ETV Bharat / state

অনলাইনে করা যাবে এবার ঠিকা জমি সংক্রান্ত আবেদন - কলকাতা পৌরনিগম

ঠিকা জমির সমস্যা দূর করতে আগেই নতুন আইন পাশ করেছে রাজ্য সরকার । এখন ঠিকা জমিতে বসবাসকারীরা উত্তরাধিকারসূত্রে নাম পরিবর্তন করতে পারেন । জমিতে নতুন করে বাড়ি তৈরি করতে গেলে বিল্ডিং প্ল্যান সেকশন করা হয় এবং জমিতে বসবাসকারীরা যাতে নিজেদের বাড়ি তৈরি করতে পারেন তার জন্য লোনের ব্যবস্থাও করা হয়েছে ।

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম
author img

By

Published : Jan 9, 2021, 9:58 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : বহু অভিযোগের পর ঠিকা জমির সমস্যা সমাধানের জন্য অনলাইনে আবেদনে জমার সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার থেকে ঠিকা জমি সংক্রান্ত যে কোনও সমস্যার কথা বা অফিসারদের গাফিলতির অভিযোগ জানানো যাবে অনলাইনেই ।

ঠিকা জমিতে থাকা বস্তিবাসী মানুষদের সমস্যা কিছুতেই মিটছে না । স্বয়ং মুখ্যমন্ত্রী এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিলেও সুরাহা হয়নি ঠিকা জমিতে থাকা বস্তিবাসী ও দরিদ্র খালপাড়বাসীদের । ঠিকা জমির উত্তরাধিকারীর নাম পরিবর্তন হোক কিংবা বিল্ডিং প্ল্যান অনুমোদন করা, মাসের পর মাস পরেও এর সমাধান নেই । ঠিকা কন্ট্রোলারের বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ প্রতিদিন বেড়েই চলেছে । ঠিকা জমিতে থাকা প্রজাদের অভিযোগ বাড়তে থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং পৌরমন্ত্রী ।

ঠিকা কন্ট্রলারের বিরুদ্ধে চরম অসহযোগিতায় ক্ষুব্ধ ফিরহাদ হাকিম

এদিন ফিরহাদ হাকিম জানিয়েছেন অনলাইনে ঠিকা জমি সংক্রান্ত বিভিন্ন আবেদন করার ব্যবস্থা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে । কলকাতা পৌরনিগমের টক টু কেএমসিতে ঠিকা কন্ট্রোলের দায়িত্বহীনতা ও দুর্ব্যবহারের অভিযোগ জানান বহু নাগরিক । গোপালনগরে ঠিকা কন্ট্রোলের অফিসে বহু ফাইল দীর্ঘদিন ধরে কিছু অফিসারের গাফিলতির জন্য পড়ে রয়েছে । ঠিকা কন্ট্রোলারের বিরুদ্ধে এই সব অভিযোগ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন ফিরহাদ হাকিম । তিনি জানান ঠিকা জমির সমস্যা সমাধান করতে অনলাইনে আবেদন করা যাবে । অনলাইনেই জমির নাম পরিবর্তন থেকে বিল্ডিং প্ল্যান সবকিছু সমস্যারই সমাধান করা হবে ।

আরও পড়ুন : বিনোদন কর আদায় করতে পৌরনিগম আনতে চলেছে নয়া অ্যাপ

ঠিকা জমির সমস্যা দূর করতেই নতুন আইন পাশ করেছে রাজ্য সরকার । এখন ঠিকা জমিতে বসবাসকারীরা উত্তরাধিকারসূত্রে নাম পরিবর্তন করতে পারেন । জমিতে নতুন করে বাড়ি তৈরি করতে গেলে বিল্ডিং প্ল্যান সেকশন করা হয় এবং জমিতে বসবাসকারীরা যাতে নিজেদের বাড়ি তৈরি করতে পারেন তার জন্য লোনের ব্যবস্থাও করা হয়েছে । কিন্তু কিছু অফিসারের গাফিলতির জন্য এই ঠিকা জমিতে বসবাসকারী বাসিন্দারা সমস্যায় রয়েছেন । দ্রুতই এই সমস্যা সমাধান করা হবে বলে তিনি জানান ।

কলকাতা, 9 জানুয়ারি : বহু অভিযোগের পর ঠিকা জমির সমস্যা সমাধানের জন্য অনলাইনে আবেদনে জমার সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার থেকে ঠিকা জমি সংক্রান্ত যে কোনও সমস্যার কথা বা অফিসারদের গাফিলতির অভিযোগ জানানো যাবে অনলাইনেই ।

ঠিকা জমিতে থাকা বস্তিবাসী মানুষদের সমস্যা কিছুতেই মিটছে না । স্বয়ং মুখ্যমন্ত্রী এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিলেও সুরাহা হয়নি ঠিকা জমিতে থাকা বস্তিবাসী ও দরিদ্র খালপাড়বাসীদের । ঠিকা জমির উত্তরাধিকারীর নাম পরিবর্তন হোক কিংবা বিল্ডিং প্ল্যান অনুমোদন করা, মাসের পর মাস পরেও এর সমাধান নেই । ঠিকা কন্ট্রোলারের বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ প্রতিদিন বেড়েই চলেছে । ঠিকা জমিতে থাকা প্রজাদের অভিযোগ বাড়তে থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং পৌরমন্ত্রী ।

ঠিকা কন্ট্রলারের বিরুদ্ধে চরম অসহযোগিতায় ক্ষুব্ধ ফিরহাদ হাকিম

এদিন ফিরহাদ হাকিম জানিয়েছেন অনলাইনে ঠিকা জমি সংক্রান্ত বিভিন্ন আবেদন করার ব্যবস্থা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে । কলকাতা পৌরনিগমের টক টু কেএমসিতে ঠিকা কন্ট্রোলের দায়িত্বহীনতা ও দুর্ব্যবহারের অভিযোগ জানান বহু নাগরিক । গোপালনগরে ঠিকা কন্ট্রোলের অফিসে বহু ফাইল দীর্ঘদিন ধরে কিছু অফিসারের গাফিলতির জন্য পড়ে রয়েছে । ঠিকা কন্ট্রোলারের বিরুদ্ধে এই সব অভিযোগ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন ফিরহাদ হাকিম । তিনি জানান ঠিকা জমির সমস্যা সমাধান করতে অনলাইনে আবেদন করা যাবে । অনলাইনেই জমির নাম পরিবর্তন থেকে বিল্ডিং প্ল্যান সবকিছু সমস্যারই সমাধান করা হবে ।

আরও পড়ুন : বিনোদন কর আদায় করতে পৌরনিগম আনতে চলেছে নয়া অ্যাপ

ঠিকা জমির সমস্যা দূর করতেই নতুন আইন পাশ করেছে রাজ্য সরকার । এখন ঠিকা জমিতে বসবাসকারীরা উত্তরাধিকারসূত্রে নাম পরিবর্তন করতে পারেন । জমিতে নতুন করে বাড়ি তৈরি করতে গেলে বিল্ডিং প্ল্যান সেকশন করা হয় এবং জমিতে বসবাসকারীরা যাতে নিজেদের বাড়ি তৈরি করতে পারেন তার জন্য লোনের ব্যবস্থাও করা হয়েছে । কিন্তু কিছু অফিসারের গাফিলতির জন্য এই ঠিকা জমিতে বসবাসকারী বাসিন্দারা সমস্যায় রয়েছেন । দ্রুতই এই সমস্যা সমাধান করা হবে বলে তিনি জানান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.