ETV Bharat / state

BJP Poster Controversy: আবারও গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে; পার্টি অফিসের সামনে পোস্টার - বঙ্গ বিজেপি

বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত বর্তমান কয়েকজন পদাধিকারীর বিরুদ্ধে পোস্টার পড়ল বিজেপির মুরলিধর সেন লেন পার্টি অফিসে ৷ এর আগেও বিজেপি বাঁচাও-নামে দলের এক গোষ্ঠীর পক্ষ থেকে একাধিকবার এরকম প্রতিবাদ জানানো হয়েছে ৷

ETV Bharat
বিজেপি দফতরে পোস্টার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 4:51 PM IST

কলকাতা, 27 অক্টোবর: আরও একবার প্রকাশ্যে এল বিজেপির অন্তর্কলহ । জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আবারও মুরলিধর সেন লেনে বিজেপির পার্টি অফিসের দেওয়ালে পড়েছে পোস্টার ৷ এর আগে বিজেপি বাঁচাও মঞ্চ বা সেভ ওয়েস্ট বেঙ্গল বিজেপি'র পক্ষ থেকে বারে বারে শহর থেকে জেলা সর্বত্রই বিজেপির পুরনো এবং বিক্ষুব্ধ কর্মীদের দলের কিছু নেতৃত্বের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ৷ সম্প্রতি বিজেপির সল্টলেক পার্টি অফিসের সামনে এবং তারপর মুরলিধর সেন লেনে দলের পার্টি অফিসের সামনে এমনই বিক্ষোভের চিত্র ধরা দেখা গিয়েছিল। বৃহস্পতিবারও মুরলিধর সেন লেনে বিজেপি দফতরে বেশকিছু পোস্টার পড়েছে ৷

এর আগেও বিজেপি বাঁচাও-নামে দলের এক গোষ্ঠীর পক্ষ থেকে একাধিকবার বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছিলেন । তাঁরা 6 নম্বর মুরলিধর সেন লেনের দফতরের সামনেও হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান । দলের পুরনো কর্মীদের দাবি হল, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর দলের পুরনো কর্মীরা আর সক্রিয় হতে পারছেন না । তাঁদের দলের কোনও কাজ করতে দেওয়া হচ্ছে না। তারা আরও অভিযোগ করেন, বরং অন্যান্য দল থেকে আসা বিশেষ করে তৃণমূল থেকে আসা কর্মীদের দল অনেক বেশি প্রাধান্য দিচ্ছে ।

বিজেপির এই বিক্ষুব্ধ গোষ্ঠীর মঞ্চের পক্ষ থেকে শামসুর রাহমান অভিযোগ করেন, সঠিক বুথ কমিটি থেকে শুরু করে মণ্ডল কমিটি এবং শক্তিকেন্দ্র গঠন হয়নি । যা হয়েছে সবই খাতায় কলমে । জেলাস্তরে কোনও কর্মসূচি ঠিক মতো হচ্ছে না । পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় মন্ত্রী যারা আসছেন তাঁরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। তিনি দাবি করেন, তারা অবিলম্বে রাজ্য বিজেপির সাংগঠিক পদ থেকে অমিতাভ চক্রবর্তী এবং অমিত মালব্যের অপসারণের দাবি তোলেন । পাশাপাশি, দলের পুরনো কর্মীদের আবার সক্রিয় ভূমিকায় নিয়ে আসার দাবি জানান তিনি ৷

আরও পড়ুন: যত চোর গ্রেফতার হচ্ছে তত চোরের রানির ছটফটানি বাড়ছে, কটাক্ষ সুকান্তর; চাঁছাছোলা শুভেন্দুও

এই নতুন পোস্টারে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেওয়া হয়েছে ৷ পোস্টারের বক্তব্য, অমিত মালব্য ও অমিতাভ চক্রবর্তী এই রাজ্যে দলের সংগঠনকে শেষ করে দিচ্ছে । 2021 সালের বিধানসভা নির্বাচনে অনেক ভালো ফল করা যেত কিন্তু এই দু'জনের জন্য তা হয়নি, এরা দলটাকে বিক্রি করে দিতে চাইছে । এতদিন ধরে দলটাকে যারা মন দিয়ে করে আসছে তারা আজ দলের বাইরে । পোস্টারে এই ধরণের বক্তব্যকে কেন্দ্র করে দলের অন্দরেই বিতর্ক তৈরি হয়েছে ৷

আরও পড়ুন: পাখির চোখ 24-র ভোট, তাই টার্গেট তৃণমূল! জ্যোতিপ্রিয় গ্রেফতারে মন্তব্য তাপস রায়ের

প্রসঙ্গত, বৃহস্পতিবারই বিজেপির টিকিটে জেতা বিধায়ক হরকালি প্রতিহার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন ৷ তাঁর বক্তব্য, বিজেপিতে থেকে তিনি তাঁর আদর্শ মতো কাজ করতে পারছিলেন না তাই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূলে যোগ দিলেন ৷

কলকাতা, 27 অক্টোবর: আরও একবার প্রকাশ্যে এল বিজেপির অন্তর্কলহ । জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আবারও মুরলিধর সেন লেনে বিজেপির পার্টি অফিসের দেওয়ালে পড়েছে পোস্টার ৷ এর আগে বিজেপি বাঁচাও মঞ্চ বা সেভ ওয়েস্ট বেঙ্গল বিজেপি'র পক্ষ থেকে বারে বারে শহর থেকে জেলা সর্বত্রই বিজেপির পুরনো এবং বিক্ষুব্ধ কর্মীদের দলের কিছু নেতৃত্বের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ৷ সম্প্রতি বিজেপির সল্টলেক পার্টি অফিসের সামনে এবং তারপর মুরলিধর সেন লেনে দলের পার্টি অফিসের সামনে এমনই বিক্ষোভের চিত্র ধরা দেখা গিয়েছিল। বৃহস্পতিবারও মুরলিধর সেন লেনে বিজেপি দফতরে বেশকিছু পোস্টার পড়েছে ৷

এর আগেও বিজেপি বাঁচাও-নামে দলের এক গোষ্ঠীর পক্ষ থেকে একাধিকবার বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছিলেন । তাঁরা 6 নম্বর মুরলিধর সেন লেনের দফতরের সামনেও হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান । দলের পুরনো কর্মীদের দাবি হল, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর দলের পুরনো কর্মীরা আর সক্রিয় হতে পারছেন না । তাঁদের দলের কোনও কাজ করতে দেওয়া হচ্ছে না। তারা আরও অভিযোগ করেন, বরং অন্যান্য দল থেকে আসা বিশেষ করে তৃণমূল থেকে আসা কর্মীদের দল অনেক বেশি প্রাধান্য দিচ্ছে ।

বিজেপির এই বিক্ষুব্ধ গোষ্ঠীর মঞ্চের পক্ষ থেকে শামসুর রাহমান অভিযোগ করেন, সঠিক বুথ কমিটি থেকে শুরু করে মণ্ডল কমিটি এবং শক্তিকেন্দ্র গঠন হয়নি । যা হয়েছে সবই খাতায় কলমে । জেলাস্তরে কোনও কর্মসূচি ঠিক মতো হচ্ছে না । পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় মন্ত্রী যারা আসছেন তাঁরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। তিনি দাবি করেন, তারা অবিলম্বে রাজ্য বিজেপির সাংগঠিক পদ থেকে অমিতাভ চক্রবর্তী এবং অমিত মালব্যের অপসারণের দাবি তোলেন । পাশাপাশি, দলের পুরনো কর্মীদের আবার সক্রিয় ভূমিকায় নিয়ে আসার দাবি জানান তিনি ৷

আরও পড়ুন: যত চোর গ্রেফতার হচ্ছে তত চোরের রানির ছটফটানি বাড়ছে, কটাক্ষ সুকান্তর; চাঁছাছোলা শুভেন্দুও

এই নতুন পোস্টারে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেওয়া হয়েছে ৷ পোস্টারের বক্তব্য, অমিত মালব্য ও অমিতাভ চক্রবর্তী এই রাজ্যে দলের সংগঠনকে শেষ করে দিচ্ছে । 2021 সালের বিধানসভা নির্বাচনে অনেক ভালো ফল করা যেত কিন্তু এই দু'জনের জন্য তা হয়নি, এরা দলটাকে বিক্রি করে দিতে চাইছে । এতদিন ধরে দলটাকে যারা মন দিয়ে করে আসছে তারা আজ দলের বাইরে । পোস্টারে এই ধরণের বক্তব্যকে কেন্দ্র করে দলের অন্দরেই বিতর্ক তৈরি হয়েছে ৷

আরও পড়ুন: পাখির চোখ 24-র ভোট, তাই টার্গেট তৃণমূল! জ্যোতিপ্রিয় গ্রেফতারে মন্তব্য তাপস রায়ের

প্রসঙ্গত, বৃহস্পতিবারই বিজেপির টিকিটে জেতা বিধায়ক হরকালি প্রতিহার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন ৷ তাঁর বক্তব্য, বিজেপিতে থেকে তিনি তাঁর আদর্শ মতো কাজ করতে পারছিলেন না তাই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূলে যোগ দিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.