কলকাতা , 23 অগাস্ট : কোরোনা ভাইরাস সংক্রমণের জেরে লকডাউনের মোকাবিলায় EMI স্থগিত করে দিয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । চলতি মাসেই শেষ হচ্ছে তার মেয়াদ । এবার সেই মেয়াদ বাড়াবার আর্জি জানিয়ে RBI-কে চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটরস গিল্ড । আগামী ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কের EMI-এর উপর মোরাটোরিয়ামের মেয়াদ বাড়ারার আবেদন জানিয়েছে তারা । পাশাপাশি , আরও কয়েক দফা দাবির কথাও উল্লেখ করে চিঠিতে ।
একদিকে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী । অন্যদিকে , যাত্রী সংখ্যা কম । সারাদিনে 500 টাকাও উপার্জন হচ্ছে না । ফলে অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছে অ্যাপ ক্যাব চালক ও মালিকেরা । এই প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন , "কেন্দ্রীয় সরকারের তরফে যে মোরাটোরিয়াম ঘোষণা করা হয়েছিল , এই মাসেই তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে । সংক্রমণের ভয়ে খুব প্রয়োজন না হলে মানুষ বের হচ্ছে না । তাই যাত্রী সংখ্যা খুবই কম । প্রায় 60 শতাংশ গাড়ি এখনও রাস্তায় নামতে পারেনি । আগামী মাস থেকে কীভাবে আমরা গাড়ির EMI দেব বুঝতে পারছি না । তাই আমাদের আর্জি কেন্দ্রীয় সরকার ডিসেম্বর পর্যন্ত মোরাটোরিয়ামের মেয়াদ বাড়াবার কথা বিবেচনা করুক । অ্যাপ ক্যাবের সঙ্গে যুক্ত থাকা লাখ লাখ কর্মী ও তাঁদের পরিবার আর্থিক সমস্যার মধ্যে পড়েছে। অন্যদিকে , কেন্দ্রের নির্দেশিকা থাকা সত্ত্বেও ব্যাঙ্কগুলি কিস্তির টাকার জন্য লাগাতার মালিকদের চাপ দিচ্ছে ।"
তিনি আরও বলেন , "এছাড়াও আমাদের কয়েকটি দাবি রয়েছে । যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত সুদ মকুব করতে হবে এবং ট্রান্সপোর্ট মুদ্রা লোন স্কিমের অন্তর্গত পারমিটযুক্ত গাড়িগুলিকে 5 লাখ টাকার অর্থনৈতিক সাহায্য দিতে হবে । সেগুলি চিঠিতে জানানো হয়েছে । "