ETV Bharat / state

Anubrata Mondal: হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা, রাতেই কেষ্ট দিল্লিতে - প্রাতরাশেরর সময় গোপন বৈঠক

শারিরীক পরীক্ষার জন্য হাসপতালে পৌঁছলেন অনুব্রত ৷ দিল্লি যাওয়ার আগে জোকার ইএসআই হাসপাতালে অনুব্রত মণ্ডলের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল (Anubrata Mondal as taken to Joka ESI hospital) ৷

Anubrata Mondal
অনুব্রত মণ্ডল
author img

By

Published : Mar 7, 2023, 1:16 PM IST

Updated : Mar 7, 2023, 2:35 PM IST

কলকাতা, 7 মার্চ: অবশেষে আদালতের নির্দেশের পর রাজ্য পুলিশের পাহাড়ায় অনুব্রত মণ্ডলকে কলকাতায় আনা হল (Anubrata Mondal Reach kolkata for Health Checkup)। এদিন দিল্লি যাচ্ছেন অনুব্রত । সূত্রের খবর, 6:45 মিনিটের বিমান ধরবেন অনুব্রত। সেটি 9:10 নাগাদ দিল্লিতে পৌঁছাবে। এদিকে হাসপাতালে বাইরে গরু চোর স্লোগান ওঠে।

দিল্লি নিয়ে যাওয়ার আগে জোকার ইএসআই হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয় । সেখানেই বেশ কিছুটা সময় ধরে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে । এই স্বাস্থ্য পরীক্ষার পর অনুব্রতকে বিমানের চাপিয়ে দিল্লি নিয়ে যাওয়া হবে । ফলে, কোনও ভাবে ইডির সঙ্গে দিল্লি যাওয়াটা আটকাতে পারলেন না অনুব্রত মণ্ডল ৷ মঙ্গলবার সকালে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বীরভূমের এই দাপুটে নেতা ৷ মাঝে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পরেই দিল্লির বিমানে উঠবেন বীরভূমের তৃণমূল সভাপতি ।

এদিন সকালে আসানসোলের সংশোধনাগার থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অনুব্রত মণ্ডলকে বের করা হয় । এদিন তাঁর পরনে ছিল সবুজ রঙের পাঞ্জাবি । হাতে ঘড়ি ৷ চোখে মুখে উদ্বেগের ছাপও ছিল স্পষ্ট । সাংবাদিক উদ্দেশ্যে কিছু বলতে গিয়েও থমকে যান এই দাপুটে নেতা ৷ তবে আসানসোল থেকে কলকাতা আসার পথে মাঝে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে প্রাতরাশ সারেন অনুব্রত মণ্ডল । তারই মধ্যে তিনজনের সঙ্গে গোপন বৈঠক করেন বলে খবর । তারপর সকাল 11:10 নাগাদ জোকা ইএসআই হাসপাতালে পৌঁছান অনুব্রত মণ্ডল । আসানসোল থেকে কলকাতায় যাত্রা পথের মাঝে পুলিশের দু’টি এসকর্ট ভ্যান ছিল । নিরাপত্তায় ছিলেন 12 জন পুলিশ কর্মী । মাঝপথে যেতে কোনওরকম অসুস্থতা না দেখা যায় তার জন্য চিকিৎসার ব্যবস্থাও ছিল । অ্যাম্বুলেন্সে চিকিৎসকরা উপস্থিত ছিলেন বলে খবর ।

আরও পড়ুন: আদালতের হস্তক্ষেপে কাটল জট, শীঘ্রই দিল্লি যাচ্ছেন কেষ্ট

আজই ইডি তাঁকে বিশেষ বিমানে দিল্লি নিয়ে যাবে । সেখানে পৌঁছে অনুব্রত মণ্ডলের আরও একবার স্বাস্থ্য পরীক্ষা হবে । এরপর সময় থাকলে আজই কোর্টে অথবা ম্যাজিস্ট্রেটের বাড়িতে তোলা হতে পারে গরুপাচার মামলার অন্যতম মূল অভিযুক্তকে । দেরি হলে বুধবার অনুব্রত মণ্ডলকে আদালতে কিংবা ম্যাজিস্ট্রেটের বাড়িতে তোলা হবে । তবে জানা গিয়েছে, বুধবার রাইস এভিনিউ কোর্ট বন্ধ থাকছে । সে ক্ষেত্রে বিশেষ আদালত কিংবা ম্যাজিস্ট্রেটের বাড়িতে অনুব্রত মণ্ডলকে হাজির করে তাঁকে হেফাজতে নেবে ইডি ।

কলকাতা, 7 মার্চ: অবশেষে আদালতের নির্দেশের পর রাজ্য পুলিশের পাহাড়ায় অনুব্রত মণ্ডলকে কলকাতায় আনা হল (Anubrata Mondal Reach kolkata for Health Checkup)। এদিন দিল্লি যাচ্ছেন অনুব্রত । সূত্রের খবর, 6:45 মিনিটের বিমান ধরবেন অনুব্রত। সেটি 9:10 নাগাদ দিল্লিতে পৌঁছাবে। এদিকে হাসপাতালে বাইরে গরু চোর স্লোগান ওঠে।

দিল্লি নিয়ে যাওয়ার আগে জোকার ইএসআই হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয় । সেখানেই বেশ কিছুটা সময় ধরে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে । এই স্বাস্থ্য পরীক্ষার পর অনুব্রতকে বিমানের চাপিয়ে দিল্লি নিয়ে যাওয়া হবে । ফলে, কোনও ভাবে ইডির সঙ্গে দিল্লি যাওয়াটা আটকাতে পারলেন না অনুব্রত মণ্ডল ৷ মঙ্গলবার সকালে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বীরভূমের এই দাপুটে নেতা ৷ মাঝে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পরেই দিল্লির বিমানে উঠবেন বীরভূমের তৃণমূল সভাপতি ।

এদিন সকালে আসানসোলের সংশোধনাগার থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অনুব্রত মণ্ডলকে বের করা হয় । এদিন তাঁর পরনে ছিল সবুজ রঙের পাঞ্জাবি । হাতে ঘড়ি ৷ চোখে মুখে উদ্বেগের ছাপও ছিল স্পষ্ট । সাংবাদিক উদ্দেশ্যে কিছু বলতে গিয়েও থমকে যান এই দাপুটে নেতা ৷ তবে আসানসোল থেকে কলকাতা আসার পথে মাঝে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে প্রাতরাশ সারেন অনুব্রত মণ্ডল । তারই মধ্যে তিনজনের সঙ্গে গোপন বৈঠক করেন বলে খবর । তারপর সকাল 11:10 নাগাদ জোকা ইএসআই হাসপাতালে পৌঁছান অনুব্রত মণ্ডল । আসানসোল থেকে কলকাতায় যাত্রা পথের মাঝে পুলিশের দু’টি এসকর্ট ভ্যান ছিল । নিরাপত্তায় ছিলেন 12 জন পুলিশ কর্মী । মাঝপথে যেতে কোনওরকম অসুস্থতা না দেখা যায় তার জন্য চিকিৎসার ব্যবস্থাও ছিল । অ্যাম্বুলেন্সে চিকিৎসকরা উপস্থিত ছিলেন বলে খবর ।

আরও পড়ুন: আদালতের হস্তক্ষেপে কাটল জট, শীঘ্রই দিল্লি যাচ্ছেন কেষ্ট

আজই ইডি তাঁকে বিশেষ বিমানে দিল্লি নিয়ে যাবে । সেখানে পৌঁছে অনুব্রত মণ্ডলের আরও একবার স্বাস্থ্য পরীক্ষা হবে । এরপর সময় থাকলে আজই কোর্টে অথবা ম্যাজিস্ট্রেটের বাড়িতে তোলা হতে পারে গরুপাচার মামলার অন্যতম মূল অভিযুক্তকে । দেরি হলে বুধবার অনুব্রত মণ্ডলকে আদালতে কিংবা ম্যাজিস্ট্রেটের বাড়িতে তোলা হবে । তবে জানা গিয়েছে, বুধবার রাইস এভিনিউ কোর্ট বন্ধ থাকছে । সে ক্ষেত্রে বিশেষ আদালত কিংবা ম্যাজিস্ট্রেটের বাড়িতে অনুব্রত মণ্ডলকে হাজির করে তাঁকে হেফাজতে নেবে ইডি ।

Last Updated : Mar 7, 2023, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.