ETV Bharat / state

Anubrata Mondal Corruption: 12 কোটি টাকা মূল্যের জমি অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ কিনেছিলেন মাত্র 7.71 কোটিতে - অনুব্রত মণ্ডল

12 কোটি টাকা মূল্যের জমি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েন কিনেছিলেন মাত্র 7.71 কোটি টাকায় ৷ ইডি অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে এ কথা উল্লেখ করেছে ৷

Anubrata Mondal Corruption
অনুব্রত মণ্ডল
author img

By

Published : May 5, 2023, 6:17 PM IST

কলকাতা, 5 মে: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা স্পষ্ট উল্লেখ করেছেন যে, 12 কোটি টাকার একটি জমি মাত্র 7.71 কোটি টাকায়, জলের দরে কিনেছিলেন বিদ্যুৎবরণ গায়েন । মাঝেমধ্যেই বিদ্যুৎবরণ গায়েন অনুব্রত মণ্ডলের বাড়িতে থাকতেন । জানা গিয়েছে, বিদ্যুৎবরণ গায়েন একসময় অনুব্রত মণ্ডলের এতটাই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন যে, বিদ্যুৎবরণ গায়েনের আয়কর রিটার্নের ফাইল দেখাশোনা করার দায়িত্ব পেয়েছিলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারি ।

বিদ্যুৎবরণ গায়েনের আয়ের উৎস নিয়ে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের জানিয়েছেন, গত 10 বছরে তাঁর আয় হয়েছে চালকল থেকে আর জমি কেনা-বেচা থেকে । কিন্তু এখানেই তদন্তকারীদের প্রশ্ন, মাত্র দুটি চালকল ও কিছু জমি কেনা-বেচা করে এত কোটি কোটি টাকা কীভাবে আসতে পারে ?

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হলে তদন্তকারীরা তাঁর কাছ থেকে জানতে পেরেছেন যে, ব্যবসা-বাণিজ্যের আয়-ব্যয়ের হিসেব এবং আয়কর রিটার্ন সংক্রান্ত যাবতীয় ব্যাপারে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারিকে । অনুব্রত তদন্তকারীদের জানিয়েছেন, এই ব্যাপারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারিকে তিনি ফ্রি-হ্যান্ড বা স্বাধীনতা দিয়েছিলেন ।

মণীশ কোঠারির দেখানো পথ অনুসরণ করতেন অনুব্রত মণ্ডল ৷ এর বাইরে তিনি আর এই বিষয়ে কোনও তথ্য জানেন না বলে ইডির তদন্তকারীদের কাছে দাবি করেছেন বীরভূমের তৃণমূল নেতা । মূলত চার্জশিটে অনুব্রত মণ্ডলের দেওয়া বয়ান হুবহু তুলে ধরা হয়েছে ইডির তরফে । সেখানে বলা হয়েছে, তাঁর যাবতীয় ব্যবসা-বাণিজ্য মূল টাকার উৎস হল দুটি রাইস মিল । এই দুটি রাইস মিল কেনা হয়েছিল অনুব্রত মণ্ডল, ছবি মণ্ডল এবং সুকন্যা মন্ডলের নামে । অনুব্রত মণ্ডল নাকি তদন্তকারীদের জেরায় জানিয়েছেন, তারঁ স্ত্রী ছবি মণ্ডল এই সব বিষয়ে বিশেষভাবে কিছু জানতেন না।

আরও পড়ুন: সুকন্যার নির্দেশেই দিল্লি যাওয়ার পথে শক্তিগড়ের দোকানে বৈঠক করেন অনুব্রত, দাবি ইডির

কলকাতা, 5 মে: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা স্পষ্ট উল্লেখ করেছেন যে, 12 কোটি টাকার একটি জমি মাত্র 7.71 কোটি টাকায়, জলের দরে কিনেছিলেন বিদ্যুৎবরণ গায়েন । মাঝেমধ্যেই বিদ্যুৎবরণ গায়েন অনুব্রত মণ্ডলের বাড়িতে থাকতেন । জানা গিয়েছে, বিদ্যুৎবরণ গায়েন একসময় অনুব্রত মণ্ডলের এতটাই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন যে, বিদ্যুৎবরণ গায়েনের আয়কর রিটার্নের ফাইল দেখাশোনা করার দায়িত্ব পেয়েছিলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারি ।

বিদ্যুৎবরণ গায়েনের আয়ের উৎস নিয়ে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের জানিয়েছেন, গত 10 বছরে তাঁর আয় হয়েছে চালকল থেকে আর জমি কেনা-বেচা থেকে । কিন্তু এখানেই তদন্তকারীদের প্রশ্ন, মাত্র দুটি চালকল ও কিছু জমি কেনা-বেচা করে এত কোটি কোটি টাকা কীভাবে আসতে পারে ?

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হলে তদন্তকারীরা তাঁর কাছ থেকে জানতে পেরেছেন যে, ব্যবসা-বাণিজ্যের আয়-ব্যয়ের হিসেব এবং আয়কর রিটার্ন সংক্রান্ত যাবতীয় ব্যাপারে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারিকে । অনুব্রত তদন্তকারীদের জানিয়েছেন, এই ব্যাপারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারিকে তিনি ফ্রি-হ্যান্ড বা স্বাধীনতা দিয়েছিলেন ।

মণীশ কোঠারির দেখানো পথ অনুসরণ করতেন অনুব্রত মণ্ডল ৷ এর বাইরে তিনি আর এই বিষয়ে কোনও তথ্য জানেন না বলে ইডির তদন্তকারীদের কাছে দাবি করেছেন বীরভূমের তৃণমূল নেতা । মূলত চার্জশিটে অনুব্রত মণ্ডলের দেওয়া বয়ান হুবহু তুলে ধরা হয়েছে ইডির তরফে । সেখানে বলা হয়েছে, তাঁর যাবতীয় ব্যবসা-বাণিজ্য মূল টাকার উৎস হল দুটি রাইস মিল । এই দুটি রাইস মিল কেনা হয়েছিল অনুব্রত মণ্ডল, ছবি মণ্ডল এবং সুকন্যা মন্ডলের নামে । অনুব্রত মণ্ডল নাকি তদন্তকারীদের জেরায় জানিয়েছেন, তারঁ স্ত্রী ছবি মণ্ডল এই সব বিষয়ে বিশেষভাবে কিছু জানতেন না।

আরও পড়ুন: সুকন্যার নির্দেশেই দিল্লি যাওয়ার পথে শক্তিগড়ের দোকানে বৈঠক করেন অনুব্রত, দাবি ইডির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.