ETV Bharat / state

ফিট হতে সময় দরকার তবুও হাবাসের চোখ এখন হ্যাটট্রিকে - এটিকে-মোহনবাগান

আপাতত ওড়িশা ম্যাচটিকে পাখির চোখ করে রেখেছেন আন্তেনিও লোপেজ় হাবাস । পরপর দুটো ম্যাচ জয়ের আত্মবিশ্বাস কাল গ্রাস করার শঙ্কা অনেকের। এই নিয়ে প্রশ্ন করতেই হাবাস বলেছেন,"আমরা প্রথম দুটো ম্যাচ জিতেছি । আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচে জয় তুলে নেওয়া । সেখানে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার জায়গা নেই । আমরা পেশাদার ফুটবলার । নিজেদের কাজটা সঠিকভাবে করাই আমাদের একমাত্র লক্ষ্য ।"

antonio lopez habas wants to triple victory in ISL
আন্তেনিও লোপেজ় হাবাস
author img

By

Published : Dec 2, 2020, 10:52 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর : কোনও ভবিষ্যৎবাণীতে যেতে রাজি নন । বরং ধাপে ধাপে এগোনোর কথা বলছেন এটিকে-মোহনবাগান কোচ আন্তেনিও লোপেজ হাবাস । কাল সবুজ মেরুন ব্রিগেড তাদের তৃতীয় ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে নামবে । কেরালা ব্লাস্টার্স এবং এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে এখন আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, প্রনয় হালদার, প্রবীর দাসরা । চোটের জন্য সোসাইরাজ়ের মাঠে ফেরার ছবিটা স্পষ্ট নয়,আরও তিন থেকে চারদিন প্রয়োজন । হাবাস এই নিয়ে তাড়াহুড়ো করতে চান না ।

আপাতত তাই ওড়িশা ম্যাচ পাখির চোখ । পরপর দুটো ম্যাচ জয়ের আত্মবিশ্বাস কাল গ্রাস করার শঙ্কা অনেকের। এই নিয়ে প্রশ্ন করতেই হাবাস বলেছেন,"আমরা প্রথম দুটো ম্যাচ জিতেছি । আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচে জয় তুলে নেওয়া । সেখানে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার জায়গা নেই । আমরা পেশাদার ফুটবলার । নিজেদের কাজটা সঠিকভাবে করাই আমাদের একমাত্র লক্ষ্য ।" ডিসেম্বর মাসে ছয়টি ম্যাচ খেলতে হবে এটিকে-মোহনবাগানকে । ব্যস্ত সূচি ফুটবলারদের শারীরিক ক্লান্তি বয়ে আনতে পারে । যা পারফম্যান্সের অন্তরায় হতে পারে ।

"কোভিড পরিস্থিতির কারণে শিডিউলের এই অবস্থা । ঘনঘন ম্যাচ খেলতে হচ্ছে । তবে অজুহাত দিতে চাই না । বরং বলব অবস্থা যাইহোক না কেন লড়াই আমরা করব ।", বলেছেন সবুজ মেরুনের স্প্যানিশ হেডস্যার । প্রতিপক্ষ ওড়িশা এফসি সম্বন্ধে শ্রদ্ধা হাবাসের । বলছেন প্রতিপক্ষ কোচ স্টুয়ার্ট বাক্সটারকে চেনেন তিনি । ওড়িশা দলে ভালো ফুটবলারের উপস্থিতি নজরে পড়েছে এটিকে-মোহনবাগানের থিঙ্কট্যাঙ্কের ।

"মার্সেলিনো আইএসএলের সেরা ফুটবলার। ওর প্রতি আমাদের নজর থাকবে। ওর ছন্দ নষ্ট করা আমাদের লক্ষ্য হবে," বলেছেন দুবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়া কোচ । পরপর দুটো ম্যাচে গোল করেছেন রয় কৃষ্ণ । ফিজ়িয়ান স্ট্রাইকার গতবছরের আইএসএলে 15টি গোল করে দলের চ্যাম্পিয়ন হওয়ার প্রধান কারিগর হয়েছিলেন । এবারও ঠিক সেখান থেকে শুরু করেছেন যেখানে শেষ করেছিলেন । তবুও তার ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে । দলের একনম্বর স্ট্রাইকার নিয়ে বলতে গিয়ে হাবাস জানিয়েছেন,"ফিট কিংবা আনফিটের প্রশ্ন নয়। কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন খেলার মধ্যে ছিল না। গোয়ার আদ্রর্তার সঙ্গে মানিয়ে নেওয়া একটা চ্যালেঞ্জ। এই অবস্থায় মানিয়ে নিতে সময় দিতেই হবে। তবে রয় কৃষ্ণের পারফরম্যান্স আমাকে খুশি করেছে।"

চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে প্রথম পর্বে কত পয়েন্টে শেষ করা লক্ষ্য মেরিনার্সের। হাবাস বলছেন, জয়ের ধারাবাহিকতা গড়ে তোলা তাদের লক্ষ্য । খেতাবি দৌড়ে এটিকে-মোহনবাগানকে পাল্লা দিতে পারে এই প্রশ্নে নিজের দল নিয়ে মনসংযোগ করার কথা বলেছেন হাবাস । একই সঙ্গে জানিয়েছেন,"দীর্ঘদিন খেলার মধ্যে ছিল না ফুটবলাররা । তাই প্রস্তুতি ঠিক ভাবে হয়নি । শতাংশের হিসাব কোন অবস্থায় দল রয়েছে তা বলার জায়গায় নেই । তবে যেভাবে উন্নতি করছে, তাতে জানুয়ারির প্রথম সপ্তাহে দল একশো শতাংশ ফিট হয়ে উঠবে ।"

কলকাতা, 2 ডিসেম্বর : কোনও ভবিষ্যৎবাণীতে যেতে রাজি নন । বরং ধাপে ধাপে এগোনোর কথা বলছেন এটিকে-মোহনবাগান কোচ আন্তেনিও লোপেজ হাবাস । কাল সবুজ মেরুন ব্রিগেড তাদের তৃতীয় ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে নামবে । কেরালা ব্লাস্টার্স এবং এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে এখন আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, প্রনয় হালদার, প্রবীর দাসরা । চোটের জন্য সোসাইরাজ়ের মাঠে ফেরার ছবিটা স্পষ্ট নয়,আরও তিন থেকে চারদিন প্রয়োজন । হাবাস এই নিয়ে তাড়াহুড়ো করতে চান না ।

আপাতত তাই ওড়িশা ম্যাচ পাখির চোখ । পরপর দুটো ম্যাচ জয়ের আত্মবিশ্বাস কাল গ্রাস করার শঙ্কা অনেকের। এই নিয়ে প্রশ্ন করতেই হাবাস বলেছেন,"আমরা প্রথম দুটো ম্যাচ জিতেছি । আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচে জয় তুলে নেওয়া । সেখানে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার জায়গা নেই । আমরা পেশাদার ফুটবলার । নিজেদের কাজটা সঠিকভাবে করাই আমাদের একমাত্র লক্ষ্য ।" ডিসেম্বর মাসে ছয়টি ম্যাচ খেলতে হবে এটিকে-মোহনবাগানকে । ব্যস্ত সূচি ফুটবলারদের শারীরিক ক্লান্তি বয়ে আনতে পারে । যা পারফম্যান্সের অন্তরায় হতে পারে ।

"কোভিড পরিস্থিতির কারণে শিডিউলের এই অবস্থা । ঘনঘন ম্যাচ খেলতে হচ্ছে । তবে অজুহাত দিতে চাই না । বরং বলব অবস্থা যাইহোক না কেন লড়াই আমরা করব ।", বলেছেন সবুজ মেরুনের স্প্যানিশ হেডস্যার । প্রতিপক্ষ ওড়িশা এফসি সম্বন্ধে শ্রদ্ধা হাবাসের । বলছেন প্রতিপক্ষ কোচ স্টুয়ার্ট বাক্সটারকে চেনেন তিনি । ওড়িশা দলে ভালো ফুটবলারের উপস্থিতি নজরে পড়েছে এটিকে-মোহনবাগানের থিঙ্কট্যাঙ্কের ।

"মার্সেলিনো আইএসএলের সেরা ফুটবলার। ওর প্রতি আমাদের নজর থাকবে। ওর ছন্দ নষ্ট করা আমাদের লক্ষ্য হবে," বলেছেন দুবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়া কোচ । পরপর দুটো ম্যাচে গোল করেছেন রয় কৃষ্ণ । ফিজ়িয়ান স্ট্রাইকার গতবছরের আইএসএলে 15টি গোল করে দলের চ্যাম্পিয়ন হওয়ার প্রধান কারিগর হয়েছিলেন । এবারও ঠিক সেখান থেকে শুরু করেছেন যেখানে শেষ করেছিলেন । তবুও তার ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে । দলের একনম্বর স্ট্রাইকার নিয়ে বলতে গিয়ে হাবাস জানিয়েছেন,"ফিট কিংবা আনফিটের প্রশ্ন নয়। কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন খেলার মধ্যে ছিল না। গোয়ার আদ্রর্তার সঙ্গে মানিয়ে নেওয়া একটা চ্যালেঞ্জ। এই অবস্থায় মানিয়ে নিতে সময় দিতেই হবে। তবে রয় কৃষ্ণের পারফরম্যান্স আমাকে খুশি করেছে।"

চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে প্রথম পর্বে কত পয়েন্টে শেষ করা লক্ষ্য মেরিনার্সের। হাবাস বলছেন, জয়ের ধারাবাহিকতা গড়ে তোলা তাদের লক্ষ্য । খেতাবি দৌড়ে এটিকে-মোহনবাগানকে পাল্লা দিতে পারে এই প্রশ্নে নিজের দল নিয়ে মনসংযোগ করার কথা বলেছেন হাবাস । একই সঙ্গে জানিয়েছেন,"দীর্ঘদিন খেলার মধ্যে ছিল না ফুটবলাররা । তাই প্রস্তুতি ঠিক ভাবে হয়নি । শতাংশের হিসাব কোন অবস্থায় দল রয়েছে তা বলার জায়গায় নেই । তবে যেভাবে উন্নতি করছে, তাতে জানুয়ারির প্রথম সপ্তাহে দল একশো শতাংশ ফিট হয়ে উঠবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.