Updated : Aug 21, 2019, 12:10 PM IST

কলকাতা, 21 অগাস্ট : লম্বা লাইনে আর দাঁড়াতে হবে না । এখন বাড়িতে বসেই রিচার্জ করতে পারবেন মেট্রোর স্মার্ট কার্ড । এর জন্য নতুন অ্যাপ আনছে কলকাতা মেট্রো । কর্তৃপক্ষের আশ্বাস, পুজোর আগেই পরিকল্পনাটি বাস্তবায়িত হবে ।

মেট্রো রেল কলকাতার লাইফলাইন । পরিসংখ্যান বলছে, রোজ 43.83 লাখ লোকের যাতায়াতের একমাত্র ভরসা মেট্রো রেল । বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোতে ভিড়টা একটু বেশিই থাকে । এই সময় প্রায় 24 ঘণ্টাই মেট্রো পরিষেবা চালু থাকে । দুর্গাপুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখে বিনা হয়রানিতে ও তাড়াতাড়ি বাড়ি ফেরার একমাত্র উপায় হল মেট্রো রেল । তখন টিকিট কাউন্টারে লম্বা লাইনও পড়ে । এই পুজোয় আর দাঁড়াতে হবে না লাইনে । মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দোপাধ্যায় বলেন, "সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (ক্রিস) নামে একটি সফটওয়্যার সংস্থা এই অ্যাপটি বানিয়েছে । যা নিজের ফোনে ডাউনলোড করে নিলে যে কোনও জায়গা থেকে যে কোনও সময় স্মার্ট কার্ডটি রিচার্জ করা যেতে পারে ।" তিনি আরও বলেন, পরিকল্পনামাফিক সবকিছু এগোলে পুজোর আগেই পরিষেবাটি চালু হয়ে যাবে ।

কীভাবে অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে হবে ?

স্মার্টফোনে ডাউনলোড করতে হবে অ্যাপটি । তারপর অ্যাপটি খুলে ডেস্টিনেশনর জায়গায় আপনি যে জায়গায় থাকতেন সেটিকে নির্বাচন করতে হবে । এবার নির্দিষ্ট স্থানে আপানার স্মার্ট কার্ডের নম্বরটি বসাতে হবে এবং যত টাকার রিচার্জ করতে চান ই-ওয়ালেটের মাধ্যমে সেই পেমেন্ট করতে হবে । ব্যাস তাহলেই মুক্তি লম্বা লাইনে দাঁড়ানো থেকে । চাইলে আপনি যে কোনও একটি মেট্রো স্টেশনে গিয়ে ব্যালান্স চেকিং টার্মিনাল মেশিনের মাধ্যমে নিজের কার্ডের ব্যালেন্স দেখে নিতে পারবেন ।

মেট্রো রেল সূত্রে খবর, এই প্রকল্পটির জন্য মোট 2 কোটি টাকা খরচ হয়েছে । IRCTC-এর পেমেন্ট গেটের মাধ্যমে পেমেন্ট করা হবে । সফটওয়্যার সংস্থা ক্রিস এবং IRCTC-র মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তিও হবে ।

কলকাতা, 21 অগাস্ট : লম্বা লাইনে আর দাঁড়াতে হবে না । এখন বাড়িতে বসেই রিচার্জ করতে পারবেন মেট্রোর স্মার্ট কার্ড । এর জন্য নতুন অ্যাপ আনছে কলকাতা মেট্রো । কর্তৃপক্ষের আশ্বাস, পুজোর আগেই পরিকল্পনাটি বাস্তবায়িত হবে ।

মেট্রো রেল কলকাতার লাইফলাইন । পরিসংখ্যান বলছে, রোজ 43.83 লাখ লোকের যাতায়াতের একমাত্র ভরসা মেট্রো রেল । বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোতে ভিড়টা একটু বেশিই থাকে । এই সময় প্রায় 24 ঘণ্টাই মেট্রো পরিষেবা চালু থাকে । দুর্গাপুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখে বিনা হয়রানিতে ও তাড়াতাড়ি বাড়ি ফেরার একমাত্র উপায় হল মেট্রো রেল । তখন টিকিট কাউন্টারে লম্বা লাইনও পড়ে । এই পুজোয় আর দাঁড়াতে হবে না লাইনে । মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দোপাধ্যায় বলেন, "সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (ক্রিস) নামে একটি সফটওয়্যার সংস্থা এই অ্যাপটি বানিয়েছে । যা নিজের ফোনে ডাউনলোড করে নিলে যে কোনও জায়গা থেকে যে কোনও সময় স্মার্ট কার্ডটি রিচার্জ করা যেতে পারে ।" তিনি আরও বলেন, পরিকল্পনামাফিক সবকিছু এগোলে পুজোর আগেই পরিষেবাটি চালু হয়ে যাবে ।

কীভাবে অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে হবে ?

স্মার্টফোনে ডাউনলোড করতে হবে অ্যাপটি । তারপর অ্যাপটি খুলে ডেস্টিনেশনর জায়গায় আপনি যে জায়গায় থাকতেন সেটিকে নির্বাচন করতে হবে । এবার নির্দিষ্ট স্থানে আপানার স্মার্ট কার্ডের নম্বরটি বসাতে হবে এবং যত টাকার রিচার্জ করতে চান ই-ওয়ালেটের মাধ্যমে সেই পেমেন্ট করতে হবে । ব্যাস তাহলেই মুক্তি লম্বা লাইনে দাঁড়ানো থেকে । চাইলে আপনি যে কোনও একটি মেট্রো স্টেশনে গিয়ে ব্যালান্স চেকিং টার্মিনাল মেশিনের মাধ্যমে নিজের কার্ডের ব্যালেন্স দেখে নিতে পারবেন ।

মেট্রো রেল সূত্রে খবর, এই প্রকল্পটির জন্য মোট 2 কোটি টাকা খরচ হয়েছে । IRCTC-এর পেমেন্ট গেটের মাধ্যমে পেমেন্ট করা হবে । সফটওয়্যার সংস্থা ক্রিস এবং IRCTC-র মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তিও হবে ।

Intro:এখন বাড়িতে বসেই রিচার্জ করতে পারবেন মেট্রোর স্মার্ট কার্ড। লম্বা লাইনে না দাড়িয়ে এবার বাড়িতে টিভি দেখতে দেখতে বা অন্য কোনও কাজ করতে করতেই একটি সফটওয়্যারের মাধ্যমে নিমেষেই রিচার্জ করে ফেলতে পারবেন নিজের মেট্রোর স্মার্ট কার্ডটি।


Body:মেট্রোরেল কলকাতার লাইফলাইন। সামনেই দুর্গাপুজো এবং এই সময় প্রায় 24 ঘন্টাই মেট্রোর পরিষেবা চালু থাকে। দুর্গাপুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখে বিনা হয়রানিতে ও তাড়াতাড়ি বাড়ি ফেরার একমাত্র উপায় হল মেট্রোরেল। টিকিট কাউন্টারের লম্বা লাইন। এবার আর দাঁড়াতে হবে না লাইনে। খুব শীঘ্রই পরিষেবাটি চালু করা হবে।

মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দোপাধ্যায় বলেন, "সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (ক্রিস) এই সফটওয়্যারটি বানিয়েছে। পরিকল্পনামাফিক সবকিছু এগোলে পুজোর আগেই পরিষেবাটি চালু হয়ে যাবে।"

এই সফটওয়্যারটিকে নিজের স্মার্টফোনে ডাউনলোড করতে হবে। তারপর অ্যাপটি খুলে ডেস্টিনেশনর জায়গায় আপনি যে জায়গায় থাকতেন সেটিকে নির্বাচন করতে হবে। এবার নিৰ্দিষ্ট স্থানে কার্ড নম্বর বসাতে হবে এবং যত টাকার রিচার্জ করতে চান ই-ওয়ালেটের মাধ্যমে সেই মূল্যের পেমেন্ট করতে হবে। অবশেষে যেকোনও একটি মেট্রো স্টেশনে গিয়ে ব্যালান্স চেকিং টার্মিনাল মেশিনের মাধ্যমে নিজের কার্ডের ব্যালেন্স দেখে নিতে পারবেন।



Conclusion:মেট্রোরেল সূত্রে খবর এই প্রকল্পটির জন্য মোট 2 কোটি টাকা খরচ হয়েছে। আই আর সি টি সির পেমেন্ট গেটের মাধ্যমে পেমেন্ট করা হবে। আইআরসিটিসি ও ক্রিসের মধ্যে এই বিষয় খুব দ্রুত একটি চুক্তিও সই হবে।
Last Updated : Aug 21, 2019, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.