ETV Bharat / state

করোনা রোগীকে স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি না করে বিল বাড়ানোর অভিযোগ বেহালার এক নার্সিংহোমের বিরুদ্ধে - করোনাআক্রান্ত

স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে দিয়ে ভর্তি করা যাবে না রোগীকে ৷ এমনকি বিল বাড়িয়ে রোগীকে হাসপাতাল থেকে ছাড়তে নারাজ ছিল বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ ৷

করোনা রোগীকে হয়রান করার অভিযোগ
করোনা রোগীকে হয়রান করার অভিযোগ
author img

By

Published : May 8, 2021, 10:07 AM IST

কলকাতা, 8 মে : আবারও কাঠগড়ায় অ্যাপেক্স নার্সিংহোম । করোনা রোগীকে ও তাঁর পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠল এই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷

বেহালা চৌরাস্তার রাজা রামমোহন রায় রোডে অবস্থিত এই নার্সিংহোমটি ৷ গতকাল রাতে করোনা আক্রান্ত 60 বছর বয়সি কেয়া রায়কে এখানে নিয়ে আসেন পরিজনেরা ৷ পরিবারের তরফে নার্সিংহোম কর্তৃপক্ষকে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে অনুযায়ী ভর্তি করার কথা জানানো হয় ৷ কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দেয়, স্বাস্থ্যসাথী কার্ড এখানে গ্রহণযোগ্য নয় । উল্টে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিজনকে 50000 টাকা জমা করতে বলে । কিন্তু রাতে রোগীর পরিবারের পক্ষে টাকা দেয়া সম্ভব হয়নি ৷ আজ সকালে রোগীর বাড়ির লোকজন নার্সিংহোম কর্তৃপক্ষকে জানান, তাঁদের পক্ষে এত খরচ বহন করা সম্ভব নয়, তাই তাঁরা রোগীকে অন্য কোনও সরকারি হাসপাতালে নিয়ে যেতে চান । এই কথা শুনে কর্তৃপক্ষ কেয়াদেবীকে ছাড়তে রাজি হয়নি ৷

আরো পড়ুন: স্বাস্থ্য দফতরের সবুজ সংকেত ছাড়া করা যাবে না সেফ হোম

রোগীর পরিবারের অভিযোগ, রোগীকে তো ছাড়া হয়নি উল্টে তাঁকে আটকে রেখে বিল বাড়ানোর চেষ্টা করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ ৷ তখন কেয়া দেবীর ছেলে প্রতিবাদ করায় তাঁকে মেরে নাক ফাটিয়ে দেয় হাসপাতালের লোকজন । দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেহালা থানার পুলিশ । এর পর সংবাদ মাধ্যমের হস্তক্ষেপে রোগীকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ।

কলকাতা, 8 মে : আবারও কাঠগড়ায় অ্যাপেক্স নার্সিংহোম । করোনা রোগীকে ও তাঁর পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠল এই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷

বেহালা চৌরাস্তার রাজা রামমোহন রায় রোডে অবস্থিত এই নার্সিংহোমটি ৷ গতকাল রাতে করোনা আক্রান্ত 60 বছর বয়সি কেয়া রায়কে এখানে নিয়ে আসেন পরিজনেরা ৷ পরিবারের তরফে নার্সিংহোম কর্তৃপক্ষকে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে অনুযায়ী ভর্তি করার কথা জানানো হয় ৷ কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দেয়, স্বাস্থ্যসাথী কার্ড এখানে গ্রহণযোগ্য নয় । উল্টে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিজনকে 50000 টাকা জমা করতে বলে । কিন্তু রাতে রোগীর পরিবারের পক্ষে টাকা দেয়া সম্ভব হয়নি ৷ আজ সকালে রোগীর বাড়ির লোকজন নার্সিংহোম কর্তৃপক্ষকে জানান, তাঁদের পক্ষে এত খরচ বহন করা সম্ভব নয়, তাই তাঁরা রোগীকে অন্য কোনও সরকারি হাসপাতালে নিয়ে যেতে চান । এই কথা শুনে কর্তৃপক্ষ কেয়াদেবীকে ছাড়তে রাজি হয়নি ৷

আরো পড়ুন: স্বাস্থ্য দফতরের সবুজ সংকেত ছাড়া করা যাবে না সেফ হোম

রোগীর পরিবারের অভিযোগ, রোগীকে তো ছাড়া হয়নি উল্টে তাঁকে আটকে রেখে বিল বাড়ানোর চেষ্টা করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ ৷ তখন কেয়া দেবীর ছেলে প্রতিবাদ করায় তাঁকে মেরে নাক ফাটিয়ে দেয় হাসপাতালের লোকজন । দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেহালা থানার পুলিশ । এর পর সংবাদ মাধ্যমের হস্তক্ষেপে রোগীকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.