ETV Bharat / state

Anubrata Mondal Bail Plea: জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল - Cattle Smuggling Scam

জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল ৷ বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে (Anubrata Mondal Bail Plea in Calcutta High Court) ।

Anubrata Mondal
ETV Bharat
author img

By

Published : Nov 29, 2022, 12:07 PM IST

Updated : Nov 29, 2022, 1:54 PM IST

কলকাতা, 29 নভেম্বর: জামিনের আবেদন জানালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে । গরুপাচার মামলায় সিবিআই তাঁকে গত 11 অগস্ট গ্রেফতার করে ৷ পাশাপাশি ইডিও তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷

অভিযোগ, গরুপাচারের টাকা লোপাট ও সেই টাকা একের পর এক বেআইনি ব্যবসায় খাটিয়ে রাতারাতি কোটিপতি হয়েছেন অনুব্রত মণ্ডল । পাশাপাশি মেয়ের নামে কোটি টাকা রেখেছেন ব্যাংকে । এই সব তথ্য বিস্তারিত জানতে ইডি তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় । বর্তমানে আসানসোল জেলে বন্দি রয়েছেন দাপুটে তৃণমূল নেতা 'কেষ্ট' ৷

আরও পড়ুন: জামিনের আবেদন করলেন না অনুব্রত, পরের শুনানি 9 ডিসেম্বর

গরুপাচারের (Cattle Smuggling Scam) টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অনুব্রতকে ৷ তবে অনুব্রতর আইনজীবীদের দাবি, অবৈধভাবে টাকা নেওয়ার প্রমাণ এখনও পেশ করতে পারেনি সিবিআই ৷ তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের ফোন থেকে এই সম্পর্কিত তথ্য পাওয়া গিয়েছিল বলে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । পাশাপাশি সায়গল হোসেনের (Saigal Hossain) বিপুল সম্পত্তি আসলে বকলমে অনুব্রত মণ্ডলের সম্পত্তি বলেও মনে করছে সংস্থা । তিনি এখন দিল্লিতে তিহার জেলে বন্দি ৷

অন্যদিকে, সিবিআই বারেবারে দাবি করেছে, অনুব্রতর মতো একজন প্রভাবশালীকে জেল থেকে ছাড়া হলে তদন্তে প্রভাব পড়তে পারে ৷ গরুপাচার মামলার সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত বীরভূমের দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত অনুব্রত । এর আগে 25 নভেম্বর তাঁকে আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয় ৷ সেদিন কিন্তু তাঁর আইনজীবী জামিনের আবেদন জানাননি ৷ তারও আগে 11 নভেম্বর তাঁকে সিবিআই আদালতে পেশ করা হয়েছিল ৷ 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷

11-25 নভেম্বর সময়ের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আসানসোলের বিশেষ সংশোধনাগারে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করে ৷ তিনি তদন্তে সহযোগিতা করছেন না, এই অভিযোগে তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় তারা ৷ কিন্তু অ্যারেস্ট মেমোতে সই করেননি অভিযুক্ত অনুব্রত মণ্ডল ৷ তাই তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে (Delhi Rouse Avenue Court) আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই মামলারও শুনানি হয় 25 নভেম্বর ৷ ইডি তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে । যদিও আদালতের সম্মতি এখনও মেলেনি । এদিকে 9 ডিসেম্বর তাঁকে ফের আসানসোল সিবিআই আদালতে পেশ করা হবে ৷

আরও পড়ুন: মিঠুনের সভাস্থলেই পালটা সভা করতে হবে, অনুগামীদের কড়া নির্দেশ কেষ্টর

কলকাতা, 29 নভেম্বর: জামিনের আবেদন জানালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে । গরুপাচার মামলায় সিবিআই তাঁকে গত 11 অগস্ট গ্রেফতার করে ৷ পাশাপাশি ইডিও তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷

অভিযোগ, গরুপাচারের টাকা লোপাট ও সেই টাকা একের পর এক বেআইনি ব্যবসায় খাটিয়ে রাতারাতি কোটিপতি হয়েছেন অনুব্রত মণ্ডল । পাশাপাশি মেয়ের নামে কোটি টাকা রেখেছেন ব্যাংকে । এই সব তথ্য বিস্তারিত জানতে ইডি তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় । বর্তমানে আসানসোল জেলে বন্দি রয়েছেন দাপুটে তৃণমূল নেতা 'কেষ্ট' ৷

আরও পড়ুন: জামিনের আবেদন করলেন না অনুব্রত, পরের শুনানি 9 ডিসেম্বর

গরুপাচারের (Cattle Smuggling Scam) টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অনুব্রতকে ৷ তবে অনুব্রতর আইনজীবীদের দাবি, অবৈধভাবে টাকা নেওয়ার প্রমাণ এখনও পেশ করতে পারেনি সিবিআই ৷ তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের ফোন থেকে এই সম্পর্কিত তথ্য পাওয়া গিয়েছিল বলে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । পাশাপাশি সায়গল হোসেনের (Saigal Hossain) বিপুল সম্পত্তি আসলে বকলমে অনুব্রত মণ্ডলের সম্পত্তি বলেও মনে করছে সংস্থা । তিনি এখন দিল্লিতে তিহার জেলে বন্দি ৷

অন্যদিকে, সিবিআই বারেবারে দাবি করেছে, অনুব্রতর মতো একজন প্রভাবশালীকে জেল থেকে ছাড়া হলে তদন্তে প্রভাব পড়তে পারে ৷ গরুপাচার মামলার সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত বীরভূমের দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত অনুব্রত । এর আগে 25 নভেম্বর তাঁকে আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয় ৷ সেদিন কিন্তু তাঁর আইনজীবী জামিনের আবেদন জানাননি ৷ তারও আগে 11 নভেম্বর তাঁকে সিবিআই আদালতে পেশ করা হয়েছিল ৷ 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷

11-25 নভেম্বর সময়ের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আসানসোলের বিশেষ সংশোধনাগারে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করে ৷ তিনি তদন্তে সহযোগিতা করছেন না, এই অভিযোগে তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় তারা ৷ কিন্তু অ্যারেস্ট মেমোতে সই করেননি অভিযুক্ত অনুব্রত মণ্ডল ৷ তাই তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে (Delhi Rouse Avenue Court) আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই মামলারও শুনানি হয় 25 নভেম্বর ৷ ইডি তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে । যদিও আদালতের সম্মতি এখনও মেলেনি । এদিকে 9 ডিসেম্বর তাঁকে ফের আসানসোল সিবিআই আদালতে পেশ করা হবে ৷

আরও পড়ুন: মিঠুনের সভাস্থলেই পালটা সভা করতে হবে, অনুগামীদের কড়া নির্দেশ কেষ্টর

Last Updated : Nov 29, 2022, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.